বহিষ্কারের হুঁশিয়ারি সত্ত্বেও
ইনটাক-এর কমিটিতে থেকেও ‘সিপিএমে আছি’
নটাক সমর্থিত সংগঠনের পরিচালন মণ্ডলীতে থাকলেও তাঁরা সিপিএমের ‘সদস্যপদ’ রাখতে চান। দলীয় নীতি মেনে কংগ্রেসের বিরোধীতাতেও আপত্তি নেই তাঁদের। কৃষক সভার সভাপতি থেকে লোকাল কমিটির সদস্য ওই সিপিএম কর্মীরা মনে করেন নিছকই ‘শ্রমিক স্বার্থে’ তাঁদের এই সংগঠন বদল।
তবে সিপিএম বা তার শ্রমিক সংগঠন সিটু দলীয় কর্মীদের এই ‘মনোভাব’ বরদাস্ত করবে না বলেই স্পষ্টি জানিয়ে দিয়েছে। ফলে তাঁদের রাজননৈতিক পরিচয় নিয়ে সংশয় কাটছে না।
রঘুনাথগঞ্জের শিশু শ্রমিক স্কুলের সহায়ক শিক্ষকদের ওই সংগঠন এত দিন ছিল সিটুর নিয়ন্ত্রণে। রবিবার সংগঠনের সম্মেলনে সিটুর ছত্রছায়া থেকে সংগঠনের সংখ্যগরিষ্ঠই বেরিয়ে এসে ইনটাক-এ যোগ দিতে চান। নাম মাত্র যে ক’জন তাঁদের পুরনো সংগঠনেই থেকে যেতে চেয়েছিলেন তাঁদেরও নয়া সংগঠনের পরিচালন মণ্ডলীতে রাখা হয়। তবে এ নিয়ে আর আপত্তি তোলেননি সিপিএমের লোকাল কমিটি বা কৃষক সভার ওই পদাধিকারীরা। আর তাতেই জট পেকেছে তাঁদের রাজনৈতিক পরিচয় নিয়ে।
সিটু মুর্শিদাবাদ জেলা সম্পাদক তুষার দে বলেন, “ট্রেড ইউনিয়ন এবং রাজনীতি এক নয়। কংগ্রেসের বহু সমর্থক কিন্তু রুজির প্রশ্নে বাম শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত। কিন্তু রাজনৈতিক লড়াইয়ে তারা সিপিএমের বিরোধিতাই করেন। তবে সিপিএমের কোনও লোকাল কমিটির সদস্য ইনটাক-এর কমিটিতে থাকবেন, তা কখনোই বাঞ্ছনীয় নয়।”
সিপিএমের জেলা সম্পাদক মৃগাঙ্ক ভট্টাচার্য অবস্য স্পষ্টই বলছেন, “সিপিএমের কোনও নেতা কোনও অবস্থাতেই রাজনৈতিক বা সংগঠনগত ভাবে আইএনটিইউসি-তে থাকতে পারবেন না। সেরকম হলে দল থেকে বহিষ্কার করা হবে।”
মুর্শিদাবাদে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের নিয়ন্ত্রণে ১৪০টি শিশু শ্রমিক বিদ্যালয় চলে। জঙ্গিপুরের ফরাক্কা, সামশেরগঞ্জ, সুতি-১ ও ২, রঘুনাথগঞ্জ-১ ও ২ এই ছ’টি ব্লকেই রয়েছে ওই স্কুলগুলি। মাসিক ৪ হাজার টাকা ভাতায় স্কুল প্রতি তিন জন করে সহায়ক শিক্ষক রয়েছেন। ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় সাত হাজার। পড়ুয়ারা মাসে ১৫০ টাকা করে ভাতাও পায়। পায় মিড-ডে মিলও।
রবিবার সুতির আহিরণের ওই শ্রমিক বিদ্যালয়ের শিক্ষকদের একটি সম্মেলনে প্রায় চারশো শিক্ষক উপস্থিত ছিলেন। সেখানেই সিটু-র পরিবর্তে অধিকাংশই আইএনটিইউসি বা ইনটাকে-এ যোগ দিতে চান। সংগঠন চালাতে নতুন করে ১২ জনের একটি কমিটিও গঠন করা হয়। জেলা সভাপতি নির্বাচন করা হয় কংগ্রেসের সুতি-২ ব্লকের পঞ্চায়েত সদস্য গোলাম নাসেরকে। সুতি-১ কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি মতিউর রহমান হন সংগঠনের সম্পাদক।
মতিউর রহমান বলেন, “এই শ্রমিক বিদ্যালয়গুলি চলছে ২০০০ সাল থেকে। এত দিন শিশু শ্রমিক বিদ্যালয় সহায়ক শিক্ষক সমিতি ছিল সিটুর হাতে। কিন্তু দীর্ঘ ১২ বছর ধরে সিপিএমের সংগঠনের নিয়ন্ত্রণে থেকেও সামগ্রিক ভাবে স্কুল ও শিক্ষকদের দাবি-দাওয়া পূরণ হয়নি।” তাঁর দাবি, আগে শিক্ষকদের ভাতা ছিল সাকুল্যে দেড় হাজার টাকা। গত এপ্রিলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় নিজের সংসদীয় কেন্দ্র জঙ্গিপুরে এলে আমরা তাঁর কাছে একটি দাবিপত্র দেওয়া হয়। দু’মাসের মধ্যে ভাতা বেড়ে চার হাজার টাকা হয়। সংখ্যগরিষ্ঠের ইনটাক-এর পক্ষে রায় দেওয়ার এটাই মূল কারণ।
সিপিএমের মিঞাপুর লোকাল কমিটির সদস্য ও কৃষক সভার ব্লক সভাপতি দ্বিজপদ মণ্ডলও শিশু শ্রমিক বিদ্যালয়ের সহায়ক শিক্ষক। তিনি বলেন, “বাস্তাবকে অস্বীকার করার কোনও জায়গাই নেই। সিটুর ইউনিয়নে থেকে আমাদের দাবি আদায়ের ক্ষেত্রে কোনও সাফল্য মেলেনি। আমাদের শিক্ষকদের মধ্যেই অন্ততপক্ষে চল্লিশ জন রয়েছেন যাঁরা সিপিএমের বিভিন্ন গণ সংগঠন ও মূল সংগঠনের সঙ্গে যুক্ত। আমরা এ বারও সিটুর অধীনেই থাকতে চেয়েছিলাম। কিন্তু ৪০০ শিক্ষকের বেশির ভাগই আইএনটিইউসি-র পক্ষে সায় দেওয়ায় আমরা বিরোধীতা করিনি। এমন কী সংগঠনের আইএনটিইউসি-র জেলা কমিটিতে আমি ছাড়াও মাসুদ আলি, আমিনুল ইসলাম প্রমুখ সিপিএম নেতারা সামিল হয়েছেন।”
তিনি জানান, কেন্দ্রে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। স্থানীয় সাংসদও কংগ্রেসের। তাই রুজি-রোজগারের স্বার্থেই তাঁরাও আইএনটিইউসি-কেই সমর্থন করছি। তবে তিনি যে সিপিএম ছাড়ছেন না তাও স্পষ্ট করে দিয়েছেন।
অস্বাভাবিক মৃত্যু। অস্বাভাবিক মৃত্যু হয়েছে আলাউদ্দিন শেখ (৩৮) নামে এক ব্যক্তির। তাঁর বাড়ি সুতির বংশবাটিতে। রবিবার দুপুরে গ্রামের রাস্তায় তাঁকে পড়ে থাকতে দেখে তাঁরই এক পরিচিত তাঁকে বাড়ি পৌঁছে দেন। পথেই মৃত্যু হয় তাঁর।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.