টুকরো খবর
দুর্নীতির নালিশ, তালাবন্দি প্রধান
দুর্নীতির অভিযোগ তুলে নওদা পঞ্চায়েত প্রধানকে ঘণ্টা দেড়েক তালাবন্ধ করে বিক্ষোভ দেখালেন কংগ্রেসের নেতা-কর্মীরা। সোমবার নওদার পঞ্চায়েত ভবনে বিক্ষোভকারীরা ইট-পাটকেলও ছোড়ে বলে অভিযোগ। পরে পুলিশ ও ব্লক প্রশাসনের মধ্যস্থতায় সমস্যা মেটে। কংগ্রেসের নওদা অঞ্চল সভাপতি সুজয় বিশ্বাস বলেন, “পিছিয়ে পড়া এলাকার উন্নয়ন খাতে কোনও টেন্ডার না ডেকেই ৮ লক্ষ টাকা খরচ করেছে পঞ্চায়েত। প্রধান বিভিন্ন রকম দুর্নীতির সঙ্গে জড়িত। প্রতিবাদে সোমবার আমাদের নেতা কর্মীরা পঞ্চায়েতে স্মারকলিপি দিতে এসেছিলেন। কিন্তু প্রধান কোনও প্রশ্নের জবাব দিতে না পারায় তাঁকে তালাবন্ধ করে বিক্ষোভ হয়। পঞ্চায়েত ভবনে ঢুকে বাইরের লোক সরকারি নথিতে হাত দিচ্ছিল। প্রধান বাধা দেননি। তাতেই আমাদের কর্মীরা ক্ষুব্ধ হয়। তবে ইট ছোড়ার অভিযোগ ঠিক নয়।” নওদার পঞ্চায়েত প্রধান সিপিএমের গৌতম হালদার বলেন, “স্মারকলিপি দেওয়ার নাম করে আমাকে সোমবার রাত পর্যন্ত অফিসে আটকে রাখা হয়। দফতরে ইট ছোড়ে বিক্ষোভকারীরা। আমি এ ব্যপারে ব্লক প্রশাসনকে জানিয়েছি।” এ দিন পঞ্চায়েত অফিসে উপস্থিত ছিলেন নওদার কংগ্রেস বিধায়ক আবু তাহের খান। তিনি বলেন, “উন্নয়নের নামে দুর্নীতি চলছে। আমরা এর প্রতিবাদ করেছি মাত্র।” নওদার বিডিও মানসকুমার মণ্ডল বলেন, “পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখিয়েছে এলাকার মানুষ। পরে ব্লক প্রশাসনের প্রতিনিধিদের পাঠিয়ে বৈঠক করে সমস্যার সমাধান করা হয়েছে।”

অপহরণের অভিযোগ
এক তরুণীকে অপহরণের অভিযোগ উঠল তারই এক প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযোগ, রবিবার দুপুরে চাপড়া ব্লক অফিসের সামনে থেকে তাঁকে জোর করে একটি গাড়িতে তুলে নিয়ে গিয়ে আটকে রাখা হয়। অভিযুক্তদের কাউকে অবশ্য পুলিশ এখনও গ্রেফতার করনি। রবিবার রাতেই ওই যুবতীর মা থানায় নিখোঁজ ডায়েরি করেন। অভিযোগ পাওয়ার পর চাপড়া থানার পুলিশ মূল অভিযুক্তকে ফোন করে ওই যুবতীকে ছেড়ে দেওয়ার জন্য চাপ দিতে থাকে। শেষ পর্যন্ত পুলিশের চাপে অপহরণকারীরা তাকে ছেড়ে দেয় বলে জানিয়েছে পুলিশ। সোমবার দুপুরে ওই তরুণী এবং তাঁর মা অপহরণের অভিযোগ দায়ের করেন। জেলার পুলিশ সুপার সব্যসাচীরমণ মিশ্র বলেন, ‘‘একটি অপহরণের অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।”

আইনজীবীকে মারধরে ধৃত
আদালত চত্বরে এক সরকারি আইনজীবীকে মারধর করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে কান্দি থেকে মানিক মুখোপাধ্যায় নামে ওই যুবককে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হলেও কোনও আইনজীবী তাঁর হয়ে দাঁড়াননি। মানিকবাবু নিজেই জামিনের আবেদন করেন। বিচারক আবেদন খারিজ করে তাঁকে ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, গত ৩ মে কান্দি মহকুমা আদালত চত্বরে আইনজীবী সুনীল চক্রবর্তীকে মারধর করা হয়। ওই দিনই তিনি মানিকবাবুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “সরকারি আইনজীবীকে মারধরের ঘটনায় মানিক মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে।”

জমি বিবাদে ভাইকে খুন
খুড়তুতো ভাইকে খুন করে থানায় আত্মসমর্পন করলেন দাদা। মঙ্গলবার সকালে লালগোলার জোতখামার গ্রামের এই ঘটনায় মৃত্যু হয়েছে এমদাদুল হকের (১৭)। এর পরেই আত্মসমর্পন করেন বছর পঁচিশেকের বাপি শেখ। মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ওই খুনের ঘটনা ঘটেছে।” এ দিন সকাল ৭টা নাগাদ এমদাদুল হক বাড়ির বাইরে গেলে তাকে কুপিয়ে খুন করে বাপি। লালগোলা পঞ্চায়েত সমিতির সদস্য ফারুখ শেখের বাড়ি ওই গ্রামে। ফারুখ বলেন, “জমি নিয়ে বছর খানেক আগে সংঘর্ষ হয়। সোমবার সকালে ফের তাদের গণ্ডগোল বাধে। মঙ্গলবার সকালে খুনের ঘটনা ঘটে।”

অপহরণের অভিযোগ
এক তরুণীকে অপহরণের অভিযোগ উঠল তারই এক প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযোগ, রবিবার দুপুরে চাপড়া ব্লক অফিসের সামনে থেকে তাঁকে জোর করে একটি গাড়িতে তুলে নিয়ে গিয়ে আটকে রাখা হয়। অভিযুক্তদের কাউকে পুলিশ গ্রেফতার করনি। রবিবার রাতেই ওই যুবতীর মা থানায় নিখোঁজ ডায়েরি করেন। অভিযোগ পেয়ে চাপড়া থানার পুলিশ মূল অভিযুক্তকে ফোন করে ওই যুবতীকে ছেড়ে দেওয়ার জন্য চাপ দিতে থাকে। শেষ পর্যন্ত পুলিশের চাপে অপহরণকারীরা তাকে ছেড়ে দেয় বলে জানিয়েছে পুলিশ। সোমবার দুপুরে ওই তরুণী এবং তাঁর মা অপহরণের অভিযোগ দায়ের করেন। নদিয়ার পুলিশ সুপার সব্যসাচীরমণ মিশ্র বলেন, ‘‘একটি অপহরণের অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।”

আলোচনাসভা
কেন্দ্রীয় সরকারের যুব কল্যাণ দফতর ও ক্রীড়া মন্ত্রকের আর্থিক সহায়তায় এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে দু’দিন ব্যাপী একটি আলোচনাসভার আয়োজন করা হয়েছিল।

নদীতে নিখোঁজ
মঙ্গলবার ভাগীরথীতে নিখোঁজ হয়ে গিয়েছে দুজনের। এ দিন দুপুরে বলরামপুর হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র অচিন্ত্য মণ্ডল (১৫) তলিয়ে যায়। বাড়ি বহরমপুর লাগোয়া কৃষ্ণমাটি গ্রামে। রাত পর্যন্ত ওই ছাত্রের সন্ধান মেলেনি। অন্য দিকে মৃতদেহ সৎকার করতে এসে খাগড়া শ্মশান ঘাটের কাছে ভাগীরথীর জলে তলিয়ে যায় সজন মুরারি (৪৫) নামে এক ব্যক্তি। রাত পর্যন্ত তাঁরও সন্ধান মেলেনি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.