|
|
|
|
ইমামদের ভাতা দিতে শুরু করল ওয়াকফই |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বিতর্ক চলছে। হয়েছে মামলাও। তারই মধ্যে রাজ্য ওয়াকফ বোর্ড বৃহস্পতিবার কলকাতা-ভিত্তিক ১২ জন ইমামকে মাসিক ২৫০০ টাকা হারে ভাতা দেওয়া শুরু করে দিল। ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আব্দুল গনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মেনেই ১ বৈশাখ থেকে ইমামদের ভাতা চালু করল তাঁদের বোর্ড। ভাতার টাকা ব্যাঙ্কের মাধ্যমে সরাসরি ইমাদের অ্যাকাউন্টে জমা পড়ে যাবে। তিনি জানান, এপ্রিলের জন্য ১২ জন ইমামের প্রত্যেকে পেলেন ১৪১৭ টাকা। প্রাথমিক পর্যায়ে এই ভাতা দেওয়া হল ওয়াকফ বোর্ডের নিজস্ব তহবিল থেকে। খরচ হয়েছে ১৭ হাজার ৪০০ টাকা। গনি জানান, ওয়াকফ বোর্ডের আর্থিক সমস্যার কথা জানিয়ে রাজ্য সরকারের কাছে অনুদান চাওয়া হয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়ে রাজ্য ইতিমধ্যেই ৩০ কোটি টাকা মঞ্জুর করেছে। কিন্তু ওই টাকা এ দিন পর্যন্ত বোর্ডের তহবিলে জমা পড়েনি। তাই বোর্ডের নিজস্ব তহবিল থেকেই ভাতা দেওয়ার কাজ শুরু হল।
ওয়াকফ বোর্ড সূত্রের খবর, এ দিন দুপুরে ইমামদের ভাতা দেওয়া জন্য গঠিত টাস্ক ফোর্সের বৈঠক বসে। প্রথম পর্যায়ে কলকাতার কোন কোন ইমাম ভাতা পাবেন, তা ঠিক হয় ওই বৈঠকেই। তার পরেই মনোনীত ইমামদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা হয়। চেয়ারম্যান জানান, জেলার বিভিন্ন মসজিদের ইমামদের মাসিক ভাতা দেওয়ার ব্যবস্থা হবে জেলা স্তরে। কোনও মসজিদে একাধিক ইমাম থাকতেই পারেন। তবে প্রতি মসজিদে এক জন ইমামই ভাতা পাবেন। প্রবীণতম ইমামকেই ভাতা দেওয়া হবে। তিনি জানান, প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, রাজ্যে ৩০ হাজার ইমাম ভাতা পেতে পারেন। তবে রাজ্যে কত ইমাম আছেন, তার প্রামাণ্য তথ্য নেই। এখনও ছ’হাজারের কিছু বেশি ইমাম ভাতার জন্য আবেদন জানিয়েছেন। |
|
|
|
|
|