বহরমপুর রবীন্দ্রসদনের দোতলার বারান্দায় ২০ জন বিখ্যাত শিল্পীর আঁকা কবিমুখ দিয়ে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। চিত্রশিল্পী কৃষ্ণজিৎ সেনগুপ্ত বলেন, “ওই প্রদশর্নী চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।” সেখানে বসে এদিন রবীন্দ্রনাথের ছবি এঁকেছেন ৬৮ বছরের প্রবীন পঞ্চানন চক্রবর্তী-সহ এ জেলার বিভিন্ন বয়সের মোট ৮ জন শিল্পী। আজ বুধবার সেখানে স্কুলের ছাত্রছাত্রীরা বসে আঁকো প্রতিযোগিতায় অংশ নেবে।
|
উঠতি বয়সে বখে যেতে বসেছিল তারা। বহরমপুর শহরের ওই তরুণ-তরুণীদের সামনে ‘মুশকিল আসান’ হয়ে হাজির হলেন অভিজিৎ সরকার। অভিজিতের নাছোড় উদ্যোমে ৩৯ বছর আগের এক পয়লা মে গড়ে উঠল নাট্যসংস্থা ‘যুগাগ্নি’। যার খ্যাতি এখন জেলা, রাজ্য ও দেশ ছাড়িয়ে পৌঁছে গিয়েছে প্রতিবেশী রাষ্ট্রেও। বখে যেতে বসারা আজ অভিনেতা-অভিনেত্রী। পরবর্তীতে তাঁদের সঙ্গে কাঁধ মেলান সীমা সরকার, পম্পু মজুমদার ও আরও অনেকে। নাট্যকার সরদার হাসমি খুন হলেন। প্রতিবাদে শহিদ নাট্যকারের ‘আওরাত’-এর বাংলা ভাষ্য ‘আমি মেয়ে’ নিয়ে যুগাগ্নি পথে নামল ১৯৯৫ সালের ১২ এপ্রিল। ‘যুগাগ্নি’-র ৩৯তম জন্মদিনে গত মঙ্গলবার সেই নাটকটির একশোতম প্রযোজনা বহরমপুর রবীন্দ্রসদনের ভিড়ে ঠাসা মুক্তমঞ্চে মঞ্চস্থ হল। মফ্ফসল বাংলার কাছে যা বড় গর্বের! শ্লাঘার! তাকে কুর্ণিশ জানাতে ওই অনুষ্ঠানে হাজির ‘ঋত্বিক’, ‘ছান্দিক’, ‘ব্রীহি’-সহ বিভিন্ন নাট্যসংস্থা ও নাট্যমোদী। ছিলেন নাট্য আন্দোলনের প্রবীন ব্যক্তিত্ব নৃপেন্দ্রনাথ সাহা ও সফদর হাসমির ‘আওরত’-সহ বিভিন্ন নাটকের অনুবাদক আশিস গোস্বামী। ওই অনুষ্ঠানে গাওয়া হয় নাটকের গান। ছিল আলোচনাও। নারীর প্রতি পুরুষের যাবতীয় পীড়ন, বঞ্চনা ও অত্যাচারের ‘কোলাজ’ হয়ে ওঠা নাটক ‘আমি মেয়ে’র সম্পাদনা করেছেন সীমা সরকার। নির্দেশনা ও সঙ্গীত অভিজিৎ সরকার। সেই নাটকের একশোতম প্রযোজনা উপলক্ষে কবি সমীরণ ঘোষের সম্পাদনা ও প্রচ্ছদে, দুই বাংলার ডজন খানেক লেখকের প্রবন্ধে সমৃদ্ধ স্মারকপত্র প্রকাশিত হয়।
|
মুর্শিদাবাদ কবিতা অ্যাকাডেমি কার্যালয়ে মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে রবীন্দ্রনাথের জন্মদিন পালন করা হয়। রবীন্দ্রনাথের শিল্প, সাহিত্য ও সংগীত নিয়ে আলোচনা হয়। আবৃত্তি, নাচ ও গান পরিবেশন করেন অন্য কবি-শিল্পীরা।
|
পঁচিশে বৈশাখ ভোর থেকে রাত পর্যন্ত রবীন্দ্রস্মরণে মুখর ছিল নবদ্বীপ। ‘রবীন্দ্রায়ন’-এর উদ্যগে প্রথম অনুষ্ঠানটি শুরু হয় ভোর সাড়ে ৫টায়। তারপরে প্রভাতী কবি প্রণামের আয়োজন করে ‘আঁকিবুঁকি’র সদসারা। নবদ্বীপ পুরসভা ও নবদ্বীপ সাধারণ পাঠাগারের উদ্যোগে সকাল ৮ থেকে শুরু হয় কবিস্মরণ অনুষ্ঠান। তারপর একে একে রবীন্দ্রজন্মোৎসব পালন করে ‘মনন’, ‘নবদ্বীপ কালচারাল ফোরাম’ ও ‘কণ্ঠস্বর’-সহ বেশ কয়েকটি সংস্থা। এ দিন ‘সাংস্কৃতিক সমন্বয়ে’র নবদ্বীপ শাখার আত্মপ্রকাশ ঘটে।
|
করিমপুর লোকসংস্কৃতি উৎসব কমিটির পরিচালনায় গত ৬ মে শুরু হয়েছে লালন ফকির বাউল উৎসব। করিমপুর রেগুলেটেড মার্কেট ময়দানের ওই উৎসব চলবে ১২ মে পর্যন্ত। প্রতিদিন মেলা শুরু হয় বিকাল ৫টা থেকে। ওই বাউল উৎসবে মঙ্গলবার ২৫ বৈশাখ উপলক্ষে রবীন্দ্রসংগীত পরিবেশন করা হয়। ৭ দিনের ওই মেলায় শিল্পীরা বাউল গান পরিবেশন করবেন।
|
জেলা তথ্য ও সংস্কৃতি দফতর, জেলা প্রশাসন ও রবীন্দ্রসদন কমিটির মিলিত উদ্যোগে মঙ্গলবার ভোরে প্রভাতফেরি দিয়ে শুরু হয় রবীন্দ্রজন্মোৎসব। বহরমপুর রবীন্দ্রসদনে তিন দিনের ওই অনুষ্ঠান চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। জেলার সংগীত, নৃত্য ও আবৃত্তির মোট ৭৪টি সংস্থা ওই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত। মঙ্গলবার সন্ধ্যার অনুষ্ঠানে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারের বাসিকরা মঞ্চস্থ করে নাটক ‘তোতা কাহিনি’।
|
তেহট্ট মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতর, ব্লক ও মহকুমা প্রশাসনের মিলিত উদ্যোগে রবীন্দ্রজন্মোৎসব পালন করা হয়। দীনবন্ধু মিত্র মঞ্চে গান, নাচ ও আবৃত্তি পরিবেশন করেন শিল্পীরা। ওই অনুষ্ঠানে রফিকুল ইসলামের ‘টু ওয়ার্ডস দ্যা নিউ সিটি’ নামের কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। |