টুকরো খবর
টি সি জি-র সালিশি আদালতে যাওয়া নিয়ে প্রশ্ন হাইকোর্টে
পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের সংস্থা দ্য চ্যাটার্জি গ্রুপ (টিসিজি)-এর বিরুদ্ধে দায়ের করা হলদিয়া পেট্রোকেমিক্যালসের মামলা বৃহস্পতিবার শুরু হল কলকাতা হাইকোর্টে। হলদিয়া পেট্রোকেমের পক্ষে আইনজীবী প্রতাপ চট্টোপাধ্যায় বলেন, রাজ্যের হাতে সংস্থার ১৫ কোটি ৫০ লক্ষ শেয়ার আছে। যার মালিকানা হাতে নেওয়া নিয়েই টানাপোড়েন টিসিজি-র সঙ্গে। এ ছাড়া পূর্ণেন্দুুবাবু ২০০৫-এ এক চুক্তিতে জানিয়েছিলেন সংস্থার রুগ্ণ অবস্থা কাটাতে তিনি লগ্নি আনবেন। কিন্তু তিনি তা পারেননি। অবস্থা সামাল দিতে রাজ্যকে ঋণ করতে হয়। এই সমস্যা নিয়ে আগে হাইকোর্ট ও সুুপ্রিম কোর্টেও মামলা হয়। দু’টিতেই হলদিয়া পেট্রো-র জয় হয়। এখন টিসিজি আন্তর্জাতিক সালিশি আদালতে মামলা করেছে। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় পূর্ণেন্দু চট্টোপাধ্যয়ের আইনজীবী সুদীপ্ত সরকারের কাছে জানতে চান, তাঁদের কি দেশের বিচার ব্যবস্থার ওপর আস্থা নেই। সুদীপ্তবাবু বলেন, সুপ্রিম কোর্টের পরেও আন্তর্জাতিক সালিশি আদালতে যাওয়া যায়। এতে আইনি বাধা নেই। তাঁর মক্কেল মনে করেছেন, দেশের সর্বোচ্চ আদালতের রায়ের পরে এ বার প্যরিসে আন্তর্জাতিক আদালতে বিচারের জন্য যাবেন। এ প্রসঙ্গে প্রতাপবাবু বলেন, টিসিজি-র আন্তর্জাতিক সালিশি আদালতে যাওয়ার যৌক্তিকতা নেই। কারণ ২০১১ সালের সেপ্টেম্বরেই সুপ্রিম কোর্ট তার রায়ে টিসিজি-র তরফে ওই শেয়ার হাতে নেওয়ার আর্জি খারিজ করে দেয়। আজ শুক্রবারেও এই মামলার শুনানি চলবে।

তাইওয়ানের বাণিজ্য কেন্দ্র শহরে শীঘ্রই
পশ্চিমবঙ্গকে তাদের শিল্প-মানচিত্রে চায় তাইওয়ান। তাই বৃহস্পতিবার মহাকরণে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন তাইওয়ানের রাষ্ট্রদূত তথা তাইপে অর্থনীতি ও সংস্কৃতি কেন্দ্রের প্রতিনিধি ওয়েনচি ওং। ফিকি-র মাধ্যমেই এ দিনের বৈঠক আয়োজন করা হয়। সেপ্টেম্বরেই পার্ক স্ট্রিটে তাইওয়ানের বাণিজ্য কেন্দ্র গড়ে উঠবে বলে জানিয়েন ওং। তাঁর আশা, ওই কেন্দ্রের মাধ্যমে পারস্পরিক লগ্নির দরজা খুলবে। পাথর্বাবু বলেন, “রাজ্য সব রকম সাহায্য করবে তাইওয়ান -এর শিল্পপতিদের। অটো-হাব, অ্যাকোয়া কালচার, হার্ডওয়ার, খাদ্য প্রক্রিয়াকরণের মতো শিল্পে লগ্নি নিয়ে কথা হয়েছে।” তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ, গুজরাত ইত্যাদি রাজ্যে পা রেখেছে তাইওয়ানের নানা সংস্থা। ফিকি সূত্রে খবর, সে দেশের ৭০টি ব্র্যান্ড ২০ হাজারের বেশি কাজ তৈরি করেছে তামিলনাডুতে। ওং বলেন, “চিন, আসিয়ান দেশগুলির পরে লগ্নির জন্য তাইওয়ানের লক্ষ্য ভারত। আর কলকাতায় চিনা বংশোদ্ভূতদের উপস্থিতির জন্য এ রাজ্যে দু’দেশের সাংস্কৃতিক সেতু তৈরি।” বাম আমলেও তাইওয়ান প্রতিনিধিরা এসেছিলেন। তখন আসন্ন বিধানসভা ভোটের জন্য কাজ এগোয়নি।

বর্জ্য থেকে সিমেন্ট তৈরিতে জোর বিড়লা কর্পের
বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বর্জ্য, ছাই বা ফ্লাই অ্যাশ এবং ইস্পাত কারখানার বর্জ্য, স্লাগকেই সিমেন্ট তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করার উপর জোর দেওয়ার পরিকল্পনা করেছে বিড়লা কর্পোরেশন। গত আর্থিক বছরে সংস্থাটি তাদের মোট সিমেন্ট উৎপাদনের ৮৯.০৮ শতাংশই করেছে ওই দুই কাঁচামাল থেকে। এ দিকে, ২০১১-’১২ সালে সংস্থার মোট আয় বাড়লেও, কমে গিয়েছে মুনাফা। ওই আর্থিক বছরে শেয়ারহোন্ডারদের মোট ৬০ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটির পরিচালন পর্ষদ।

নতুন টেলিভিশন
দেশে ‘স্মার্ট’ এলইডি ও প্লাজমা টিভি আনল স্যামসাং। রিমোট ছাড়াই কথা বলে বা ইঙ্গিতের মাধ্যমে এগুলি চালানো, বন্ধ করা যাবে বলে দাবি সংস্থার।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.