|
|
|
|
তৃণমূলে যোগ কংগ্রেস সদস্যের |
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন পুরুলিয়ার এক জেলা পরিষদ সদস্য। মহেশ্বরী মাঝি নামে ঝালদা এলাকার ওই জেলা পরিষদ সদস্য মঙ্গলবার জেলা তৃণমূল কার্যালয়ে গিয়ে জেলা সভাপতি শান্তিরাম মাহাতোর উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন। শান্তিরামবাবু বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল স্তরে উন্নয়নের কাজ করতে চান বলে মহেশ্বরীদেবী আগ্রহ প্রকাশ করেন। আমরা তাঁকে স্বাগত জানিয়েছি।”
উল্লেখ্য, বামফ্রন্ট পরিচালিত পুরুলিয়া জেলা পরিষদে পাঁচ জন বিরোধী সদস্য রয়েছেন। তাঁরা প্রত্যেকেই কংগ্রেস থেকে নিবার্চিত হয়েছেন। কিছুদিন আগে বুলুরানি মাহাতো নামে জয়পুর থেকে নিবার্চিত কংগ্রেসের এক জেলা পরিষদ সদস্য তৃণমূলে যোগ দেন। এই নিয়ে জেলা পরিষদে তৃণমূলের সদস্য সংখ্যা দাঁড়াল দুই। কংগ্রেসের কমে হল তিন।
অন্য দিকে ঝালদা ২ ব্লকের কংগ্রেস সভাপতি ফণিভূষণ কুমারের অভিযোগ, “মহেশ্বরীদেবী একটি স্বনির্ভর গোষ্ঠীর দলনেত্রী। শূকর পালনের জন্য তাঁর গোষ্ঠী ৭৫ হাজার টাকা পেয়ে বেনিয়ম করে বলে অভিযোগ পেয়েছিলাম। এ ব্যাপারে তাঁকে দল থেকে জানতে চাওয়ায় তিনি দলবদল করেছেন।” কংগ্রেসের ঝালদা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি মেনকা মাহাতোরও অভিযোগ, “শূকর পালনের টাকার একটা বড় অংশ তিনি নিজে ভোগ করছেন। এ ব্যাপারে আমরা তাঁর কাছে মতামত চাওয়া হয়েছে।” মহেশ্বরীদেবীর বক্তব্য পাওয়া যায়নি। তাঁর স্বামী শশধর মাঝির দাবি, “স্ত্রী’র বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ মিথ্যা। মুখ্যমন্ত্রীর কাজে আকৃষ্ট হয়েই আমরা সবাই তৃণমূলে যোগ দিয়েছি।” |
|
|
|
|
|