টুকরো খবর |
বধূর অপমৃত্যু, গ্রেফতার তিন
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
বধূকে পুড়িয়ে মারা ও প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগে স্বামী-সহ তিন জনকে গ্রেফতার করল পুলিশ। মৃত বধূ লক্ষ্মী ভূঁইয়ার (২২) বাড়ি কাঁথি দেশপ্রাণ ব্লকের তেঠাইপাদা গ্রামে। ওই বধূর স্বামী দীপক, শাশুড়ি বিষ্ণুপ্রিয়াদেবী ও দিদিশাশুড়ি মালতীদেবীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে স্থানীয় এক কেবল অপারেটর রাস্তায় লাইনের কাজ করার সময় দীপকের বাড়ির ছাদে আগুন দেখে চিৎকার করেন। তা শুনে গ্রামবাসীরা ছুটে আসেন। বাড়ির ছাদে লক্ষ্মীদেবীকে পুড়তে দেখে গ্রামবাসীরা জল ঢেলে তাঁর গায়ের আগুন নেভানোর চেষ্টা করেন। গ্রামবাসীদের অভিযোগ, সেই সময়ে দীপক-সহ ওই বাড়ির লোকেরা পিছনের দরজা দিয়ে পালিয়ে যান। খবর পেয়ে কাঁথি থানার পুলিশ আসে। ততক্ষণে মৃত্যু হয়েছে লক্ষ্মীদেবীর। মৃতদেহ উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে ময়না-তদন্তের জন্য পাঠায় পুলিশ। লক্ষ্মীদেবীর বাপের বাড়ির লোকেদের অভিযোগ, প্রায়ই শ্বশুরবাড়িতে শারীরিক অত্যাচার হত লক্ষ্মীদেবীর উপর। সোমবার তাঁকে পিটিয়ে মেরে ফেলার পরে আগুনে পুড়িয়ে দিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল শ্বশুরবাড়ির লোকেরা। এ দিকে, হাতের কিছু অংশ আগুনে পুড়ে যাওয়ায় দীপক চিকিৎসার জন্য কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে গিয়েই তাঁকে গ্রেফতার করে পুলিশ।
|
দুর্ঘটনায় মৃত্যু ছাত্রের
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
বাসের ধাক্কায় মৃত্যু হল এক স্কুল ছাত্রের। মঙ্গলবার দুপুরে ঘাটাল থানার বরদা-চৌকানে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম বাদশা মল্লিক (১৬)। বাড়ি স্থানীয় মল্লিক পাড়ায়। ঘটনার জেরে সাময়িক ভাবে ঘাটাল-চন্দ্রকোনা সড়কে বাস চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বলরামগড় হাই মাদ্রাসার দশম শ্রেণির ওই ছাত্র সাইকেলে করে টিউশন থেকে বাড়ি ফিরছিল। পথে ঘাটাল-পলাশচাবড়ি রুটের একটি বাস তাঁকে ধাক্কা মারলে আশঙ্কাজনক অবস্থায় ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানেই মৃত্যু হয় তার।
|
ধৃত সেই স্বরূপ
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মনীষা মেট্যাকে কুপিয়ে খুনে মূল অভিযুক্ত স্বরূপ মাইতিকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার খড়্গপুর রেল স্টেশন চত্বর থেকে নন্দকুমারের পুয়্যাদা গ্রামের ওই যুবককে গ্রেফতার করা হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে পুয়্যাদা বাজারের কাছেই মনীষাকে কুপিয়ে খুন করেছিল ‘ব্যর্থ প্রেমিক’ স্বরূপ।
|
খোঁজ মেলেনি সেই ছাত্রের
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
নদীতে ‘তলিয়ে’ যাওয়া ইঞ্জিনিয়ারিং ছাত্রের খোঁজ মিলল না ঘটনার ২৪ ঘণ্টা পরেও। ‘হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির’ চতুর্থ বর্ষের ইলেকট্রিক্যালের ছাত্র অমরশক্তি প্রসাদ সোমবার বালুঘাটা ‘সানসেট ভিউ পয়েন্টে’ চড়ুইভাতিতে গিয়েছিলেন। সেখানে নদীতে স্নান করতে নেমে তিনি তলিয়ে যান বলে সহপাঠীদের দাবি। ঘটনার পরে ২৪ ঘণ্টা কেটে গেলেও তাঁর কোনও খোঁজ মেলেনি। মহকুমা পুলিশ আধিকারিক অমিতাভ মাইতি জানান, পুলিশ ও উপকূল রক্ষী বাহিনী চেষ্টা চালাচ্ছে। যথেষ্ট পরিমাণে ডুবুরি না থাকায় সমস্যা হচ্ছে। বাইরে থেকে ডুবুরি আনার চেষ্টা করা হচ্ছে। এ দিন বিহারের নালন্দা থেকে ওই ছাত্রের পরিবারের লোকেরা হলদিয়ায় এসে পৌঁছন। তবে কোনও অভিযোগ দায়ের করেননি তাঁরা। |
|