আইপিএলের টুকরো খবর |
|
পঞ্জাবকে দৌড়ে রাখলেন মনদীপ
সংবাদসংস্থা • মোহালি |
গত বার ছিলেন পল ভলথাটি। এ বার তাঁর এতটাই খারাপ ফমর্র্ যে দল থেকেই বাদ পড়ে গিয়েছেন। তাঁর জায়গায় এ বার কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে ওপেন করছেন মনদীপ সিংহ। ভলথাটির মতো না হলেও মনদীপ কিন্তু এখন পর্যন্ত পঞ্জাবের সব থেকে সফল ব্যাটসম্যান। আজ মনদীপের ৪৮ বলে ৭৫ রানের সুবাদে ডেকান চার্জার্সকে ২৫ রানে হারিয়ে প্লে অফে ওঠার দৌড়ে রয়ে গেল প্রীতি জিন্টার পঞ্জাব। এ দিন পঞ্জাব আর রাজস্থান দু’দলই জেতায় তাদের পয়েন্ট দাঁড়াল ১২ ম্যাচে ১২ পয়েন্ট। তবে পঞ্জাবের থেকে নেট রান রেটে এগিয়ে রয়েছে রাজস্থান। দ্রাবিড়রা এখন চারে। মনদীপরা পাঁচে। এ দিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন মনদীপ। তাঁর ইনিংসে রয়েছে আটটা চার, তিনটে ছয়। মনদীপ আর শন মার্শ মিলে প্রথম উইকেটের জুটিতে তোলেন ৫৫। শেষ দিকে পঞ্জাব ইনিংসকে টানেন ডেভিড মিলার (১৮ বলে ২৮ ন.আ.)। এ দিন চোট থাকায় খেলেননি ডেল স্টেইন। ফলে ডেকানের বোলিং থেকে সেই ঝাঁঝটাই উধাও ছিল। বোলিংয়ের মতো ব্যাটিংয়েও এ দিন বেহাল দশা হল ডেকানের। ডেভিড হাসি এক ওভারে ড্যানিয়েল হ্যারিস এবং ক্যামেরন হোয়াইটকে আউট করে ডেকানের ব্যাটিংকে ভেঙে দেন। সেই ধাক্কা আর সামলাতে পারেনি কুমার সঙ্গকরার দল।
|
|
আজ সচিন বনাম গেইল
সংবাদসংস্থা • মুম্বই |
আইপিএল ফাইভের অন্যতম বড় ম্যাচের আগে মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুদুই দলই কিছুটা অনিশ্চয়তায় ভুগছে। ক্যারিবিয়ান অলরাউন্ডার কায়রন পোলার্ডকে খেলাবে কি না, তা নিয়ে এক দিকে চিন্তায় মুম্বই। অন্য দিকে সচিন তেন্ডুলকরদের বিরুদ্ধে দলকে কে নেতৃত্ব দেবেন, সেটা এখনও ঠিক করে উঠতে পারেনি আরসিবি। অথচ সেমিফাইনালের প্লে-অফের জন্য এই ম্যাচ দু’দলের কাছেই খুব গুরুত্বপূর্ণ। মুম্বইয়ের অন্যতম প্রধান সদস্য পোলার্ড ডান কাঁধের চোটে ভুগছেন। টিম মেন্টর শন পোলক এ দিন জানিয়েছেন, আরসিবির বিরুদ্ধে পোলার্ড খেলবেন কি না সেটা ম্যাচের দিনই ঠিক হবে। মঙ্গলবার অবশ্য নেটে অনুশীলন করেছেন পোলার্ড। অন্য দিকে বুধবার আরসিবির অধিনায়ক কে হবেন, সেটাও ঠিক হবে ম্যাচের দিন। “ড্যানিয়েল ভেত্তোরি আর বিরাট কোহলি এই দু’জনের মধ্যে কেউ নেতৃত্ব দেবে। কে ক্যাপ্টেন্সি করবে সেটা কাল ঠিক হবে,” এ দিন বলেছেন তিলকরত্নে দিলশান। এ দিকে বেঙ্গালুরু যদি গেইল-ঝড় নিয়ে হাজির হয় তো মুম্বই-ও পাচ্ছে ডোয়েইন স্মিথকে। যিনি ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে শেষ তিন বলে ১৪ রান তুলে মুম্বইকে জিতিয়েছেন। তাই সচিনের দল হঠাৎ করে নতুন নায়ক খুঁজে পেয়েছে।
|
আইপিএলে পকেটমারি ভারতের ফুটবল টিডির
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দিল্লিতে আই পি এল দেখতে গিয়ে পকেটমারের খপ্পরে ভারতীয় ফুটবল দলের ডাচ টেকনিক্যাল ডিরেক্টর রব বানের। ক্রিকেটের আই পি এল কেন এত লোক টানে, এই কৌতূহলে সোমবার নাইট রাইডার্স-দিল্লি ডেয়ারডেভিলসের ম্যাচ দেখতে ফিরোজ শাহ কোটলায় গেছিলেন বান। স্টেডিয়ামে ঢোকার মুখে আবিষ্কার করেন, টিকিট নেই। কেউ নিয়ে নিয়েছে। ফেডারেশনের অন্য কর্তারা ছিলেন তাঁর সঙ্গে। তাঁরাই অন্য টিকিটের ব্যবস্থা করে দেন। ক্রিকেট সম্পর্কে ধারণা নেই বানের। কিন্তু খেলা দেখে খুশি। বলেন, “এত লোক যখন আসছে, নিশ্চয়ই একটা কিছু রয়েছে খেলায়। ভালই লাগল দেখে।” |
|