দ্বিতীয় ডিভিশন ক্রিকেট লিগের সুপার সিক্স পর্বের খেলায় আদিত্য স্মৃতি সঙ্ঘ ৯৭ রানে হারায় পারবীরহাটা নেতাজি সঙ্ঘকে। প্রথমে আদিত্য করে ২০ ওভারে ১৯৩-৮। মহম্মদ আব্দুল আজিজ করেন ৩৪, সুনন্দ গোস্বামী ৩৫। নেতাজির বিবেক সিংহ ২৮ রানে ৩ ও শুভম চট্টোপাধ্যায় ২৩ রানে ২ উইকেট দখল করেন। নেতাজি ১৬.২ ওভারে ৯৭ রান করে। দলের শুভম চট্টোপাধ্যায় ৩১ ও বিবেক সিংহ ২২ রান করে। আদিত্যের মনোমিত মিত্র ৯ রানে ২ ও অভিজিৎ সাউ ১৭ রানে ২ উইকেট দখল করেন। ৫টি ম্যাচে সব ক’টিতে জিতে ১০ পয়েন্ট পেয়ে লিগের শীর্ষে পৌঁছেছে আদিত্য। দ্বিতীয় স্থানে রয়েছে আরএইউসি।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৭ ক্রিকেট সুপার লিগে শুক্রবারের খেলায় বিজয়ী হল শ্রমিকনগর স্পোর্টিং ক্লাব। ডিসিসি মাঠের খেলায় তারা ৪ উইকেটে ঐকতান উখড়াকে হারায়। প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ৮১ রান তোলে ঐকতান। সুরজ কুমার ২৬ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় শ্রমিকনগর। বিজয়ী দলের হয়ে গৌতম দাস ২৯ রান করেন। বিজয়ী দলের হয়ে ভিকি সাহু ৭ রানে ৩ উইকেট তুলে নেয়। বিজিত দলের হয়ে রবি পাসোয়ান ৩ রানে ৩ উইকেট ও ইন্দ্রজিৎ মিশ্র ১২ রানে ২ উইকেট নেয়। ম্যাচটি পরিচালনা করেন কিরণ সাহা, পার্থসারথি বন্দ্যোপাধ্যায়।
|
পণ্ডিত রঘুনাথ মুর্মু স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বড়পুকুরিয়া এ কে সমিতি। তিরাট মাঠের খেলায় তারা পাঁশড়া এসটিডি-কে ৩-০ গোলে হারায়। আয়োজকদের পক্ষে পরেশ কুমার জানায়, ৮টি দল এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল। |