টুকরো খবর |
পড়শি ‘খুনে’ গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
তাঁর স্ত্রীকে ফুঁসলিয়ে নিয়ে গিয়েছে, এই অভিযোগে এক ব্যক্তিকে ছুরি দিয়ে ‘খুন’ করার ঘটনা ঘটল সিউড়ি ৩ নম্বর ওয়ার্ডের ফকির পাড়ায়। পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ এই ঘটনা ঘটে। মৃতের নাম রমজান শেখ (৪০)। জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “অভিযুক্ত লালা শেখকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।” স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফকিরপাড়ার বাসিন্দা রমজান ও লালা দু’জনের মধ্যে এক সময় বন্ধুত্ব ছিল। পুলিশের দাবি, ধৃত লালা শেখ অভিযোগে জানিয়েছেন, বছর তিনেক থেকে তাঁর স্ত্রীর সঙ্গে রমজানের বিবাহ বহর্ভূত সম্পর্ক ছিল। তা নিয়ে তাদেরকে বহুবার সাবধান করাও হয়েছে। কিন্তু তাতে কাজ না হয়নি। মাস ছয়েক আগে তাঁর স্ত্রীকে নিয়ে পালিয়ে যায় রমজান। সকলে পাড়ায় আসতে বারন করেছিল রমজানকে। তা পরেও পাড়ায় মাঝে মধ্যে আসত রমজান।শুধু তাই নয়, তাঁর মেয়েদেরকে দেখতে পেলে ননা কটূক্তি করত রমজান। এ দিন সকালে তাঁকে দেখতে পেয়ে লালা শেখ কটূক্তির ব্যাপারে বলতে যান। তখনই তাঁদের মধ্যে বচসা হয়। তার পরেই এই ঘটনা। পুলিশের দাবি, জেরায় লালা শেখ খুনের কথা স্বীকার করেছে। উদ্ধার হয়েছে ছুরি আজ, বুধবার ধৃতকে সিউড়ি আদালতে হাজির করানো হবে।
|
নলকূপ বিকল, খয়রাশোলে
নিজস্ব সংবাদদাতা • খয়রাশোল |
গ্রামের তিনটি গভীর নলকূপের মধ্যে দু’টি নলকূপ বিকল হয়ে রয়েছে বেশ কয়েকদিন ধরে। অথচ স্থানীয় পঞ্চায়েত সেগুলি সারানোর জন্য কোনও ব্যবস্থা নেয়নি। ফলে এলাকায় জলকষ্ট দেখা দিয়েছে। এমনটাই অভিযোগ খয়রাশোলের হজরতপুর পঞ্চায়েতের মুন্দিরা গ্রামের বাসিন্দাদের। তাঁদের ক্ষোভ, গ্রামের অধিকাংশ কুয়োর জল শুকিয়ে গিয়েছে। তার উপরে দু’টি নলকূপই বিকল হয়ে যাওয়ায় পানীয় জলের জন্য নির্ভর করতে হচ্ছে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া হিংলো নদীর উপরে। সেখানেও বালি খুঁড়ে জল বের করতে হচ্ছে। এ ব্যাপারে হজরতপুর পঞ্চায়েতে জানিয়েও ফল হয়নি। ওই পঞ্চায়েতের ফব প্রধান বাদলী ডোম অবশ্য দাবি করেছেন, মুন্দিরা গ্রামের নলকূপ বিকল থাকার কথা তাঁর জানা নেই। তাঁর দাবি, “পঞ্চায়েত এলাকার যে কোনও নলকূপ বিকল থাকার খবর পাওয়া মাত্রই সেটি মেরামত করার বন্দোবস্ত করা হয়।”
|
বার্ষিক সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
শিক্ষাঙ্গনে ‘রাজনীতি’র অবাধ প্রবেশ বন্ধ করা এবং শিক্ষার অধিকার নিয়ে বোলপুরের বাঁধগোড়া কালীকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ে হয়ে গেল পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতির বার্ষিক মহকুমা সম্মেলন। সম্মেলনে স্কুলগুলিতে পরিকাঠামো গড়ে তোলা-সহ সঠিক সময়ে ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় পাঠ্যপুস্তক বিলির দাবি উঠল। উপস্থিতি ছিলেন সংগঠনের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক, বোলপুর শাখার সম্পাদক পুলক চক্রবর্তী-সহ এলাকার প্রায় একশোরও বেশি শিক্ষক।
|
দুর্ঘটনায় জখম ৪
নিজস্ব সংবাদদাতা • মহম্মদবাজার |
সিউড়ি থেকে আসা রামপুরহাটগামী একটি বাস গাছে ধাক্কা মারলে ৪ জন যাত্রী আহত হন। সোমবার সকালে মোরগ্রাম-রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কে মহম্মদবাজারের শেকড়াকরির কাছে ওই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, এক পথচারী মহিলাকে বাঁচাতে গিয়ে চালক গাছে ধাক্কা মারে।
|
স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া |
বিভিন্ন প্রকল্পের নির্ধারিত মজুরি শ্রমিকদের দেওয়া, পানীয় জলের ব্যবস্থা করা, গ্রাম উন্নয়ন কমিটি নির্বাচিত করা এবং পঞ্চায়েতের বিভিন্ন কাজে স্বচ্ছতা আনা-সহ একগুচ্ছ দাবিতে সোমবার সাঁইথিয়ার হাতড়া পঞ্চায়েত প্রধানকে স্মারকলিপি দিল তৃণমূল। পঞ্চায়েত প্রধান, সিপিএমের গোপাল বন্দ্যোপাধ্যায় বলেন, “দাবিগুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”
|
ইলামবাজারে স্কুলে অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • ইলামবাজার |
ইলামবাজারের শীর্ষা শৈলজাকান্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে শনিবার। পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ের ক্রীড়া ক্ষেত্রে কৃতী ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা হয়। ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকদের পাশাপাশি মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শ্রীপতি মুখোপাধ্যায় প্রমুখ ছিলেন। স্কুলের ছাত্র-ছাত্রীরা রবীন্দ্র নৃত্য, গান, আবৃত্তি পরিবেশন করেছে বলে প্রধান শিক্ষক মহিউদ্দিন মণ্ডল জানিয়েছেন।
|
দেহ উদ্ধার |
দুবরাজপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে রবিবার এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম শেখ রহিম (২২)। তদন্ত চলছে। |
|