|
|
|
|
বিয়ের আগের দিন খুন প্রৌঢ় |
নিজস্ব সংবাদদাতা • মোহনপুর |
দ্বিতীয় বিয়ের আগের দিনই খুন হলেন এক প্রৌঢ়। মঙ্গলবার ভোরে মোহনপুরের গোমুণ্ডা বাজারে মৃতের নাম মহেশ্বর দত্ত (৫০)। নিজের গুমটি দোকানে গলার নলি কাটা অবস্থায় তাঁকে দেখে গ্রামবাসীরা পুলিশে খবর দেন। পুলিশ আসার আগেই মৃত্যু হয় তাঁর। সম্পত্তি ভাগাভাগি আটকাতেই ছেলে তপন ও তপনের শ্যালক রঞ্জন গিরি ওই প্রৌঢ়কে খুন করে বলে অভিযোগ। মৃতের দাদা মৃত্যুঞ্জয় দত্তের অভিযোগের ভিত্তিতে ওই দু’জনকে আটক করেছে পুলিশ। কৃষিজীবী মহেশ্বর দত্তের স্ত্রী বছর ছয় আগে মারা যান। তার পরেই ছেলের বিয়ে দেন তিনি। কিন্তু ছেলে-বৌমার সঙ্গে বনিবনা না হওয়ায় বাড়ি ছাড়েন। গোমুণ্ডা বাজারে চা-জলখাবারের দোকান চালাতেন মহেশ্বরবাবু। রাতে সেখানেই থাকতেন। সম্প্রতি দ্বিতীয় বার বিয়ের সিদ্ধান্ত নেন। নারায়ণগড় থানার মকরামপুরের এক মহিলার সঙ্গে বৃহস্পতিবার রেজিস্ট্রির কথা ছিল। বিয়ের দিন ওই মহিলার নামে কিছু জমি লিখে দেওয়া ও মূল বাড়িতে বসবাস করতে দেওয়ার কথাও ছিল। এর প্রতিবাদ করেন তপন ও তপনের শ্বশুরবাড়ির লোকজন। পুলিশ তদন্তে জেনেছে, সোমবার সন্ধ্যায় তপনের বাড়িতে আসেন তাঁর শ্যালক রঞ্জন। গ্রামের কয়েকজন ভোরে তপনকে বাড়ি ফিরতেও দেখেছেন। সকালে মহেশ্ববাবুর দোকানে চা খেতে গিয়ে তাঁকে মৃতপ্রায় অবস্থায় দেখতে পান এলাকাবাসী। অনুমান, সম্পত্তির একাংশ হাতছাড়া হওয়া আটকাতেই এই খুন করা হয়েছে। তবে রঞ্জন ও তপন অভিযোগ মানেনি। দাঁতনের বামুনদার বাসিন্দা রঞ্জনের দাবি, ভোরের আগেই বাড়ি চলে আসেন তিনি। আর তাঁকে ছাড়তে গোমুণ্ডা বাজার পর্যন্ত আসেন তপন। বিয়ের জন্য নিজের কাছে কয়েক হাজার টাকা রেখেছিলেন মহেশ্বরবাবু। সেই টাকার জন্যও তাঁকে কেউ খুন করতে পারে বলে মনে করছে পুলিশ। |
|
|
|
|
|