টুকরো খবর
দুর্ঘটনায় বাদ দু’টি পা
ট্রেনে উঠতে গিয়ে দুটি পা খোয়ালেন এক মহিলা। মঙ্গলবার হলদিবাড়ি স্টেশনের ঘটনা। পেশায় সব্জি বিক্রেতা পঞ্চাশ বছর বয়সী ঐ মহিলার নাম শ্যামলী মন্ডল। বাড়ি মুর্শিদাবাদের কান্দিতে। তিনি কয়েকজন প্রতিবশী মহিলার সঙ্গে নিয়মিত তিস্তা-তোর্সা এক্সপ্রেসে সব্জি নিয়ে যেতেন। মঙ্গলবার তিনি হলদিবাড়ি হাট থেকে কয়েক বস্তা লঙ্কা কিনেছিলেন। তাড়াহুড়ো করে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। তাঁর পায়ের ওপর দিয়ে ট্রেনের চাকা চলে যায়। তাঁকে প্রথমে হলদিবাড়ি হাসপাতালে, সেখান থেকে জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হলদিবাড়ি হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক তাপস দাস বলেন, “ঘটনাস্থলেই তাঁর একটি পা কাটা যায়। হাসপাতাল সূত্রে খবর, তাঁর আর একটি পা-ও কেটে ফেলতে হবে।”

আচমকাই বাস বন্ধ বালুরঘাটে
ছবি: অমিত মোহান্ত।
সময়সূচি নিয়ে মালিক ও তৃণমূলের শ্রমিক সংগঠনের বিরোধে বুধবার সকালে আচমকা বালুরঘাটে সব বেসরকারি বাস চলাচল বন্ধ হয়ে যায়। এ দিন সকাল ৮টা নাগাদ গোলমালের শুরু। বাসস্ট্যান্ড থেকে তিনটি বাসের মধ্যে কে প্রথম যাবে, তা নিয়ে কর্মীদের মধ্যে রেষারেষি ও ঝগড়ায় উত্তেজনা ছড়ায়। বাস মালিক সমিতির সম্পাদক অশোক চৌধুরীর অভিযোগ, আইএনটিটিইউসি সমর্থিত মোটর শ্রমিকদের বিবাদের জেরে বাস চলাচল বন্ধ হয়ে যায়। পাল্টা বাস মালিকদের বিরুদ্ধে অভিযোগ করে আইএনটিটিইউসির নেতা প্রকাশ দেব বলেন, “বাসস্ট্যান্ডে বাস চালানোর সময়সূচি নিয়ন্ত্রণ করেন বাসমালিকেরা। তাঁদের গাফিলতিতে গোলমাল বাধে।” অভিযোগ-পাল্টা অভিযোগে প্রায় ৬ ঘন্টা বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম সমস্যায় পড়েন। বিকেল নাগাদ সমস্যা মেটে।

শাস্তির দাবি
স্কুল ছাত্রীকে গণধর্ষনের প্রতিবাদে সরব হলেন অভিভাবকেরা। বুধবার দুপুরে চোপড়া গার্লস স্কুলের অভিভাবকেরা স্কুলের পরিচালন সমিতির সদস্যদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ঠিক হয়, ওই ধর্ষণের ঘটনায় সকল অভিযুক্ত গ্রেফতার না হলে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ করে দেওয়া হবে। দোষীদের গ্রেফতারের দাবিতে এদিন চোপড়া থানা এবং বিডিও অফিসে স্মারকিলিও দিয়েছে। স্কুলের প্রধান শিক্ষিকা মল্লিকা সাহা বলেন, “এখনও দোষীরা সবাই গ্রেফতার হয়নি। রাস্তায় ছাত্রীদের উত্যক্ত করার আরও একটি ঘটনা শুনেছি। সব পুলিশকে জানানো হয়েছে।” গত ২৮ শে এপ্রিল চোপড়ার এক স্কুল ছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের ঘটনা ঘটে। মূল অভিযুক্ত কংগ্রেসের মাজিয়ালি অঞ্চল কমিটির সদস্যের ছেলে ও তার সঙ্গীকে পুলিশ গ্রেফতার করলেও বাকিরা পলাতক।

ক্ষতিপূরণের দাবিতে মিছিল
ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ মিছিল করলেন চাষিরা। মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকের কয়েকশো চাষি শহরে বিক্ষোভ মিছিল করেন। কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটির উদ্যোগে ওই মিছিল হয়। সম্প্রতি, কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর ৩৪ কিলোমিটার রেলপথ তৈরির জন্য রেল ব্লকের প্রায় ৫০০ একর জমি অধিগ্রহণ শুরু করেছে। রেলমন্ত্রক ক্ষতিপূরণের কথা ঘোষণা না-করে জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করেছে বলে অভিযোগ তুলে ইতিমধ্যেই কাজ আটকে দিয়েছেন কমিটির সদস্যরা। প্রশাসনের উদ্যোগে কিছুদিন আগে রেল কর্তারা কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন। তার পরেও ক্ষতিপূরণের আশ্বাস না মেলায় এ দিন কমিটির উদ্যোগে চাষিরা মিছিল করেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.