|
|
|
|
মহাকীর্তির সম্মানে শহরজুড়ে সচিনের একশো কাটআউট |
সংবর্ধনায় দেওয়া হচ্ছে সনাতন দিন্দার ছবি |
রাজর্ষি গঙ্গোপাধ্যায় • কলকাতা |
রাজসূয় যজ্ঞ আর কাকে বলে?
আগামী শনিবার ইডেনে সচিন রমেশ তেন্ডুলকরের সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে প্রস্তুতির যা বহর, তাতে এমন তুলনা চলে আসা অস্বাভাবিক নয়। এক দিকে, একরাশ চমক-সহ সিএবি-র এলাহি আয়োজন। অন্য দিকে, রাজ্য সরকারের প্রস্তুতি। ক্রীড়া দফতর থেকে সোনার ব্যাট ও বল দেওয়া হচ্ছে সচিনকে। সরকার আবার সোনার অন্য কোনও জিনিসের কথা ভাবছে। আর সবই হচ্ছে, লিটল মাস্টারের আন্তর্জাতিক ক্রিকেটে শততম সেঞ্চুরির কীর্তির সম্মানে।
সিএবি-র আয়োজনের নমুনা? বাংলার বিখ্যাত চিত্রকর সনাতন দিন্দার আঁকা ছবি তুলে দেওয়া হচ্ছে সচিনের হাতে। জানা গেল, নিজের ‘পোট্রেট’ চাইছেন না মিস্টার ইন্ডিয়ান ক্রিকেট। সচিনের মতামত নিয়েই ছবির বিষয় চূড়ান্ত হয়েছে। আর এই ছবি তিনি রাখবেন পশ্চিম বান্দ্রায় তাঁর নতুন বাড়িতে। সঙ্গে থাকছে একশো গিনি। যা গত নভেম্বর থেকেই তৈরি করে রেখে দিয়েছে সিএবি।
|
|
সেই ঐতিহাসিক মুহূর্ত |
মহাযজ্ঞের এখানেই শেষ নয়। আগামী শনিবার শহরের একশো জায়গায় থাকতে চলেছে সচিনের প্রমাণ সাইজের কাটআউট। অর্থাৎ, সেঞ্চুরি পিছু একটা। শনিবাসরীয় ইডেনে যে সমস্ত দর্শক কেকেআর বনাম মুম্বই ম্যাচ দেখতে ঢুকবেন, তাঁদের হাতে আবার ধরিয়ে দেওয়া হবে প্ল্যাকার্ড। যেখানে লেখা থাকবে: ‘সিএবি স্যালুটস সচিন’। ভাবনায় আছে হেলিকপ্টারও। চেষ্টা চলছে, অনুষ্ঠানের সময় ইডেনের উপর হেলিকপ্টার থেকে ফুল-বৃষ্টির। সিএবি-র ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কারপ্রাপ্ত যে সব ক্রিকেটার জীবিত আছেন (সংস্থার হিসাব মতো তিন বা চার জন) তাঁদেরও সে দিন হাজির করা হচ্ছে ইডেনে। সচিনের সঙ্গে তাঁদের তুলে দেওয়া হবে গল্ফ কার্টে। চলবে ইডেন প্রদক্ষিণ-পর্ব। প্রথমে জিপে করে মাঠ চক্কর দেওয়ার কথা ভেবেছিল সিএবি। কিন্তু সে জিনিস করা সম্ভব নয়। কারণ তাতে মাঠ ক্ষতিগ্রস্ত হতে পারে।
শনিবার বিকেল চারটেয় ম্যাচ। টসের আগে, ঠিক দুপুর তিনটেয় থাকছে এই অনুষ্ঠান। সচিনের সম্মতি নেওয়াও শেষ। এবং পুরো ব্যাপারটা নিয়ে আগামী শুক্রবার জরুরি ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকেছে সিএবি। সংস্থার যুগ্ম-সচিব বিশ্বরূপ দে বলে দিলেন, “সবই মোটামুটি ঠিক করে ফেলা হয়েছে। ওয়ার্কিং কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
|
|
|
|
|
|