ব্লক সভাপতির পদ নিয়ে রঘুনাথপুর ১ ব্লকে তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব প্রকট হয়ে উঠে। বর্তমান ব্লক সভাপতি সলিল কুম্ভকারকে সরানোর দাবি তুলেছেন তৃণমূলের স্থানীয় নেতৃত্বের একাংশ। সম্প্রতি তাঁরা রঘুনাথপুর শহরের কমিউনিটি হলে সভা করে সলিলবাবুকে ব্লক সভাপতির পদ থেকে সরিয়ে সেই পদে ব্লক কার্যকরী সভাপতি প্রদীপ মাজিকে বসানোর সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্তের কথা দলের জেলা সভাপতি তথা মন্ত্রী শান্তিরাম মাহাতো থেকে শীর্ষ নেতৃত্ব মুকুল রায়, সুব্রত বক্সিকেও জানানো হয়েছে। এ প্রসঙ্গে শান্তিরামবাবু বলেন, “পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি সভায় ব্লকের কিছু নেতা-কর্মী নিজেদের মধ্যে আলোচনায় ব্লক সভাপতি পরিবর্তনের দাবি তুলেছেন। তবে এ নিয়ে জেলা কমিটি ও পরে রাজ্য নেতৃত্ব অলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।” তাঁর দাবি, দলীয় দ্বন্দ্ব হিসেবে বিষয়টি দেখা ঠিক হবে না।
বস্তুত গত বিধানসভা নির্বাচনের সময় থেকেই দল ও নির্বাচনের কাজ পরিচালনা নিয়ে সলিলবাবুর বিরুদ্ধে সরব হয়েছিলেন ব্লকের কার্যকরী সভাপতি প্রদীপ মাজি-সহ কিছু নেতা। শীর্ষ নেতৃত্বের নির্দেশে শেষ পর্যন্ত দ্বন্দ্ব ‘চাপা’ দিয়ে নির্বাচনে তাঁরা একযোগে নামেন। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের আগে ফের তৃণমূলের ব্লক নেতৃত্বে ফাটল দেখা দিয়েছে। তৃণমূল সূত্রের খবর, ওই সভায় ব্লক কমিটির বেশিরভাগ সদস্য থেকে পঞ্চায়েত সদস্যরা, দলের অঞ্চল কমিটির নেতা, স্কুল কমিটির সদস্যেরা উপস্থিত ছিলেন। সলিলবাবুর বিরুদ্ধে তাঁর বিক্ষুদ্ধ গোষ্ঠীর অভিযোগ, বিধানসভা নির্বাচনের সময় থেকেই তিনি নিষ্ক্রিয়। বর্তমানে দুর্নীতিতেও জড়িয়ে পড়েছেন। তাঁর বিরুদ্ধে রেলে চাকরি করে দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার করার অভিযোগ পুলিশের কাছে দায়ের করেছেন এক দলীয় নেতা। তাই তাঁকে সরানো প্রয়োজন।
প্রদীপবাবুর অভিযোগ, “সলিলবাবুর জন্য এই ব্লকে দলের সংগঠনে ক্ষতি হচ্ছে। তাই পঞ্চায়েত নির্বাচনের আগে দলের কাজে গতি আনতে ব্লক সভাপতি বদলের সিদ্ধান্ত নিয়েছেন ব্লকের অধিকাংশ নেতা-কর্মী।” রঘুনাথপুরের দলীয় বিধায়ক পূর্ণচন্দ্র বাউড়িকেও তাঁরা পাশে পেয়েছেন। বিধানসভা নির্বাচনের কাজে সলিলিবাবুর নিষ্ক্রিয়তা নিয়ে অভিযোগ তুলে তিনি প্রদীপবাবুর প্রশংসা করে জেলা সভাপতিকে আগেই চিঠি দিয়েছেন। রঘুনাথপুর ১ তৃণমূল ব্লক যুব সভাপতি মুকুল বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ, “সলিলবাবুর বিরুদ্ধে দুর্নীতি-সহ নানা অভিযোগ রয়েছে। প্রদীপবাবুকে ব্লক সভাপতি না করা হলে পঞ্চায়েত নির্বাচনে বিপর্যয় ঘটবে।” সলিলবাবুর দাবি, “বিরুদ্ধ গোষ্ঠী ষড়যন্ত্র করে ভিত্তিহীন অভিযোগ তুলে আমাকে ব্লক সভাপতির পদ থেকে সরানোর চেষ্টা করছে। অসুস্থতার জন্য কিছু দিন দলের কাজ করতে না পারলেও এখন পুরোদমে বিভিন্ন কর্মসূচি পালন করছি।” |