|
|
|
|
মর্গ্যানের প্রথম এগারোয় আজ বিদেশি শুধু এডমিলসন |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কলকাতা লিগকে গুরুত্ব দিতে গিয়ে বুধবার কাজমা এফসি-র বিরুদ্ধে নিয়ম রক্ষার ম্যাচে প্রথম দল নামাতে চাইছেন না ট্রেভর জেমস মর্গ্যান। প্রথম দলের তিন বিদেশি সহ ছ’জন ফুটবলার নেই। চোটের কবলে টোলগে, ওপারা, মেহতাব ও রবিন। কার্ড সমস্যায় খেলতে পারবেন না পেন এবং সুবোধ কুমার। অর্থাৎ এক জন বিদেশি এডমিলসনকে নিয়েই কুয়েতের কাজমা এফসি-র বিরুদ্ধে শুরু করবে ইস্টবেঙ্গল। মর্গ্যান বললেন, “সামান্য চোট আছে। তবে টোলগে, ওপারা, রবিন ও মেহতাবকে রিজার্ভে রাখব।” |
|
অনুশীলন সেরে বাড়ির পথে। সোমবার সকালে। ছবি: শঙ্কর নাগ দাস। |
ইস্টবেঙ্গলের কাছে এএফসি কাপের আর কোনও গুরুত্ব না থাকলেও, কাজমা এফসি-র কাছে বুধবারের ম্যাচটা মরণ-বাঁচন লড়াই। কাজমা-র চেক কোচ মিলান মাকালা বললেন, “যে করেই হোক তিন পয়েন্ট পেতে হবে। না হলে অন্য ম্যাচে কী ফলাফল হচ্ছে, সেই দিকে তাকিয়ে থাকতে হবে। আমরা অন্যদের ভরসায় থাকতে চাই না।”
ম্যাচটা নিয়ে সমর্থকদের মতো ইস্টবেঙ্গল ফুটবলার, কর্তাদের তেমন মাথাব্যথা নেই। তবে মর্গ্যান এক পয়েন্ট তুলতে চাইছেন। কেননা এ এফ সি কাপে কোনও পয়েন্ট পাননি তিনি। ইস্টবেঙ্গলের সুবিধে হল, টোলগে, নির্মল ছেত্রী, হরমনজ্যোৎ খাবড়া বাদে তাদের অধিকাংশ তারকা ফুটবলারই থেকে যাবেন। কাজেই দলবদল নিয়ে টানাপোড়েন নেই।
|
বুধবারে
এএফসি কাপ
ইস্টবেঙ্গল : কাজমা এফসি (যুবভারতী, ৩-৩০) |
|
|
|
|
|