টুকরো খবর
আপাতত বন্ধ টোল ট্যাক্স
এক সপ্তাহের জন্য টোল ট্যাক্স নেওয়া বন্ধ রাখল বেলডাঙা পুরসভা। টোল ট্যাক্সের ফি-বৃদ্ধি নিয়ে বিভিন্ন মহলে নানান প্রতিক্রিয়া শুরু হওয়ায় মে মাসের প্রথম সপ্তাহে টোল ট্যাক্স নেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। এ ছাড়াও ব্যবসায়ী সংগঠনগুলোর চাপে বর্ধিত মাসুল কীভাবে কমানো যায় তার জন্য চিন্তাভাবনাও শুরু করেছে পুরকর্তৃপক্ষ। এপ্রিলের তৃতীয় সপ্তাহের পর থেকে শহরের তিনটি প্রধান রাস্তায় টোল-গেট বসিয়ে পণ্যবাহী গাড়ি থেকে কর আদায় শুরু করে পুরসভা। কিন্তু ব্যবসায়ী সংগঠন ও শহরের বাসিন্দারা দাবি করেন, পরিষেবা ও উন্নয়নের থেকে কর আদায়ে বেশি আগ্রহী পুরসভা। ফি বৃদ্ধির তীব্র প্রতিবাদ করে রীতিমতো আন্দোলনের হুমকিও দেন তাঁরা। এরপরেই পুরসভার এই সিদ্ধান্ত। বেলডাঙার পুরপ্রধান কংগ্রেসের অনুপমা সরকার বলেন, “টোল গেট পরীক্ষামূলকভাবে কয়েকদিন চালু রাখার পরে সাত দিন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। গেট শহরের কোথায় বসালে তা আরও বেশি উপযোগী হবে তাও খতিয়ে দেখা হচ্ছে।” তিনি আরও জানান, ট্রেড লাইসেন্স ফি নিয়ে আলোচনার জন্য বিভিন্ন ব্যবসায়ী সংগঠনকে ডাকা হয়েছে। মে মাসের মধ্যেই মিটিং করে লাইসেন্স ফি কিছুটা কমানো যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রধান শিক্ষককে কটুক্তি, নালিশ
প্রধান শিক্ষককে কটূক্তি করার অভিযোগ উঠল পঞ্চায়েত সমিতির তৃণমূলের এক কর্মাধ্যক্ষের বিরুদ্ধে। বুধবার রাতে গাংনাপুরের মাঝের গ্রামের ঘটনা। গৌরিসাইল গৌরিপুর আনন্দ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক অসিত বসু বৃহস্পতিবার ওই অভিযোগ করেছেন রানাঘাট-২ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ তারক সরকারের বিরুদ্ধে। অসিতবাবুর বাড়ি উত্তর ২৪ পরগণার বাগদা। মাঝের গ্রামে ঘর ভাড়া নিয়ে থাকেন তিনি। এ দিনও রাতে বাড়ি ফেরার সময়ে তারক তাঁকে গালিগালাজ করে বলে অভিযোগ। অসিতবাবু বলেন, “তারক স্থানীয় বাসিন্দা। তিনি সবসময় চান স্কুল তাঁর পরামর্শ মতো চলুক। কিন্তু তা না হওয়ায় আক্রোশে আমাকে হেনস্থা করেন। মারধরের চেষ্টাও করে।” তবে অভিযোগ উড়িয়ে দিয়েছেন তারকবাবু। তিনি বলেন, “কাউকে মারতে যাইনি। প্রায় ৪ হাজার টাকা খরচ করে বিদ্যালয়ের ৬টি গাছ কাটা হয়েছে। সে ব্যাপারেই সুকুমারবাবুকে জিজ্ঞেস করতে গিয়েছিলাম। কিন্তু ওই প্রধান শিক্ষক চিৎকার শুরু করেন। তখনই সামান্য তর্কাতর্কি হয়।”

পুড়িয়ে মারার চেষ্টায় ধৃত
এক মহিলাকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল শ্বশুরবাড়ির লোকজন। পুলিশে এ ব্যাপারে অভিযোগ করায় মহিলার ননদ এবং ননদাইকে ইতিমধ্যেই গ্রেফতারও করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকেই ফেরার মহিলার স্বামী, শ্বাশুড়ি। বছর আটেক আগে নিলুফা বিবির বিয়ে হয় পুখুরিয়ার কামালউদ্দিন শেখের সঙ্গে। সেনাবাহিনীতে কাজ করেন কামালউদ্দিন। বিয়ের পর থেকেই শারীরিক ও মানসিক অত্যাচার শুরু হয় বলে অভিযোগ। নিলুফা বিবির ভাই জয়িনুদ্দিন বিশ্বাস বলেন, “বুধবার রাতে দিদির গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় সকলে।” আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝড়ে ক্ষয়ক্ষতি
কালবৈশাখীর ঝড়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সুতিতে। অরঙ্গাবাদ ব্যাঙডুবি হাটপাড়ায় একটি আমগাছ উপড়ে গিয়ে আহত হয়েছে তিন জন। সকলেরই বয়স ১৩। ঝড়ের সময় বাগানে আম কুড়োতে গিয়েছিল তারা। এদের মধ্যে নুরসেবা খাতুন নামে এক কিশোরীকে আশঙ্কাজনক অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সুতি-২ ব্লকের বিডিও সুকুমার বৈদ্য বলেন, “বৃহস্পতিবার বিকেলের ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উমরাপুর, কাশিমনগর ও মহেশাইল-২ পঞ্চায়েতের গ্রামগুলি। পঞ্চায়েত প্রধানদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে প্রায় ৫৫০টি বাড়িক টিনের ও খড়ের চাল উড়ে গিয়েছে। শুক্রবারের মধ্যে সমস্ত পঞ্চায়েতকে রিপোর্ট দিতে বলা হয়েছে।”

প্রতারণায় ধৃত
ব্যাঙ্কে চাকরি দেওয়ার নাম করে এক যুবকের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা হলেন চাকদহের সরীবপুরের সইফুর জামান মণ্ডল ও রানাঘাটের রায়নগরের সুফল বিশ্বাস। পুলিশ জানায়, বিভিন্ন বেসরকারি ব্যাঙ্কে চাকরি দেওয়ার নাম করে কৃষ্ণনগর স্টেশনের কাছে রীতিমতো অফিস খুলে বসেছিল এরা। কাগজে বিজ্ঞাপনও দিত। ১১৭ জনের কাছ থেকে তারা প্রাথমিকভাবে বেশ কয়েক হাজার টাকা সংগ্রহ করে।

রাঁধুনি নিয়োগ নিয়ে বিক্ষোভ
রাঁধুনি নিয়োগ সংক্রান্ত বিতর্কের জেরে নাকাশিপাড়ার হরিনারায়নপুর জনকল্যাণ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির সম্পাদককে প্রায় সাড়ে তিন ঘণ্টা তালা বন্ধ করে বিক্ষোভ দেখাল গ্রামবাসীদের একাংশ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্কুলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের মিড-ডে মিলের রান্নার জন্য আট জনকে বাছা হয়। বুধবার সেই নামের তালিকা টাঙানো হয় স্কুলে। কিন্তু গ্রাম বাসীদের একাংশ তালিকা বাতিলের দাবিতে বিক্ষোভ দেখায়। প্রধান শিক্ষক সাধন দত্ত বলেন, “ব্লক অফিস থেকে তালিকা তৈরি করা হয়েছে। তাই প্যানেল বাতিলের প্রশ্ন নেই।” তাঁর অভিযোগ, তালা বন্ধ করে হেনস্থা করা হয়েছে তাঁকে।

দুর্ঘটনায় মৃত
মোটর সাইকেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। নাম রাজেশ শেখ (১৫) ও টোটন শেখ (১৫)। বাড়ি বড়ঞার বেলগ্রামে। বৃহস্পতিবার বিকেলে বাহাদুরপুর-কুলি বাদশাহি সড়কে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি টেলিফোনের খুঁটিতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যায় রাজেশ। টোটনকে জখম অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মারা যায় সে।

নকশাল বন্ধ
শান্তিপুরে চার দলীয় কর্মী খুনের ঘটনার প্রতিবাদে এ বছরও বন্ধ পালন করল সিপিআই(এমএল)। তবে এ দিনের বন্ধে দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কোনও প্রভাব পড়েনি। সকালের দিকে বিভিন্ন রুটের বাস চলাচল কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে তা স্বাভাবিক হয়ে যায়।

দুর্ঘটনায় মৃত্যু
মোটর সাইকেলের সঙ্গে লরির সংঘর্ষে মৃত্যু হয়েছে তোহারুল শেখ (২৬) নামে এক যুবকের। বুধবার দুপুরে বীরভূমের সিউড়ি থেকে মোটর বাইক নিয়ে ফেরার সময়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের ভরকুণ্ডার কাছে দুর্ঘটনাটি ঘটে। তোহারুলের বাড়ি ফরাক্কার অর্জুনপুরে। তাঁকে জখম অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।

কার্নিশ ভেঙে মৃত্যু
কার্নিশ ভেঙে পড়ে গিয়ে মারা গিয়েছে সরিফুল শেখ (১১) নামে এক বালক। বুধবার বড়ঞার গ্রামশালিকার ঘটনা। এ দিন বিকেলে খেলতে গিয়ে এলাকার একটি বাড়ির কার্নিশ থেকে পড়ে যায় সে। কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হসে সেখানেই তার মৃত্যু হয়।

গাড়ির ধাক্কায় মৃত্যু
গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে টগরি বিবি (৩২) নামে এক মহিলার। বুধবার জঙ্গিপুর-লালগোলা রাজ্য সড়কের রামপুরার কাছে দুর্ঘটনা।

বাজ পড়ে মৃত্যু
বাজ পড়ে বুধবার সন্ধ্যায় মৃত্যু হল প্রহ্লাদ রায় (২৭) নামে এক যুবকের। বাড়ি হাঁসখালির দুর্গাবাড়ি গ্রামে।

আহত বন্দি
ফ্যান মাথায় পড়ে আহত হয়েছেন জয়ন্ত সাহা নামে বিচারাধীন এক বন্দি। বৃহস্পতিবার সকালে নদিয়ার রানাঘাট উপ-সংশোধনাগারের ঘটনা। জয়ন্তকে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জেলের সুপার ও রানাঘাটের মহকুমাশাসক সুমনকুমার ঘোষ বলেন, “এ দিন সকালে হঠাৎই ফ্যানটা খুলে পড়ে ওই বন্দির মাথায়। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।” কয়েক দিন আগে রানাঘাটের রথতলা থেকে জয়ন্তকে অস্ত্র-সহ গ্রেফতার করেছিল পুলিশ।

পিস্তল-সহ ধৃত
একটি পিস্তল-সহ সেলিমপুর বটতলা থেকে বৃহস্পতিবার জারদিস শেখ নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে ৫ রাউন্ড গুলিও মিলেছে বলে জানা গিয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.