জঙ্গলমহলে শান্তি ফিরেছে, একমত শুভেন্দু ও চিদম্বরম
ত ছ’মাসে জঙ্গলমহলে যথেষ্ট শান্তি ফিরেছে বলে শুভেন্দু অধিকারীর সঙ্গে এক সুরে পশ্চিমবঙ্গের প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। লোকসভায় আজ স্বরাষ্ট্র মন্ত্রকের বাজেট বরাদ্দ নিয়ে আলোচনার সময় শুভেন্দু দাবি করেন, জঙ্গলমহলে ‘স্বাভাবিক পরিস্থিতি’ ফেরানোর প্রতিশ্রুতি রাখতে আপ্রাণ কাজ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পরে তাঁর সঙ্গে সহমত হয়েই পশ্চিমবঙ্গকে শংসাপত্র দেন চিদম্বরম।
শুভেন্দু বলেন, “মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়াসে অল্প সময়ে প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে জঙ্গলমহল-সহ বিভিন্ন উপদ্রুত অঞ্চল থেকে। ক্ষমতায় আসার আগে তিনি ঘোষণা করেন, এই সব জায়গায় সামাজিক উন্নয়নই তাঁর লক্ষ্য। সন্ত্রাস-কবলিত এলাকাগুলিতে এখন নতুন স্কুল, হাসপাতাল গড়া, সাধারণ মানুষদের সাইকেল দেওয়ার মতো কাজ হচ্ছে। শুরু করা গিয়েছে রাজনৈতিক প্রক্রিয়াও।” তাঁর দাবি, “সিপিএম ক্যাডার এবং মাওবাদীরা হাত মিলিয়ে ষড়যন্ত্র করে চলেছে। এদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিক কেন্দ্র।”
এই সূত্রেই রাজ্যে সিপিএমের ৩৪ বছরের ‘অপশাসনের’ কথা উল্লেখ করে শুভেন্দু বলেন, “দীর্ঘদিন ধরে সিপিএম রাজ্যে পরিকল্পিত সন্ত্রাস চালিয়ে এসেছে। যৌথ বাহিনীর অপব্যবহার করেছে। সিপিএম চলে গিয়েছে, কিন্তু পুঁতে রেখে গিয়েছে নিরপরাধ মানুষের দেহ।” স্বাভাবিক ভাবেই সিপিএম বেঞ্চ থেকে প্রতিবাদ ওঠে এতে। পরে জবাবি বক্তৃতায় সিপিএম বেঞ্চের দিকে তাকিয়েই চিদম্বরম বলেন, “আমাদের সঙ্গে আপনাদের রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু এ কথা আপনাদের স্বীকার করতেই হবে গত ছ’মাসে জঙ্গলমহলে যথেষ্ট শান্তি ফিরে এসেছে।”
জাতীয় সন্ত্রাসদমন কেন্দ্র (এনসিটিসি) নিয়ে ৫ তারিখ মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন চিদম্বরম। যোগ দেবেন মমতাও। তিনি অবশ্য এই বৈঠকের আগেই দিল্লিতে এসে প্রধানমন্ত্রীর কাছে তৃণমূলের অবস্থান জানিয়ে গিয়েছেন। লোকসভার আজ তারই প্রতিধ্বনি করে শুভেন্দু বলেন, “এনসিটিসি-র এই ধারণাটিকে তৃণমূল সমর্থন করতে পারে না। এতে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকেই আঘাত করা হয়।”
শুভেন্দু আজ লোকসভায় যে ক’টি প্রস্তাব রেখেছেন, রাজ্যের উপর থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ব্যয়ভার কমানো তার অন্যতম। গত মাসেই মমতা এই দাবিটি তুলেছেন। তাঁর বক্তব্য, মাওবাদী সমস্যা সাধারণ আইন-শৃঙ্খলার সমস্যা নয়। এর সঙ্গে অভ্যন্তরীণ সুরক্ষা জড়িয়ে রয়েছে। তাই মাওবাদী মোকাবিলায় আধা-সামরিক বাহিনী নিয়োগ করা হলে রাজ্যকে তার খরচ দিতে বাধ্য করাটা যুক্তিহীন। শুভেন্দু আজ সেই দাবিটিই ফের তুললেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.