দলীয় পঞ্চায়েত সদস্যদের ভোটে হার প্রধানের |
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
আস্থা ভোটে ৯-০ ফলে সরতে হল তৃণমূলের প্রধানকে। ১৩ আসন বিশিষ্ট তৃণমূলের দখলে থাকা সিউড়ি ১ নম্বর ব্লকের তিলপাড়া পঞ্চায়েতে বৃহস্পতিবার আস্থা ভোট হয়। সেখানে তৃণমূলেরই আট জন সদস্য এবং কংগ্রেসের এক কাউন্সিলর প্রধানের বিরুদ্ধে ভোট দিয়েছেন। প্রধান সন্ধ্যা দাই-সহ সিপিএম ও তৃণমূলের একজন করে সদস্য এ দিন ভোটাভুটিতে যোগ দেননি। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, ১৩ আসনের মধ্যে তৃণমূলের ১১, কংগ্রেস ও সিপিএম ১টি করে আসন পায়। তবে তৃণমূলের এক জন সদস্য আগেই মারা গিয়েছেন। পঞ্চায়েতের কাজে অসহযোগিতা-সহ নানা অভিযোগে গত ১৮ এপ্রিল সন্ধ্যাদেবীর বিরুদ্ধে দলীয় ৮ সদস্য-সহ এক কংগ্রেস সদস্য অনাস্থা এনেছিলেন। তাঁদের নেতৃত্বে ছিলেন উপপ্রধান আতাউর রহমান। আতাউর রহমানের অভিযোগ, “প্রধান ঠিক মতো কাজ করতে পারছিলেন না বলেই তাঁকে সরে যেতে অনুরোধ করা হয়েছিল। কিন্তু উনি পদ ছাড়তে রাজি হলেন না।” তাঁর আরও দাবি, “পঞ্চায়েত এলাকার উন্নয়নের স্বার্থেই দলের প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনতে হয়েছে।” ভোটকে ঘিরে গণ্ডগোলের আশঙ্কায় প্রশাসনের তরফে এ দিন পঞ্চায়েত চত্বরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। বিডিও বিনায়ক চৌধুরী বলেন, “গণ্ডগোল এড়াতে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছিল।” প্রধানের সঙ্গে এ দিন বার বার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।
|
বোলপুর আদালতের ভবন নির্মাণে অর্থ |
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
বোলপুর আদালতে নতুন ভবন নির্মাণের জন্য প্রায় ৪ কোটি ৭৫ লক্ষ টাকা অনুদান মঞ্জুর করল রাজ্য সরকার। সেই সঙ্গে বোলপুরে আরও একটি জেএম আদালত হবে। বুধবার এ কথা জানান বার অ্যাসোসিয়েশনের সম্পাদক তপনকুমার দে। তাঁর দাবি, “রাজ্যের তৎকালীন পঞ্চায়েত দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে বিষয়টি জানানো হয়েছিল।” অ্যাসোসিয়েশনের সভাপতি দেবকুমার দত্ত জানান, এই ভবন সংস্কার করা-সহ আদালতের নতুন ভবনের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানানো হচ্ছিল। এ দিকে তপনবাবু আরও বলেন, “কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে চলা ফাস্ট ট্রাক আদালত তুলে নেওয়ার কথা চলছে। তারমধ্যে রাজ্যের ২৪টি ফাস্ট ট্রাক আদালত অতিরিক্ত জেলা আদালতে রূপান্তর হবে। বোলপুর ফাস্ট ট্রাক আদালত যার অন্যতম।” তপনবাবু জানিয়েছেন, জেএম আদালতের সেকেন্ড ক্লাস কোর্টের কাজ অবিলম্বে শুরু হবে।
|
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
খাদানে পড়ে গিয়ে মৃত্যু হল এক যুবকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম দিলীপ মুর্মু (২৮)। বাড়ি ঝাড়খণ্ডের পাকুড় থানা এলাকায়। বুধবার দুর্ঘটনাটি ঘটে ওই থানার সুন্দরপাহাড়ি শিল্পাঞ্চল এলাকায়। গুরুতর জখম অবস্থায় ওই দিন তাঁকে রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হলে পরে সেখানে তাঁর মৃত্যু হয়। |