গোষ্ঠী সংঘর্ষ, গ্রেফতার ৩ |
তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে মারামারির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার বাড়ি থেকে তিন তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পাত্রসায়র থানার পুলিশ। ধৃতেরা হলেন পাত্রসায়র থানার কমলাসায়ের গ্রামের সনাতন রায়, সুশীল রায় ও উত্তম রায়। বুধবার ধৃতদের বিষ্ণুপুর আদালতে হাজির করানো হলে বিচারক জামিন মঞ্জুর করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একশো দিনের কাজের একটি বোর্ড লাগানোকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় পাত্রসায়রের জলজলা ও কমলাসায়ের এলাকায় তৃণমূলের ব্লক সভাপতি স্নেহেশ মুখোপাধ্যায়ের গোষ্ঠীর সঙ্গে পার্থপ্রতিম সিংহের গোষ্ঠীর কর্মী-সমর্থকদের মধ্যে বচসা থেকে মারপিট হয়। দুই পক্ষই থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। তৃণমূলের পাত্রসায়র ব্লক সভাপতি স্নেহেশ মুখোপাধ্যায়ের অভিযোগ, “সিপিএমের দালাল’ এক নেতার প্ররোচনায় সদ্য সিপিএম ছেড়ে আমাদের দলে ঢুকে পড়া কয়েকজন দুষ্কৃতী এলাকায় গণ্ডগোল করছে। আমাদের দলের কর্মীদের মারধর করে এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে ওরা।” বার বার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি পার্থপ্রতিম সিংহের সঙ্গে। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
|
ফের নেংসাই নদীর পাড় থেকে দেহ মিলল। বরাবাজার-মানবাজার রাস্তায় বরাবাজারের নেংসাই নদীর বাল্লার ঘাটে বুধবার এক অজ্ঞাত পরিচয় তরুণীর দেহ পড়েছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশ তাঁর দেহে আঘাতের চিহ্ন পায়নি। তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশের অনুমান। মৃত্যুর কারণ জানার জন্য দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়। এ দিন সকালে নদীর পাড়ে সাদা কাপড় ঢাকা দেওয়া দেহটি দেখে বাসিন্দারা পুলিশে খবর দেন। বরাবাজারের বাসিন্দা স্থানীয় তৃণমূল নেতা নাসিম খান বলেন, “দিন চারেক আগে এই নদীর পাড়ে এক যুবকের দেহ এ ভাবে পড়েছিল। আগেও বিভিন্ন সময় লোকজনের দেহ এই এলাকা থেকে উদ্ধার হয়েছে।” তাঁর অভিযোগ, পুলিশের নজরদারি না থাকার জন্য দুষ্কৃতীরা এই কাণ্ড করতে সাহস পাচ্ছে। পুলিশ অবশ্য টহলদারিতে ঘাটতির অভিযোগ মানতে চায়নি। অন্য দিকে, গঙ্গাজলঘাটির দেউলি জঙ্গল লাগোয়া একটি ধান জমি থেকে মঙ্গলবার এক অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের পরনে হাফ প্যান্ট ও টি-শার্ট রয়েছে। দেহের পাশে কীটনাশকের একটি কৌটো ছিল। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান কীটনাশক খেয়ে মৃত্যু হয়েছে ওই যুবকের। দেহটি ময়না তদন্তের জন্য বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
|
গ্রেফতারের প্রতিবাদে বন্ধ |
ছাত্রনেতা কমলেশ মাহাতোকে ‘মিথ্যা’ মামলায় গ্রেফতারের প্রতিবাদে ঝাড়খণ্ড স্টুডেণ্টস্ ফেডারেশনের (জে এস এফ) ডাকা ২৪ ঘণ্টা বন্ধে আংশিক প্রভাব পড়েছে বাঁকুড়ার জঙ্গলমহলে। বুধবার সকাল থেকেই রানিবাঁধ, বারিকুল, সারেঙ্গা, রাইপুর এলাকায় বেশকিছু দোকানপাট বন্ধ ছিল। খাতড়া থেকে রানিবাঁধ, রাইপুর, সারেঙ্গা, সিমলাপাল রুটে হাতেগোনা কয়েকটি বেসরকারি বাস চলেছে। তবে বাস চলাচল অনিয়মিত হওয়ায় সাধারণ মানুষ চরম অসুবিধার সম্মুখীন হন। এ দিন অবশ্য ওই এলাকায় অধিকাংশ স্কুল-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি খোলা ছিল। বন্ধের কোনও প্রভাব দেখা যায়নি বাঁকুড়া সদর ও বিষ্ণুপুর মহকুমায়। বাঁকুড়া থেকে দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ রুটে যথারীতি গাড়ি চলাচল করেছে।
|
মাছ ছাড়া আছে এমন একটি পুকুরে মোষ স্নান করানোকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে জখম হলেন দু’জন। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানার বকডহরা গ্রামে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজু মণ্ডল, বাবর আলি শেখ ও সুকুবুদ্দিন খানকে গ্রেফতার করে পুলিশ। পরে অবশ্য তাঁরা জামিনে ছাড়া পেয়ে যান। |