টুকরো খবর |
ট্রাক চলাচলে নয়া নিয়ন্ত্রণ আসানসোলে
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
পণ্যবাহী ট্রাক চলাচলের উপরে নিয়ন্ত্রণ আরোপ করল পুলিশ। সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত পণ্যবাহী ভারী ট্রাক আসানসোল শহরে ঢুকবে না বলে বিজ্ঞপ্তি জারি করল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। তবে এই সময়সীমা শিথিল দাবি জানিয়েছে আসানসোল বণিকসভা। অন্যথায় ব্যবসা বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে তারা। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন আসানসোলের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়। কমিশনারেটের এডিসিপি (ট্রাফিক) ভাস্কর মুখোপাধ্যায় জানান, শহরবাসী ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই এই নিয়ম চালু হয়েছে। নিয়ম ভাঙলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। বণিকসভার সভাপতি সুব্রত দত্ত অভিযোগ করেন, সারারাত ধরে ব্যবসায়ীরা খাদ্যদ্রব্য-সহ জরুরি পণ্য শহরে আদান-প্রদান করতে পারবেন না। সময়সীমা কিছুটা শিথিল না হলে শহরে খাদ্যদ্রব্য-সহ জরুরি পণ্য ঢুকবে না। তাঁর হুমকি, “সময়সীমা শিথিল না হলে আমরা ব্যবসা বন্ধের পথে যাব।” একই সঙ্গে শহরের বাইরে একটি ট্রাক টার্মিনাল তৈরি করে সেখানে পণ্যবাহী ট্রাক দাঁড় করানো ও পরে সেই পণ্য ছোট গাড়িতে চাপিয়ে শহরে ঢোকানোর দাবি জানায় বণিকসভা। আসানসোলের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায় জানান, এক সপ্তাহের মধ্যে পুলিশ-প্রশাসন ও ব্যবসায়ী মহলের সঙ্গে বৈঠক করে সমস্যার সমাধান করা হবে।
|
বজ্রাঘাতে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
জামুড়িয়ার চুরুলিয়ায় বজ্রাঘাতে মৃত্যু হয়েছে এক দিনমজুরের। জখম আরও দুই। বৃহস্পতিবার ওই ঘটনায় মৃতের নাম শেখ আখতার (৩৫)। মাটি সরিয়ে কয়লার গুঁড়ো বাছার কাজ করছিলেন তিনি। বিকেল সাড়ে ৪টা নাগাদ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। বুধবার সন্ধ্যায় ঝড়বৃষ্টির সময়ে শ্রীধর দাস (৫৬), সুনীল সার (২৮), চম্পা সাঁতরা (৩৪) ও দেবলাল মারান্ডি (৪২) নামে চার জন মারা যান। ভাতারের নাসিগ্রামে খেতের কাজ সেরে ফেরার সময়ে পুকুরে হাত-পা ধুতে যান শ্রীধরবাবু। রায়নার শাঁকটিয়া গ্রামে বাড়ি ফেরার সময়ে রাস্তায় বাজ পড়ে মৃত্যু হয় সুনীলবাবু। পুলিশ জানিয়েছে, বৃষ্টির জন্য দীর্ঘক্ষণ কেউ বেরোতে না পারায় তাঁর দেহ রাস্তাতেই পড়ে ছিল। মাঠে বাজ পড়ে মৃত্যু হয়েছে কুড়মুনের চম্পা সাঁতরার। খেতে কাজ করার সময়েই বাজ পড়ে মৃত্যু হয় দেবলালবাবুর।
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
তামা, পিতল বোঝাই গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মহাদেব বাউরি (৬৭)। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে কুলটি থানার ডিসেরগড়ে। দুর্ঘটনার পরে বাসিন্দারা গাড়িটিতে ভাঙচুর চালান। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাড়ি ও চালককে আটক করেছে পুলিশ। বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, এই গাড়িটি প্রথমে অন্য এক পথচারীকে ধাক্কা মারে। তিনি সামান্য চোট পান। পরে চালক গাড়িটি পিছন দিকে ঘুরিয়ে পালানোর সময় ওই বৃদ্ধকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মারা যান তিনি। চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জেনেছে, তিনি নিরসা থেকে পুরুলিয়ার পারবেলিয়ায় যাচ্ছিলেন। গাড়িতে রাখা বস্তাভর্তি তামা, পিতল কোথা থেকে কী ভাবে নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
|
যৌন নিগ্রহ
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
এক নাবালিকার উপরে যৌন নিগ্রহের অভিযোগ উঠল রানিগঞ্জের ১৮ নম্বর সিপি ধাওড়ার এক ইট ভাটা মালিকের বিরুদ্ধে। ওই নাবালিকার বাবা বুধবার নিমচা ফাঁড়িতে লিখিত অভিযোগে জানান, ইটভাটার মালিক স্বপন গোপ দীর্ঘ দিন তাঁর মেয়েকে কাজ করানোর নামে যৌন নিগ্রহ করছেন। দিন সাতেক আগে তিনি তা দেখে ফেললে স্বপনবাবু তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন। শেষে রানিগঞ্জ পঞ্চায়েতের সভাপতি অভয় উপাধ্যায়ের কাছে যান তিনি। অভয়বাবুর দাবি, “ওই ব্যক্তি তাঁর মেয়ের কাছ থেকে জানতে পারেন এক বছর ধরে তার উপর এমন যৌন নিগ্রহ করছেন স্বপনবাবু। ভয়ে ১২ বছরের নাবালিকা কিছু বলতে পারেনি।” পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। স্বপনবাবুর কাছে বিষয়টি জানতে চাওয়া হলে তাঁর প্রতিক্রিয়া, “আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে।”
|
কুয়োয় পড়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
কোলিয়ারি সংলগ্ন কুয়োয় পড়ে মৃত্যু হল এক খনিকর্মীর। বৃহস্পতিবার ওই দুর্ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার বেলবাঁধ কোলিয়ারিতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম তিরথ হরিজন (৩৮)। এ দিন দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শ্রমিক সংগঠনগুলির নেতৃত্বে মৃতের পোষ্যের চাকরির দাবিতে মৃতদেহ ঘিরে বিক্ষোভ দেখান খনিকর্মীরা। কর্তৃপক্ষ জানিয়েছেন, ইসিএলের নিজস্ব পদ্ধতি মেনেই নিয়োগ করা হবে। |
|