তৃণমূল নেতার জমির খুঁটি ভেঙে দেওয়ার অভিযোগে পঞ্চায়েত সমিতির সিপিএম সদস্য-সহ দু’জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, খাতড়া থানার বড়মেটেলা মৌজায় তৃণমূলের প্রাক্তন জেলা কার্যকরী সভাপতি শ্যামল সরকারের জমির সীমানায় থাকা সিমেন্টের কিছু খুঁটি রবিবার রাতে সিপিএমের লোকেরা ভেঙে দেয় বলে অভিযোগ। সিপিএমের খাতড়া পঞ্চায়েত সমিতির সদস্য সুনীল রজক-সহ ১২ জনের বিরুদ্ধে সোমবার শ্যামলবাবু পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। সেই রাতেই পুলিশ সুনীল রজক ও কার্তিক রজক নামে দুই সিপিএম সদস্যকে বাড়ি থেকে গ্রেফতার করে। সুনীলবাবুর বাড়ি খাতড়ার বড়মেটেলা গ্রামে। কার্তিক রজকের বাড়ি পাটপুর গ্রামে। মঙ্গলবার ধৃতদের খাতড়া আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন।
শ্যামলবাবুর অভিযোগ, “আমাদের ওই পরিবারিক জমি বেদখল করার উদ্দেশ্যে সুনীল রজক সিপিএমের লোকজন নিয়ে রাতের অন্ধকারে খুঁটিগুলি ভেঙ্গে দিয়েছেন।” অভিযোগ উড়িয়ে সুনীলবাবুর দাবি, “ওই ঘটনায় আমি কোনওভাবে যুক্ত নই। তা সত্বেও পুলিশের কাছে আমার নামে মিথ্যা অভিযোগ করেছেন ওই তৃণমূল নেতা।” সিপিএমের খাতড়া জোনাল কমিটির সম্পাদক সুশীল মুখোপাধ্যায়ের দাবি, “তৃণমূলের কথায় পুলিশ তদন্ত না করেই আমাদের দলের ওই দুই সদস্যকে গ্রেফতার করেছে। আমাদের দলের কেউ ওই ঘটনায় জড়িত নয়।” এসডিপিও (খাতড়া) নগেন্দ্রনাথ ত্রিপাঠী অবশ্য দাবি করেছেন, “নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তের পরে সিপিএমের পঞ্চায়েত সমিতির সদস্য-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। বাকি অভিযুক্তদেরও ধরা হবে।” |