টুকরো খবর
আজ ইউরোপা ফাইনালে লড়াই গুরু-শিষ্যের
নিজের এক সময়ের কোচের বিরুদ্ধে আজ রোমানিয়ার বুখারেস্টে ইউরোপা লিগ জয়ের ট্যাকটিক্যাল লড়াইয়ে নামছেন দিয়েগো সিমিয়োনে। আতলেতিকো মাদ্রিদের কোচ এই প্রাক্তন আর্জেন্তিনীয় অধিনায়কের বিপক্ষে আথলেতিক বিলবাও। যাদের কোচ দীর্ঘ দিন আর্জেন্তিনার জাতীয় দলের কোচ থাকা মার্সেলো বিয়েলসা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ চার থেকে ছিটকে গিয়েছিল স্পেনের দুই বড় ক্লাববার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ইউরোপা ফাইনালে আবার দুই দলই স্পেনীয়। সিমিয়োনে ডিসেম্বরে দায়িত্ব নিয়েছিলেন মাদ্রিদের ক্লাবটির। সেখান থেকে দলকে ফাইনালে তুলে তাঁর বক্তব্য, “ট্রফি জিততে সব সময়েই ভাল লাগে।” তবে মেনে নিচ্ছেন প্রাক্তন কোচ বিয়েলসার বিরুদ্ধে স্ট্র্যাটেজির লড়াই খুব সহজ হবে না।

ইপিএলে ‘ভারতীয়’ ক্লাব ব্ল্যাকবার্ন নেমে গেল
ভারতীয় মালিকের ক্লাব ব্ল্যাকবার্ন রোভার্স নেমে গেল ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ থেকে। সোমবার রাতে ঘরের মাঠে ০-১ হেরে যায় উইগানের কাছে। তাতেই নিশ্চিত হয় তাদের অবনমন। প্রাক্তন প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন এই ক্লাবের মালিকানা পোলট্রি সংস্থা ভেঙ্কিস-এর হাতে। প্রিমিয়ার লিগের অন্য দল কুইন্স পার্ক রেঞ্জার্সের কিছুটা শেয়ার লক্ষ্মী মিত্তলের, অধিকাংশই মালয়েশিয়ার অনাবাসী ভারতীয়র। সেটা পুরোপুরি ভারতীয় মালিকের ক্লাব নয় আর। ব্ল্যাকবার্ন রোভার্সের ভক্তরা সোচ্চার ভেঙ্কিস কর্তাদের বিরুদ্ধে। শেষ ম্যাচের দিন বিক্ষোভরত সমর্থকরা মাঠে মুরগি ছেড়ে দেন। ভেঙ্কিস কর্তাদের উপর তাঁদের রাগ, বারবার ব্যর্থ হওয়ার পরেও কোচ কিনকে রেখে দেওয়ায়। ভেঙ্কিসরা দায়িত্ব নেওয়ার পরে কোনও নামকরা ফুটবলার নেননি। তাই সারা বছর ধরেই বিক্ষোভ চলেছে দল ঘিরে। তা নতুন মাত্রা পেল ব্ল্যাকবার্ন নেমে যাওয়ায়।

জাতীয় কোচের ইন্টারভিউ শুরু
সুনীল ছেত্রী-রহিম নবিদের কোচ খুঁজতে ইন্টারভিউ নেওয়া শুরু করে দিল এ আই এফ এফ। জাতীয় দলে স্যাভিও মেদেইরার উত্তরসুরি কে হবেন, সেটা ঠিক করবেন টেকনিক্যাল ডিরেক্টর রব বান। যিনি ইতিমধ্যেই নেদারল্যান্ডস, স্পেন, অস্ট্রেলিয়া এবং জার্মানি থেকে আসা চার জন কোচের সঙ্গে কথাবার্তা সেরে ফেলেছেন। ফেডারেশন সচিব কুশল দাস কোচদের নাম বলতে নারাজ। বলেন, “অনেকেই নিজের দেশে কোচ হিসেবে কর্মরত। তাই তাঁরা নিজেদের পরিচয় গোপন রাখতে চান চূড়ান্ত নির্বাচন হওয়া পর্যন্ত।” কোচ নির্বাচনের কাজ অবশ্য এই মাসের মধ্যেই শেষ হয়ে যাবে বলে দাবি করলেন তিনি। এ দিকে, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অজয় মাকেন দিল্লিতে একটি মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ করতে চান। ক্রীড়ামন্ত্রী তাঁর এলাকার একটি বাঙালি স্কুল বিনয় নগরের হীরক জয়ন্তী অনুষ্ঠান উপলক্ষ্যে নেহরু কিংবা অম্বেডকর স্টেডিয়ামে এই ম্যাচ করতে চান। এ ব্যাপারে দুই প্রধানের সঙ্গে শিগগিরই কথা বলবেন ফেডারেশন সচিব।

অম্বর রায় ট্রফি চ্যাম্পিয়ন হাওড়া সম্মিলনী
অম্বর রায় সাব জুনিয়র টুর্নামেন্ট জিতে নিল হাওড়া সম্মিলনী ক্রিকেট ক্লাব। মঙ্গলবার ইডেনে তারা ফাইনালে ২ উইকেটে হারাল ভিডিওকন স্কুল অব ক্রিকেটকে। এ দিন প্রথমে ব্যাট করে ৩৭.১ ওভারে ১৪৯ রানে শেষ হয়ে যায় ভিডিওকন। ৮২ বলে ৭৫ রান করে যায় অভিষেক মিশ্র। হাওড়া সম্মিলনীর আকাশ কুমার সিংহ মাত্র ২৪ রান দিয়ে ৪ উইকেট তোলে। তিন উইকেট পায় সৌম্য দাস। জবাবে ১৫০ রান তাড়া করতে নেমে আট বল বাকি থাকতে লক্ষ্য টপকে যায় হাওড়া সম্মিলনী। মহম্মদ ইরফান আনসারি অপরাজিত থেকে যায় ৬৭ রানে। এ দিকে, একই দিনে প্রায় দেড় বছর পর আবার চালু হয়ে গেল সিএবি-র ‘সেন্টার অব এক্সেলেন্স’। গত বছর ক্রিকেট বিশ্বকাপের আগে ইডেন জুড়ে সংস্কারের কাজ চালু হওয়ায় যা বন্ধ হয়ে গিয়েছিল। সেন্টারটিরক উদ্বোধন করলেন সিএবি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া।

প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন সানিয়া
মাদ্রিদ ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন সানিয়া মির্জা। সানিয়া এবং তাঁর অস্ট্রেলীয় সঙ্গী আনাস্তাসিয়া রোদিওনোভা এক ঘণ্টারও কম সময়ে ৩-৬, ২-৬ হারলেন আনা-লেনা গ্রোনেফেল্ড এবং শুয়াই জ্যাংয়ের কাছে। এই টুর্নামেন্টে ২৫০ পয়েন্ট রক্ষা করতে নেমেছিলেন সানিয়া। যার জন্য অন্তত কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠতে হতো তাঁকে।

হকি লিগ পঞ্জাব স্পোর্টসের
কলকাতা হকি লিগে চ্যাম্পিয়ন হল পঞ্জাব স্পোর্টস। রানার্স পোর্ট ট্রাস্ট। পোর্ট প্রায় পঞ্চাশ বছর পরে রানার্স হল। বি এইচ এ লিগ এখন কেউ দেখতে যায় না। রাজ্য হকি সংস্থারও মাথা ব্যথা নেই। অ্যাস্ট্রোটার্ফ না হওয়ায় মোহনবাগান, ইস্টবেঙ্গল হকি টিম তুলে নেওয়ায় লোক খেলা দেখতে যায় না। সরকার অ্যাস্ট্রোটার্ফের জমি দিলেও তার পরে কোনও কাজ এগোয়নি।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.