ক্যানিংয়ে প্রহৃত বাম নেতারা
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
বৈঠক সেরে বাড়ি ফেরার পথে আক্রান্ত হলেন বাম নেতারা। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের গোলাবাড়ি এলাকায়। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রাক্তন সেচমন্ত্রী তথা আরএসপি-র দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক সুভাষ নস্কর বলেন, “তৃণমূলের লোকজনই হামলা চালিয়েছে। আমাদের দলের জেলা কমিটি সদস্য দেবপ্রসাদ মণ্ডল, জমাত হালদার এবং সিপিএমের লোকাল কমিটির সদস্য রঞ্জিত নস্করের মাথা ফেটেছে।” অভিযোগ অস্বীকার করে তৃণমূলের ক্যানিং ১ ব্লক সভাপতি নারায়ণ ঘোষ বলেন, “এই ঘটনায় আমরা জড়িত নই। ওরা আমাদের গালিগালাজ করছিল। এলাকার লোকজন প্রতিবাদ করেন।” ক্যানিংয়ের পিনাকীরঞ্জন দাস বলেন, “ঘটনাটি শুনেছি। তবে কোনও অভিযোগ দায়ের হয়নি। আহতদের ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।” |
স্কুলভোটে জিতল তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার দক্ষিণ চাতরা নেতাজি বালিকা বিদ্যালয়ে পরিচালন কমিটির নির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল। এর আগে পরিচালন কমিটির ক্ষমতায় ছিল তৃণমূল-কংগ্রেস জোট। এ বার জোট না হওয়ায় দু’দলই আলাদা আলাদা প্রার্থী দেয়। প্রার্থী ছিল সিপিএমেরও। শেষ পর্যন্ত ত্রিমুখী লড়াইয়ে জয়ী হয় তৃণমূল। ভোটের ফল প্রকাশের পর দেখা যায় ৬টি আসনের সবকটিতেই জয়ী হয়েছেন তৃণমূলপ্রার্থীরা। |
মারা গেলেন নৈহাটির পুরপ্রধান
নিজস্ব সংবাদদাতা • ব্যারাকপুর |
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল নৈহাটি পুরসভার চেয়ারম্যান তৃণমূলের ধীলন সরকার (৬২)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ৯টা নাগাদ বাড়িতেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ বারই প্রথম তিনি রাজনীতিতে আসেন এবং পুরনির্বাচনে লড়ে জয়ী হয়েছেন। |
পথ দুর্ঘটনায় মৃত
নিজস্ব সংবাদদাতা • ব্যারাকপুর |
মোটকবাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের। পুলিশ জানিয়েছে মৃতের নাম ধর্মেন্দ্র সাউ (৩৫)। কাঁকিনাড়ার ২০ নম্বর গলির বাসিন্দা ধর্মেন্দ্র চটকল কর্মী। সোমবার বেশি রাতে মোটরবাইক নিয়ে কাঁকিনাড়ার নারায়ণপুরের দিকে যাওয়ার সময় রেল সেতুর কাছে লরির ধাক্কায় ছিটকে পড়ে মৃত্যু হয় তাঁর। উত্তেজিত জনতা তাড়া করে লরিটি ধরে ফেললেও চালক পালিয়ে যায়। |
ক্যানিংয়ে বাম নেতারা প্রহৃত
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
বৈঠক সেরে বাড়ি ফেরার পথে আক্রান্ত হলেন বাম নেতারা। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের গোলাবাড়ি এলাকায়। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রাক্তন সেচমন্ত্রী তথা আরএসপি-র দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক সুভাষ নস্কর বলেন, “তৃণমূলের লোকজন হামলা চালায়। দলের জেলা কমিটি সদস্য দেবপ্রসাদ মণ্ডল, জমাত হালদার ও সিপিএমের লোকাল কমিটির সদস্য রঞ্জিত নস্করের মাথা ফেটেছে।” অভিযোগ অস্বীকার করে তৃণমূলের ক্যানিং ১ ব্লক সভাপতি নারায়ণ ঘোষ বলেন, “আমরা জড়িত নই। ওরা গালিগালাজ করছিল। লোকজন প্রতিবাদ করেন।” |
গঙ্গায় মিলল দেহ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
গঙ্গা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার, আগরপাড়ার বাবুঘাট থেকে। মৃতের নাম আশিস মুখোপাধ্যায় (৫২)। পুলিশ জানায়, গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন আশিসবাবু। এ দিন গঙ্গায় তাঁর দেহ ভাসতে স্থানীয় বাসিন্দারা। পুলিশ দেহটি ময়না তদন্তে পাঠিয়েছে। |