নিজেকে পুরুলিয়ায় অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) বলে মিথ্যা পরিচয় দিয়ে এক লজের মালিককে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবায়। পুলিশ জানিয়েছে ধৃতের নাম দেবাশিস চক্রবর্তী। তার বাড়ি উত্তর ২৪ পরগনার সোদপুরে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত এক মাস ধরে নিজেকে পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসক বলে পরিচয় দিয়ে গোসাবার পাখিরালয়ের একটি লজে থাকছিল দেবাশিস। শুধু তাই নয়, স্থানীয় বাজার-দোকানেও ওই পরিচয় দিয়ে সে নানা সুবিধ নিচ্ছিল। স্থানীয় বাসিন্দা শচীন মৃধা, অমল নায়েকদের অভিযোগ, “নিজেকে পুরুলিয়া জেলার অতিরিক্ত জেলাশাসক বলে পরিচয় দিয়েছিলেন ওই ব্যক্তি। বাজার থেকে নানা জিনিসপত্র কিনলেও তার দাম দিত না। দাম চাওয়া হলে ভয় দেখাত, পুলিশে ধরিয়ে দেবে বলে হুমকি দিত। এমনকী এও বলে যে ‘আমি এই এলাকায় একটা তদন্তে এসেছি। আমা সঙ্গে পুলিশ বাহিনী রয়েছে। তোমার কোনওরকম ঝামেলা করলে গ্রেফতার করা হবে’।” সন্দেহ হওয়ায় তাঁরা থানায় অভিযোগ করেন।
ক্যানিংয়ের এসডিপিও পিনাকীরঞ্জন দাস বলেন, “অভিযোগ পেয়ে পুলিশ ওই ব্যক্তির কাছে অতিরিক্ত জেলাশাসকের পরিচয়পত্র দেখতে চাইতে সে দেখাতে পারেনি। এর পরেই তাকে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়।” ধৃতকে মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
এ ব্যাপারে পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) হৃষিকেশ মুদি বলেন, “আমি ঘটনাটি শুনেছি। এই ধরনের প্রতারণা ঠেকাতে কড়া ব্যবস্থা নেওয়া দরকার। বেশ কিছুদিন ধরে এটা শুরু হয়েছে। এটা বিপজ্জনক।” |