|
|
|
|
রাজনৈতিক বিতর্কও শুরু |
ঠাকুমাকে মারধর, ন্যাড়া করে শাস্তি |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
ঠাকুমাকে মারধরের অভিযোগে এক যুবককে ন্যাড়া করে প্রকাশ্য রাস্তায় ঘোরালেন গ্রামবাসীরা। জয়দেব সামন্ত নামে তমলুকের কাঁকটিয়ার ওই যুবকের দাবি, সিপিএম সমর্থক বলেই তাঁকে হেনস্থা করেছেন গ্রামের তৃণমূল সমর্থকেরা। স্থানীয় তৃণমূল নেতৃত্ব বুধবারের ওই ঘটনার কথা স্বীকার করলেও এটি গ্রামীণ বিষয় দাবি করে ওঠা ‘রাজনীতি’র অভিযোগ উড়িয়ে দিয়েছেন।
কাঁকটিয়া বাজার-সংলগ্ন কাঁকটিয়া গ্রামের যুবক জয়দেব মঙ্গলবার সকালে তাঁর ৮০ বছরের বৃদ্ধা ঠাকুমাকে বাড়ির সামনে একটি খুঁটিতে বেঁধে মারধর করছিল বলে অভিযোগ। ওই বৃদ্ধার এক মেয়ে ও প্রতিবেশীরা বাধা দিতে গেলে জয়দেব তাঁদেরও হুমকি দেয়। শেষমেশ প্রতিবেশীরা জড়ো হয়ে দুর্গা সামন্ত নামে ওই বৃদ্ধাকে উদ্ধার করেন। মঙ্গলবার সন্ধ্যায় গ্রামে এই নিয়ে সালিশিসভা বসে। সালিশিসভায় উপস্থিত গ্রামবাসীদের অধিকাংশই ছিলেন তৃণমূল সমর্থক। জয়দেবের মাথা ন্যাড়া করে গ্রামে ঘোরানো ও ১৫ কিলোগ্রাম বাতাসা বিতরণ করার ‘শাস্তি’ ঘোষণা হয় সভায়। সেই মতো বুধবার সকালে জয়দেবের মাথা ন্যাড়া করানো হয়। তার পর ন্যাড়া মাথায় বাতাসা বোঝাই বস্তা চাপিয়ে রাস্তায় ঘোরানো হয়। জয়দেবের অভিযোগ, “বৃদ্ধা ঠাকুমাকে ধাক্কাধাক্কি করলেও মারধর করিনি। সিপিএম সমর্থক হওয়ার কারণেই আমাকে এই ভাবে শাস্তি দেওয়া হয়েছে।” অভিযোগ অস্বীকার করে স্থানীয় পঞ্চায়েত প্রধান তথা তৃণমূল কংগ্রেসের শহিদ মাতঙ্গিনী ব্লক সভাপতি নিকুঞ্জ মান্না বলেন, “ওই যুবক ঠাকুমার উপরে নির্মম ভাবে অত্যাচার করায় প্রতিবেশীরা বাধা দিয়েছেন। ভবিষ্যতে যাতে এই ভাবে বৃদ্ধ-বৃদ্ধাদের উপরে অত্যাচার আর না হয়, সে জন্যই গ্রামবাসীরাই ওই যুবককে শাস্তি দিয়েছে। এর সঙ্গে আমাদের দলের কোনও সম্পর্ক নেই।” বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন সিপিএমের কাঁকটিয়া লোকাল কমিটির সম্পাদক কালীশঙ্কর চক্রবর্তী। |
|
|
|
|
|