আবেগ ও আন্তরিকতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশতবর্ষ জন্মজয়ন্তী পালিত হল উত্তর-পূর্বাঞ্চলে। বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকায় যেমন, ততটাই শিলং ও ত্রিপুরার ছোটবড় শহরে। ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা-সহ বিভিন্ন রাজ্যেও মঙ্গলবার নৃত্য, গীত, আবৃত্তি, নাটক ও আলোচনায় সাড়ম্বরে পালিত হল রবীন্দ্র জন্মোৎসব।
শিলং মানেই ‘শেষের কবিতা’। তবে রাহুল-কঙ্কনাকে দিয়ে এই অঞ্চলের পাহাড়ি পরিবেশে এ কাহিনির যে শুটিং হওয়ার কথা ছিল, তা পিছিয়ে গিয়েছে। তাই রুপোলি পর্দার অনুষঙ্গটুকু বাদ দিয়েই রবীন্দ্র সার্ধশতবর্ষ জয়ন্তী পালিত হল শিলংয়ের ব্রুকসাইডে। রবীন্দ্র স্মৃতিধন্য ব্রুকসাইড বাংলোয় কবিমূর্তির সামনে ২৫ টি সংগঠনের দেড়শো খাসি ও বাঙালি গায়ক-গায়িকা বাংলা ও হিন্দিতে ‘যদি তোর ডাক শুনে কেউ’ গাইলেন। এর পর বাংলায় ‘হে নূতন।’ হল মণিপুরী ঢোল নৃত্য। সন্ধ্যায় রবিবন্দনা হল মণিপুরী রাস, কেরলের মোহিনীঅট্টম ও ওড়িশার ওড়িশি নৃত্যের মাধ্যমে। |
বরাকের করিমগঞ্জে। ছবি: উত্তম মুহরি। |
১৯১৯ সালে ব্রুকসাইড, ১৯২৩ সালে জিৎভূমি আর ১৯২৭ সালে আপল্যান্ড সলোমন ভিলায় থেকেছিলেন কবি। সেই সব স্মৃতির রঙেই ১৯২৮ সালে ‘শেষের কবিতা’র জন্ম। ৮৪ বছর পরে, কবির সার্ধশতবর্ষে তা নিয়ে ছবি বানাচ্ছেন পরিচালক সুমন মুখোপাধ্যায়। রিলবং এলাকায় ‘ব্রুকসাইড বাঁচাও’ আন্দোলনের একা কুম্ভ মালবিকা বিশার বলেন, “ব্রুকসাইড সংরক্ষণের কাজ চলছে। বাড়িটির অবস্থা কিন্তু এখনও খারাপ। এই ২৫ বৈশাখ ব্রুকসাইডে আর্ট গ্যালারি ও গ্রন্থাগারের উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু কেন্দ্র ও রাজ্য কথা রাখতে পারল না। ভৌগোলিক প্রমাণ বলছে, কবির অমিতের আবাস কল্পনায় জিৎভূমির বাড়ি ও যোগমায়ার বাড়ির চিন্তায় ব্রুকসাইডের কথা এসেছে। সুমনকে অনুরোধ করেছি, এখানে শুটিং সম্ভব না হলেও চলচ্চিত্রে বাড়ি দু’টিকে যেন কোনওভাবে দেখানো যায়।” |
ত্রিপুরার আগরতলায়। ছবি: উমাশঙ্কর রায়চৌধুরী। |
এ দিকে, গুয়াহাটির রবীন্দ্রভবন চত্বরে তিনদিনের উৎসব চলছে সাড়ম্বরে। ভবন চত্বরে চলছে কবিজীবন নিয়ে চিত্রপ্রদর্শনী। সোমবার সন্ধ্যায় অসমিয়া ও বাংলা ভাষায় রবীন্দ্র-অসম সম্পর্কের আলেখ্য সকলকে মুগ্ধ করে। সকালে পুরনো শান্তিনিকেতনী নীলপবন বরুয়া, বেণু মিশ্রর মতো প্রবীণ চিত্রশিল্পীদের তত্ত্বাবধানে অঙ্কন কর্মশালায় অংশ নিলেন উঠতি শিল্পীরা। সন্ধ্যায় রবীন্দ্রভবন ও কাহিলীপাড়ায় রবীন্দ্রসঙ্গীতের আসরে নবীন-প্রবীণ নানা বাঙালি ও অসমিয়া শিল্পীকে দেখা গেল। সন্ধ্যায়, রবীন্দ্রভবনের অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ।
|
ঝাড়খণ্ডের জামশেদপুরে। ছবি: পার্থ চক্রবর্তী। |
গত মাসে বরাকে সরকারি উদ্যোগে,তিনদিন ব্যাপী যে রবীন্দ্র উৎসব দিয়ে কবিবন্দনা শুরু হয়েছিল তার রেশ টেনেই মঙ্গলবার সকাল থেকে কাছাড়, হাইলাকান্দি, করিমগঞ্জ জেলায় প্রভাত ফেরি বের হয়। দিনভর চলে নানা অনুষ্ঠান। বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার স্কুলগুলিতে, মাসখানেক ধরেই রবীন্দ্রভিত্তিক চিত্রাঙ্কন, রচনা-সহ নানা প্রতিযোগিতা চলেছে। |