টুকরো খবর
বেহাল রাস্তা সারানোর দাবি বাউড়িয়ায়
ছবি: রমাপ্রসাদ গঙ্গোপাধ্যায়।
প্রায় দু’বছর ধরে বেহাল বাউড়িয়া স্টেশন রোড। বাউড়িয়া স্টেশন থেকে ফোর্ড গ্লস্টার গেট পর্যন্ত এক কিলোমিটার রাস্তাটির নানা জায়গায় পিচ উঠে গিয়ে গর্ত হয়ে গিয়েছে। যাতায়াতে সমস্যা হচ্ছে মানুষের। প্রায়ই নানা কারণে রাস্তা খোঁড়াখুঁড়ির জেরে সমস্যা আরও জটিল হচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। মাঝে মধ্যে জোড়াতালি দেওয়া ছাড়া পাকাপাকি সংস্কারের কোনও ব্যবস্থা হয়নি দীর্ঘ দিন। অথচ, এই রাস্তা দিয়ে প্রতি দিন প্রচুর ভারি গাড়ি যাতায়াত করে। বেহাল রাস্তার কারণে দুর্ঘটনা লেগেই আছে। অথচ, রাস্তা সারানো হচ্ছে না। সাধারণ মানুষের দুর্দশার একশেষ। গাড়ি মালিক, চালকেরাও তিতিবিরক্ত। অবিলম্বে রাস্তা সারানোর দাবি তুলেছেন তাঁরা। রাস্তাটি দেখভালের কথা উলুবেড়িয়া পুরসভার। পুরপ্রধান দেবদাস ঘোষ বলেন, “ওই রাস্তা মেরামতের জন্য ৩৭ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। শীঘ্রই কাজ শুরু হবে।” আপাতত পুরপ্রধানের এই প্রতিশ্রুতির উপরে ভরসা রাখা ছাড়া গত্যন্তর নেই এলাকার মানুষের।

সিপিএম ও তৃণমূলের সংঘর্ষে গ্রেফতার ২
খানাকুলের বলপাই গ্রামে সিপিএম-তৃণমূল সংঘর্ষের ঘটনায় বুধবার রাতে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, ধৃতদের নাম সমর গায়েন এবং সুভাষ গায়েন। ধৃতেরা সিপিএম সমর্থক হিসেবে পরিচিত। সিপিএমের অভিযোগ, পুলিশ মিথ্যা মামলায় দলীয় সমর্থকদের গ্রেফতার করেছে। অথচ, অভিযুক্ত তৃণমূল সমর্থকেরা ঘুরে বেড়াচ্ছে। পুলিশ জানায়, অভিযুক্ত সকলকেই ধরা হবে। মে দিবসের পতাকা তোলাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে অশান্তি হয় বলপাই গ্রামে। সিপিএমের তোলা দলীয় পতাকা তৃণমূল কর্মী-সমর্থকেরা নামিয়ে দেন বলে অভিযোগ। এ নিয়ে সন্ধ্যায় দু’পক্ষের সংঘর্ষ বাধে। তৃণমূলের অভিযোগ, রাতে সিপিএমের লোকজন তাদের কয়েক জন কর্মী-সমর্থকের বাড়িতে হামলা চালায়। সিপিএমের পাল্টা অভিযোগ, তৃণমূলের লোকেরা তাদের কর্মীদের বাড়িতে ভাঙচুর চালিয়ে মারধর করে। ঘটনার তদন্তে নেমে দু’জনকে গ্রেফতার করে পুলিশ।

শিক্ষক ধৃত
পরীক্ষায় ফেল করানোর ভয় দেখিয়ে ছাত্রদের অশালীন কাজে লিপ্ত করা ও তাদের যৌন হেনস্থার অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। বৃহস্পতিবার বেলুড় বয়েজ হাই স্কুলে ওই শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান অভিভাবকেরা। তাঁদের লিখিত অভিযোগের ভিত্তিতে স্কুল থেকেই ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃত দেবাশিস দাস বালির বাসিন্দা। তাঁকে সাসপেন্ড করেছেন স্কুল কর্তৃপক্ষও। অভিভাবকদের অভিযোগ, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্রদের সঙ্গে কিছু দিন ধরেই এমন আচরণ করছেন তিনি। হাওড়া সিটি পুলিশের ডিসি (সদর) নিশাদ পারভেজ বলেন, “নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।” স্কুল সূত্রে খবর, আগেও চার মাসের জন্য দেবাশিসবাবু সাসপেন্ড হন।

সদ্যোজাত উদ্ধার
প্রাথমিক বিদ্যালয়ের দালানে পড়ে ছিল মাস খানেকের শিশুকন্যাটি। তার কান্না শুনে এগিয়ে আসেন স্থানীয় মানুষ। খবর দেওয়া হয় পুলিশকে। শিশুটিকে উদ্ধার করে পাঠানো হয়েছে লিলুয়ার একটি হোমে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেচে আমতার জয়পুরের দুর্গাপুর গ্রামে। দুর্গাপুর নিম্ন বুনিয়াদি প্রাথমিক স্কুলের বারান্দায় পড়েছিল শিশুটি। প্রাতর্ভ্রমণকারীদের তা চোখে পড়ে।

বজ্রাঘাতে মৃত্যু
বজ্রাঘাতে মৃত্যু হল এক জনের। বুধবার রাতে আরামবাগের সারাটি গ্রামের বাসিন্দা রবীন মালিক (৪২) নামে ওই ব্যক্তি সাইকেলে বাড়ি ফিরছিলেন। তখনই দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে।

কেপমার গ্রেফতার
কেপমারির অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার হল। বৃহস্পতিবার, বেলুড় ডন বসকো এলাকা থেকে। ধৃত নারায়ণ স্বামী ব্যান্ডেলের বাসিন্দা। পুলিশ জানায়, এ দিন দুপুরে অভয় গুহ রোডের বাসিন্দা সুরেশ সিংহ ব্যাঙ্ক থেকে ২৫ হাজার টাকা তুলে বেরোন। অভিযোগ, কিছু দূর যেতেই নারায়ণ ও অপরিচিত এক ব্যক্তি সুরেশবাবুর টাকার ব্যাগ ছিনিয়ে পালায়। এলাকায় টহলরত বালি থানার সাব-ইনস্পেক্টর পরিমল নন্দী, কয়েক জন পুলিশকর্মী ও পথচারীরা ওই দু’জনকে তাড়া করেন। ধরা পড়ে নারায়ণ। তার থেকে ৫০০০ টাকা মিলেছে। অন্য জনের খোঁজ চলছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.