পঞ্চায়েত ভোটে প্রার্থী দিতেই বাধা, আশঙ্কা নিরুপমের
শাসক তৃণমূল ‘বিরোধী-শূন্য’ ভাবে পঞ্চায়েত নির্বাচন করতে চাইছে বলে অভিযোগ করল সিপিএম। ওই আশঙ্কা প্রকাশ করে দলের পলিটব্যুরো সদস্য নিরুপম সেন বুধবার যাদবপুরে এক দলীয় সভায় বলেন, “পঞ্চায়েত ভোটে তৃণমূলের বিরুদ্ধে যাতে সিপিএম প্রার্থী দিতে না পারে, সেজন্য গ্রামে গিয়ে তৃণমূল নেতারা ভয় দেখাচ্ছেন!” নিরুপমবাবুর অভিযোগ, রাজ্যে ‘গণতন্ত্র’ প্রতিষ্ঠার কথা বলে তৃণমূল মানুষের কাছে ভোট চেয়েছিল। কিন্তু ক্ষমতায় এসে তারা গণতান্ত্রিক ব্যবস্থাকেই ‘ধ্বংস’ করতে চাইছে।
তৃণমূল জোট ক্ষমতায় আসার পর থেকেই সিপিএম অভিযোগ করছে, কলেজের ছাত্র সংসদ নির্বাচনে ভয় দেখিয়ে তৃণমূল ‘একতরফা’ ভোট করছে। সেই সূত্রেই নিরুপমবাবু বলেন, “যে ভাবে ভোট করতে না দিয়ে তৃণমূল ৮৭টি কলেজের ছাত্র সংসদ দখল করেছে, ঠিক সেভাবেই তারা পঞ্চায়েতগুলিরও দখল নিতে চায়।” তাঁর অভিযোগ, ৮৭টি কলেজের ছাত্র সংসদের নির্বাচনে তৃণমূল এসএফআইয়ের ছাত্রদের মনোনয়ন জমা দিতে দেয়নি। একই চেষ্টা তারা পঞ্চায়েত নির্বাচনেও করছে। ঘটনাচক্রে, ক্ষমতায় থাকাকালীন সিপিএম ঠিক এ ভাবেই পঞ্চায়েত ভোট করত বলে বারবার অবিযোগ করত বিরোধী তৃণমূল। ২০০৩ সালের পঞ্চায়েত ভোটে রাজ্য কার্যত ‘বিরোধী-শূন্য’ই ছিল।
তৃণমূল ক্ষমতায় আসার পর ফসলের ন্যায্য দাম না-পেয়ে কৃষকরা আত্মহত্যা করছে অভিযোগ করে নিরুপমবাবু বলেন, “আমরা পঞ্চায়েতের কাজ বিকেন্দ্রীকরণ করেছিলাম। কিন্তু গত ১১ মাসে পঞ্চায়েতগুলিকে নিষ্ক্রিয় করা হয়েছে।” নির্বাচিত বাম প্রতিনিধিদের ‘উপেক্ষা’ করে ৫০০-র বেশি পঞ্চায়েত জোর করে তৃণমূল নেতারা চালাচ্ছেন বলেও তাঁর অভিযোগ। নিরুপমবাবুর মতে, “মানুষ ১১ মাসেই উপলব্ধি করেছেন যে, তাঁরা এই পরিবর্তনের জন্য ভোট দেননি।” ১৯৭০ সালে নকশাল পন্থীদের হাতে খুন-হওয়া সিপিএম নেতা মৃত্যুঞ্জয় সেনের স্মরণসভায় রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রবীন দেব ও রাজ্য কমিটির সদস্য সুদীপ সেনগুপ্তও ছিলেন। গ্রামের পরিস্থিতি তাঁদের পক্ষে কতটা ‘প্রতিকূল’ তা বোঝাতে গিয়ে নিরুপমবাবু বলেন, “আমাদের সাড়ে ৩ হাজার দলীয় কর্মী মিথ্যা মামলায় জেল খাটছেন। কয়েক হাজার পরিবার গৃহহারা। এক বছরে খুন হয়েছেন ৬১ জন কর্মী।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.