৪৬৪ কোটি নয়ছয়, ধৃত দুই কেন্দ্রীয় কর্তা |
কলকাতা থেকে কেন্দ্রীয় সরকারের দুই উচ্চপদস্থ আধিকারিক এবং এক বিমা এজেন্টকে গ্রেফতার করে নিয়ে গেল সিবিআই। মুম্বইয়ে ওই তিন জনকে আদালতে তোলা হয়। ১০ মে পর্যন্ত তাঁদের পুলিশি হাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। সিবিআই সূত্রের খবর, ইস্পাত মন্ত্রকের অধীনে এমএসটিসি (মেটাল স্ক্র্যাপ ট্রেড কর্পোরেশন)-র প্রাক্তন এই দুই কর্তা মলয় সেনগুপ্ত ও তাপস বসু এবং এক বিমা এজেন্ট শৈলেন্দ্র সিংহের বিরুদ্ধে সংস্থার ৪৬৪ কোটি টাকা নয়ছয়ের অভিযোগ রয়েছে। সিবিআই জানিয়েছে, ২০০৬ সালের পরে ছ’টি রফতানি সংস্থা জাল নথি পেশ করে এমএসটিসি থেকে রফতানির বরাত পায়। অভিযোগ, এই ঘটনায় জড়িত ছিলেন সেই সময়ের সিএমডি মলয়বাবু এবং সিজিএম তাপসবাবু। ডিজিএম উৎপল সরকারও তাঁদের সঙ্গে ছিলেন বলে অভিযোগ। তাঁকে এখনও খুঁজে পায়নি সিবিআই। তদন্তে সিবিআই জানতে পারে, দিল্লির এক সমবায় ব্যাঙ্কের কর্তা এই নয়ছয়ের সঙ্গে জড়িত। ব্যাঙ্কের সেই কর্তা, তাঁর স্ত্রী-সহ ছ’জনকে গ্রেফতার করা হয়।
|
কালীঘাটে বধূ-নিগ্রহের ঘটনায় ফেরার শাশুড়ি, ভাশুর, জা এবং তাঁর মেয়ের সন্ধান মিলল পটনায়। তাঁদের ধরতে বৃহস্পতিবার রাতেই কলকাতা পুলিশের দল পটনা রওনা হয়ে যায়। ২৩ এপ্রিল রাতে কালীঘাটের এক মহিলা শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ জানাতে থানায় যান। নির্যাতিতাকে সাহায্য না-করে থানার অতিরিক্ত ওসি অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ। সংবাদমাধ্যমে সেই খবর প্রকাশের পরে মহিলার স্বামীকে গ্রেফতার করা হয়। কিন্তু পুলিশের মদতেই অন্য অভিযুক্তেরা পালিয়ে যান বলে অভিযোগ ওঠে।
|
সবেতেই কি মাওবাদী ভূত দেখছে পুলিশ, প্রশ্ন কোর্টের |
তিলজলার নোনাডাঙায় বস্তি উচ্ছেদকে কেন্দ্র করে গোলমালের পরে পুলিশ কি সব কিছুতেই ‘মাওবাদী ভূত’ দেখতে পাচ্ছে? প্রশ্ন তুলল খাস আদালতই। নোনাডাঙার আন্দোলনে ধৃত পাঁচ মহিলা-সহ ১১ জন অভিযুক্তকে বৃহস্পতিবার আলিপুরে অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট ফটিকচন্দ্র মণ্ডলের আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী তপন সাহা ধৃতদের জামিনের বিরোধিতা করে আদালতে বলেন, অভিযুক্তদের জামিন দিলে খুবই বিপজ্জনক হবে। ওখানে অনেক আগ্নেয়াস্ত্র মজুত হচ্ছে বলে পুলিশ জেনেছে। মাওবাদীদের সঙ্গে তাঁদের যোগাযোগ আছে বলেও অভিযোগ করেন তিনি। অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট তখনই সরকার পক্ষকে প্রশ্ন করেন, কারও কারও হাতে যদি ইটপাটকেল থাকে আর তা দেখেই পুলিশ যদি লাঠি উঁচিয়ে তাড়া করে, তা হলে কি ওই সব লোকও মাওবাদী হয়ে যাবে? বিচারক জানতে চান, পুলিশ কি সব কিছুতেই মাওবাদী ভূত দেখতে পাচ্ছে? ২৮ এপ্রিল নোনাডাঙায় উচ্ছেদ অভিযানকে ঘিরে গণ্ডগোলের পুলিশ ঘটনাস্থল থেকে ওই ১১ অভিযুক্তকে গ্রেফতার করে। কোর্টের আদেশে তাঁদের পুলিশি হাজতে রাখার পরে এ দিন ফের তাঁদের আদালতে হাজির করানো হয়।
|
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বই জাল করার অভিযোগে গ্রেফতার হলেন এক ব্যক্তি। ধৃত সাহেব সাহু দিল্লির একটি প্রকাশনা সংস্থার কলকাতার ডিস্ট্রিবিউটর। তাঁর ডেকার্স লেনের দোকান থেকে কিছু বই বাজেয়াপ্ত হয়েছে। পুলিশ জানায়, কলকাতার এক প্রকাশনা সংস্থার তরফে সুধাংশু দে নামে এক ব্যক্তি বই জাল করার অভিযোগ করেন। তদন্তে গোয়েন্দারা জানতে পারেন, মুখ্যমন্ত্রীর লেখা সাতটি বই থেকে কবিতা নিয়ে দু’টি বই ছাপানো হয়েছে। দিল্লির যে প্রকাশনা সংস্থা থেকে বইগুলি ছাপা হয়েছে তার মালিকেরও খোঁজ চলছে।
|
টাকা ও গয়না চুরির অভিযোগে শাকির আলম নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, তার কাছে ১৫ ভরি গয়না ও টাকা পাওয়া গিয়েছে। |