তিন বছর শূন্য হাতে থাকার পরে আবার লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ কোচ মোরিনহো রিয়ালে আসার পর এই প্রথম লিগ পেলেন তিনি। চারটি দেশে কোচিং করিয়ে তাঁর সপ্তম লিগ। এর আগে নিজের দেশের পোর্তো ছাড়া ইংল্যান্ডে চেলসি, ইতালিতে ইন্টার মিলানকে লিগ জেতান তিনি। মোরিনহোর আগে ত্রাপাত্তোনি ও আর্নস্ট হ্যাপলের এই কৃতিত্ব আছে। ম্যাচ জিতে মোরিনহো এ দিন সাংবাদিকদের সাতটি আঙুল দেখান। কদিন পরে ইউরোপা লিগ ফাইনালে খেলবে আথলেতিক বিলবাও। তাদের ৩-০ উড়িয়ে দিল রিয়াল। গোল করলেন ইগুয়াইন, ওজিল এবং রোনাল্ডো। রিয়াল যদি শেষ দুটো ম্যাচ জেতে, তা হলে তাদের পয়েন্ট হবে ১০০। যা আগে কোনও দল করেনি। বার্সেলোনা ৯৯ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে। রিয়াল ইতিমধ্যেই ১১৫ গোল করে সর্বোচ্চ গোল করার নজির গড়েছে। লা লিগায় এখন কৌতূহল রোনাল্ডো বনাম মেসির গোলের লড়াই। এ দিন মেসির হ্যাটট্রিকে মায়াগাকে ৪-১ হারাল লিগ রানার্স বার্সেলোনা। মেসি এ দিন মরসুমে ৬৮ গোল করে টপকে গেলেন গার্ড মুলারের ৬৭ গোলকে। পিছনে পড়ে গেলেন পেলে-ও (৬৬)। মুলারের রেকর্ডটি ছিল প্রায় চল্লিশ বছর আগে। লা লিগায় মেসির গোল ৪৬, রোনাল্ডোর ৪৪। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পেনাল্টি নষ্ট করলেও, এ দিন মায়াগার বিরুদ্ধে দুটি পেনাল্টি গোল করেন মেসি।
|
টোলগে ওজবের বিকল্প ফুটবলারের খোঁজে নেমে পড়ল ইস্টবেঙ্গল। আর টোলগেদের বিরুদ্ধে কয়েক সপ্তাহ আগে হ্যাটট্রিক করা চিরাগ কেরলের নাইজিরিয়ান স্ট্রাইকার ডেভিড সানডের সঙ্গে চুক্তি করল মহমেডান। দশ জন এজেন্টের পাঠানো কুড়ি বিদেশি ফুটবলারের জীবনপঞ্জী থেকে ঝাড়াই বাছাইয়ের কাজ শুরু হয়ে গেল বৃহস্পতিবার থেকেই। টোলগেকে পাওয়া যাবে না ধরে নিয়েই দু’জন স্ট্রাইকারই নেওয়া হবে সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে একজন এশীয় কোনও দেশের থেকে। পুণে থেকে আই লিগের শেষ ম্যাচ খেলে ফেরার পর কোচ ট্রেভর মর্গ্যানের সঙ্গে আলোচনায় বসবেন কর্তারা। ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্য বললেন, “টোলগে থাকলে ভাল। না হলে দু’জন স্ট্রাইকার নেওয়া হবে। মর্গ্যানের সঙ্গে ৬ মে আলোচনার পর কাদের নেওয়া হবে তা নিয়ে সিদ্ধান্ত হবে।” শোনা যাচ্ছিল লাল হলুদ কোচ ঘনিষ্ঠ মহলে এডমিলসনকে চতুর্থ বিদেশি হিসাবে নেওয়ার কথা আলোচনা করছেন। ফুটবল সচিব অবশ্য সেই সম্ভবনা উড়িয়ে দিয়েছেন। এ দিন সকালেই পুণে গেল মর্গ্যানের দল। ৫ মে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে খেলতে। চোটের জন্য দলের সঙ্গে যাননি পেন এবং সৌমিক দে। এরই মধ্যে আই লিগ থেকে নেমে যাওয়া দু’টি দল থেকে দুই বিদেশি নিল মহমেডান। মহমেডান কর্তারা চুক্তি করলেন কেরলের সানডে এবং হ্যালের স্টপার ফেনির সঙ্গে। এ দিকে, মোহনবাগান মাঠে সবুজ-মেরুন স্বপ্নের উদ্যোগে কিংবদন্তি ফুটবলার গোষ্ঠ পালকে নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সেখানে গোষ্ঠবাবুর ব্যবহৃত খেলার সামগ্রী রাখা হয়।
|
স্পট ফিক্সিং কাণ্ডে শাস্তি পাওয়া মহম্মদ আসিফ আজ ব্রিটেনের জেল থেকে মুক্তি পেলেন। ঊনত্রিশ বছরের পেসারের এক বছরের কারাদণ্ডের অর্ধেক মেয়াদ শেষ হয় এ দিন। জেল থেকে বেরোলেও আইসিসি-র নির্দেশে সাত বছরের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত পাক ক্রিকেটারের মাঠে ফেরার রাস্তা এখনও খুব কঠিন।
|
বিলিয়ার্ডসের সঙ্গে এ বার স্নুকারেও পেশাদার সার্কিটে নেমে পড়লেন পঙ্কজ আডবাণী। এই মুহূর্তে পঙ্কজই বিশ্বের একমাত্র কিউ স্পোর্টস বিশেষজ্ঞ যিনি বিলিয়ার্ডস এবং স্নুকার, দু’টোতেই পেশাদার ট্যুরে খেলছেন। সম্প্রতি দোহায় এশীয় স্নুকার চ্যাম্পিয়নশিপে রানার্স হওয়ার পরে পেশাদার লিগে নামার সিদ্ধান্ত নেন পঙ্কজ। এমন এক নজির গড়ার পরের দিন, শুক্রবার কলকাতায় পা রাখছেন সাত বারের বিশ্বচ্যাম্পিয়ন। সঙ্গে আর এক কিংবদন্তি গীত শেঠি। সদ্য এশীয় স্নুকার চ্যাম্পিয়ন হওয়া আদিত্য মেটা।
|
সন্তোষ ট্রফির জন্য বাংলার আবাসিক শিবির সামনের সপ্তাহে শুরু হবে পৈলানে। যেখানে আই লিগের পৈলান অ্যারেজ টিম থাকে এবং অনুশীলন করে। কোচ সাব্বির আলির অধীনে ৩০ জনকে নিয়ে এই শিবির শুরু হবে।
|
কলকাতা জেলা দাবা সংস্থার পরিচালনায় সত্যজিৎ রায় র্যাপিড দাবায় চ্যাম্পিয়ন হলেন লাল্টু চট্টোপাধ্যায়। |