স্যুটকেস ঘিরে ছড়াল বোমাতঙ্ক
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
পরিত্যক্ত সুটকেস ঘিরে বোমাতঙ্ক ছড়াল উলুবেড়িয়া স্টেশনে। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে কর্তব্যরত আরপিএফ জওয়ানদের চোখে পড়ে স্যুটকেসটি। বেশ কিছু ক্ষণ খোঁজাখুঁজির পরেও সেটির কোনও দাবিদারের খোঁজ না মেলায় আরপিএফ কর্তৃপক্ষ ভবানীপুরের বম্ব ডিসপোজাল স্কোয়াডে খবর দেন। ইতিমধ্যে, বোমাতঙ্ক ছড়ায় স্টেশনে। খালি করে দেওয়া হয় ৩ নম্বর প্ল্যাটফর্ম। বেলা দেড়টা নাগাদ বম্ব ডিসপোজাল স্কোয়াডের লোকজন আসেন। তাঁরা স্যুটকেসটি প্লাটফর্ম থেকে দড়ি দিয়ে টেনে এনে রেল লাইনের উপরে রাখেন। এর পর বিস্ফোরক ব্যবহার করে স্যুটকেসটি খোলা হলে দেখা যায় তাতে রয়েছে জামাকাপড় ও কয়েক বাক্স চকলেট। আরপিএফ-এর উলুবেড়িয়ার অফিসার-ইন-চার্জ জুয়েল মিনজ্ বলেন, “আমরা ঝুঁকি না নিয়ে বম্ব ডিসপোজাল স্কোয়াডে খবর দিই। স্যুটকেসের কোনও দাবিদার থাকলে তিনি উপযুক্ত প্রমাণ দিয়ে সেটি নিয়ে যেতে পারেন।” |
ভদ্রেশ্বরে ধর্ষণের অভিযোগে ধৃত ১
নিজস্ব সংবাদদাতা • ভদ্রেশ্বর |
এক তরুণীকে ধর্ষণের অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। সোমবার ঘটনাটি ঘটেছে ভদ্রেশ্বরের আমবাগান এলাকায়। মঙ্গলবার চন্দননগর আদালতে হাজির করানো হলে বিচারক ধৃতকে ১৪ দিন জেল-হাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ জানায়, ভদ্রেশ্বরে এক বিধবা মহিলা দুই মেয়েকে নিয়ে থাকেন। সোমবার দুপুরে তাঁরা কেউই বাড়িতে ছিলেন না। সেই সময় প্রতিবেশী যুবক স্বরূপ ঘোষ বাড়িতে ঢুকে ওই বিধবার বড় মেয়েকে ধর্ষণ করে বলে অভিযোগ। ওই তরুণী লিখিত অভিযোগ দায়ের করেন থানায়। |
আসানসোল, হুগলির পরে এ বার হাওড়ায় চালু হল মহিলা পরিচালিত থানা। মঙ্গলবার হাওড়ার পুরনো কালেক্টরেট বিল্ডিংয়ের দোতলায় হাওড়া সিটি পুলিশ পরিচালিত ওই থানার উদ্বোধন করলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তথা হাওড়া জেলা তৃণমূলের সভাপতি অরূপ রায়। ছিলেন হাওড়ার জেলাশাসক সঙ্ঘমিত্রা ঘোষ, পুলিশ কমিশনার অজেয় রানাডে-সহ পুলিশের পদস্থ কর্তারা। মন্ত্রী বলেন, “রাজ্যের অনেক থানাতেই মহিলারা অভিযোগ জানাতে গিয়ে সমস্যায় পড়েন। তাঁদের সঙ্গে ঠিক ব্যবহার করা হয় না। তাই মহিলা থানার প্রয়োজন।” পুলিশ কমিশনার জানান, ওই থানায় ডায়েরি থেকে এফআইআর সবই হবে। থানায় এক জন ইনস্পেক্টরের নেতৃত্বে ২০ জন মহিলা কর্মী থাকবেন। ওই থানার অফিসারেরা অন্য থানার অভিযোগের তদন্তও করতে পারবেন। |
শুকনো ঘাসে আগুন লাগল হাওড়া জেলার সাঁকরাইলের রঘুদেববাটির মানিকপুরে। দুপুর ১টা নাগাদ আগুন লাগে। ঘটনাস্থলের কাছেই ইন্ডিয়ান অয়েলের পাইপলাইন থাকায় আতঙ্ক ছড়ায় আশপাশ এলাকার বাসিন্দাদের মধ্যে। তবে দমকলের দু’টি ইঞ্জিন এসে আধ ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি বলে জানিয়েছে পুলিশ। |