টুকরো খবর
সালানপুরে ছিনতাই
মোটরবাইকে চড়ে এসে টাকা ছিনতাই করে চম্পট দিল দুই দুষ্কৃতী। শুক্রবার সন্ধ্যায় সালানপুর থানার রূপনারায়ণপুর রেল ব্রিজের ঘটনা। কুলটির বাসিন্দা বসন্ত মাজি অভিযোগ করেন, সন্ধ্যা ৭টা নাগাদ তিনি এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন। সঙ্গে ছিল লক্ষাধিক টাকা। রেল ব্রিজের উপরে পিছন থেকে একটি মোটরবাইকে চড়ে হাজির হয় দুই দুষ্কৃতী। চড়থাপ্পড় মেরে তাঁর কাছ থেকে টাকার ব্যাগটি কেড়ে নিয়ে চম্পট দেয় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে যান আসানসোলের এডিসিপি (পশ্চিম) সুব্রত গঙ্গোপাধ্যায়। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে।

পুকুর ভরাট বন্ধ
পুকুর ভরাট রুখে দিলেন স্থানীয় বাসিন্দারা। জামুড়িয়ার মণ্ডলপুর এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চাশ বছরের বেশি সময় ধরে পুকুরটি ব্যবহার করছিলেন বাসিন্দারা। পুকুরের মালিক তথা জামুড়িয়ার বাসিন্দা জগন্নাথ মণ্ডল সম্প্রতি পুকুরটি বিক্রি করে দেন। গত দিন দশেক ধরে বাইরে থেকে আবর্জনা এনে পুকুর ভরাট করাচ্ছিলেন নতুন মালিক। শুক্রবার বাসিন্দাদের নিয়ে কাজে বাধা দেন এলাকার তৃণমূল নেতারা। এর পরে অবশ্য পুকুরভরাটের কাজে নিযুক্ত কর্মীরা চলে যান। পুলিশ জানিয়েছে, ঘটনার দিকে নজর রাখছে তারা। লিখিত অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

শিশু উৎসব
সামাজিক দায়িত্ব পালনের অঙ্গ হিসেবে সম্প্রতি দুর্গাপুরে দু’দিনের শিশু উৎসব আয়োজন করে এসার ফাউন্ডেশন। শহর ও আশপাশের এলাকা থেকে বেশ কয়েক হাজার পড়ুয়া তাতে যোগ দেয়। সংস্থার তরফে তাদের বই, খেলনা দেওয়া হয়। দেখানো হয় শিশুদের জন্য শিশুদের তৈরি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র। এসার বর্তমানে দুর্গাপুর-ফরিদপুরের বিভিন্ন এলাকা থেকে ভূগর্ভস্থ গ্যাস তোলার কাজ করছে।

ক্ষতিপূরণের দাবি
চনচনি কোলিয়ারির সম্প্রসারণের জন্য ২০০৮ সালে ১০৪ জনের কাছ থেকে ২০৯ একর জমি অধিগ্রহণ করেছিলেন কর্তৃপক্ষ। অথচ, আর্থিক ক্ষতিপূরণ এবং চাকরি, কিছুই পাননি বলে অভিযোগ জমির মালিকদের। এর প্রতিকারের দাবিতে শুক্রবার কোলফিল্ড ভিলেজার্স কমিটির নেতৃত্বে ৩ ঘণ্টা উৎপাদন আটকে দিয়ে বিক্ষোভ দেখালেন জমির মালিকেরা। কোলিয়ারির এজেন্ট অজয় কুমার অবশ্য আশ্বাস দেন, দ্রুত সমস্যার সমাধান করা হবে।

তৃণমূলের অফিস
রানিগঞ্জের যুব তৃণমুল কংগ্রেস কার্যালয়ের আনুষ্ঠানিক দ্বারোদঘাটন করলেন রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতরের মন্ত্রী শান্তিরাম মাহাতো। স্থানীয় নেতারা দাবি করেন, কিছু দিন আগেও এই এলাকায় তাঁদের পতাকা টাঙাতে দিত না সিপিএম।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.