|
|
|
|
|
|
তিনি বলেন
|
ইট ইজ আ ট্রিট ফর মি। |
হিলারি রডহ্যাম ক্লিন্টন |
প্রসঙ্গ ভিক্টোরিয়ার বাগান |
|
|
|
বাজার যাওয়ার আগে
বাজারে যাওয়ার আগে একনজরে দেখে নিন কাল শহরের কোন বাজারে কত টাকায় কী বিকিয়েছে:
|
গড়িয়াহাট: আলু ১৬, পটল ২০, এঁচোড় ৩০, কাঁচা আম ৪৫, আপেল ১২০, পাকা পেঁপে ৩০, কাটা পোনা ২০০, ভেটকি ৩৫০, পার্শে ৩০০।
মানিকতলা: আলু ১৫, পটল ২০, এঁচোড় ২৫, কাঁচা আম ৪০, উচ্ছে ৪০, সজনে ডাঁটা ৫০, আপেল ১২০, পাকা পেঁপে ৩০, কাটা পোনা ২০০, ট্যাংরা ৪০০, পার্শে ৩০০। |
|
|
|
|
|
আজ জন্মদিন হলে
পুলকরঞ্জন দেব |
শুভ সংখ্যা: ৩, ৪, ৬ ও ৯।
শুভ দিন: সোম, মঙ্গল, বৃহস্পতি ও শুক্র।
শুভ রং:গাঢ় নীল, ময়ূরকণ্ঠী নীল, আকাশি নীল, সোনালি ও হাল্কা সবুজ।
শুভ রত্ন: হিরে, পান্না, মুক্তো ও শ্বেত জারকন।
দৈহিক দুর্বলতা থাকতে পারে। চর্মরোগ ও স্নায়বিক দুর্বলতায় আক্রান্ত হতে পারেন। আয় ভালই হবে। সঞ্চয়ের দিকে নজর দিন। ব্যবসায়িক প্রচেষ্টায় আশানুরূপ সাফল্য। ব্যবসার জন্য প্রচুর ঘোরাঘুরি। অন্যের দায়িত্ব কাঁধে নিয়ে অযথা ব্যয় বাড়াবেন না। সম্পত্তি নিয়ে মামলায় না গিয়ে আপসে বিরোধ মিটিয়ে ফেলুন। প্রিয়জনের উচ্চশিক্ষার বাধা দূর হবে। কোনও উচ্চাকাঙ্ক্ষা পূর্ণ হবে। দায়িত্ব পালন করে সম্মান ও স্বীকৃতি পাবেন। |
|
|
|
সতর্ক থাকুন |
|
কলকাতার রাস্তাঘাটের অবস্থা জানতে ‘এসএমএস গপশপ’-এর আওতায় ‘রেজিস্ট্রেশন’ করলেই চলবে।
মোবাইলে ‘KP’ টাইপ করে তা ০৯২১৯৫৯২১৯৫ নম্বরে পাঠিয়ে দিলেই জানা যাবে বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা।
এসএমএস করে রাস্তার হাল জেনে নিন। ‘TRF’ লিখে ৫৭৫৭৫৬ নম্বরে পাঠিয়ে দিলেই
কোথায় কেমন যানজট, জানিয়ে দেবে ট্রাফিক পুলিশ।
ট্যাক্সিচালক প্রত্যাখ্যান করলেও ওই নম্বরে এসএমএস করুন বা ফোন করুন ১০৭৩ (টোল-ফ্রি) নম্বরে। |
|
|
|
|
|
৫০ বছর আগে
|
ইজারায় ছাদ
কলিকাতায় ভুঁই কম, ছাদে ঠাঁই খোঁজা সুরু হইয়াছে। সুযোগ বুঝিয়া বুদ্ধিমান বাড়িওয়ালাও ছাদ ইজারা দিতেছেন। সম্প্রতি ক্যানিং স্ট্রীটের মেহেতা বিল্ডিংসের ছাদ ৫৫ বছরের মেয়াদে ইজারা দেওয়া হইয়াছে। ছাদের আয়তন কাঠা সাতেক। ইজারা লইয়াছেন এক ব্যবসায়ী। এজন্য বাড়িওয়ালাকে তিনি মোটা টাকা সেলামী দিয়াছেন, ফি বছর খাজনাও দিবেন। ইজারার শর্ত অনুসারে ঐ ব্যবসায়ী ঘর তোলার জন্য গোটা ছাদ ব্যবহার করিবেন। তবে একটির বেশী তলা তুলিতে পারিবেন না। সিঁড়ি ব্যবহারের অধিকারও তাঁহার থাকিবে। ঘর তোলার কাজও ইতিমধ্যে সুরু হইয়া গিয়াছে।
— আনন্দবাজার পত্রিকা, ৭ মে ১৯৬২। বানান ও ভাষা অপরিবর্তিত রেখে সংক্ষেপিত। |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|