৫ মে মহারণের উন্মাদনা শুধু কলকাতায় আটকে নেই। ছড়িয়ে গিয়েছে ভারতীয় বোর্ডেও। পুণে ওয়ারিয়র্স বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচের জন্য সিএবি-র কাছে এক হাজার বাড়তি টিকিটের আবেদন এসেছে বোর্ডের পক্ষ থেকে। সিএবি যুগ্মসচিব বিশ্বরূপ দে বলেছেন, “এমনিতে ইডেনের দর্শকাসনের পাঁচ শতাংশ টিকিট বরাদ্দ থাকে বোর্ডের জন্য। সেগুলো দেওয়া হয় বোর্ডের প্রধান স্পনসরদের।” সংখ্যাটা সাড়ে তিন হাজারের কাছাকাছি। আসছে শনিবার সেই টিকিটেও কুলোচ্ছে না বলে আরও এক হাজার বাড়তি টিকিট চাইছে বোর্ড। শোনা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট টিমের স্পনসর সহারা বাড়তি টিকিটের জন্য বোর্ডের কাছে বিশেষ আবেদন করেছে বলেই সিএবি-র কাছে বাড়তি টিকিট চাওয়া হচ্ছে। প্রসঙ্গত, সহারা-ই পুণে ফ্র্যাঞ্চাইজির মালিক। এ ছাড়া শনিবারের ম্যাচের জন্য নিরপেক্ষ উইকেট তৈরির নির্দেশও দেওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে। পিচ খতিয়ে দেখতে ইডেন আসছেন স্বয়ং বোর্ডের পিচ কমিটির চেয়ারম্যান বেঙ্কট সুন্দরম।
শনিবার বাইশ গজে যদি হয় কেকেআর বনাম সৌরভ গঙ্গোপাধ্যায় মহাযুদ্ধ, মাঠের বাইরেও হতে চলেছে অন্য যুদ্ধ। বলিউড তারকাদের যুদ্ধ। শাহরুখ-জুহি চাওলারা যেমন বলিউড-টলিউডের মহাতারকাদের মাঠে আমন্ত্রণ জানাচ্ছেন, সহারাও নিয়ে আসছে তাদের নিজস্ব বলিউড-ব্রিগেড। যদিও কোন কোন তারকারা শনিবার ইডেনে থাকবেন সেটা এখন পর্যন্ত ঠিক হয়নি। বৃহস্পতিবার সিএবি-র কাছে চূড়ান্ত তালিকা আসার কথা।
আইপিএল ফাইভের সবচেয়ে আলোচিত ম্যাচ নিয়ে নড়েচড়ে বসেছে রাজ্য সরকারও। ইডেনে এ বারের আইপিএলে দুটো ম্যাচে বাধ সেধেছে বৃষ্টি। ডেকান চার্জার্সের ম্যাচ ভেস্তেই গিয়েছে। দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে কেকেআরের প্রথম হোম ম্যাচ কমে দাঁড়িয়েছিল বারো ওভারের। শনিবার সে রকম কিছু চায় না রাজ্য সরকার। ইডেনের নিকাশি ব্যবস্তা খতিয়ে দেখতে তাই মঙ্গলবার এসেছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। তিনি জানিয়ে দিয়েছেন, মাঠের মধ্যে ভেন্যু অপারেশন্স সেন্টার ঝড়ে ভেঙে যাওয়ায় মাঠে নজরদারির ক্ষেত্রে বাড়তি সাহায্য দিতে তৈরি রাজ্য সরকার। ময়দানে ছ’টার বদলে দুটো জায়ান্ট স্ক্রিন বসানোর অনুমতি দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়দানে ছ’টা স্ক্রিন বসালে ভিড় সামলানো যাবে না। দুটো স্ক্রিন বসবে চাঁদপাল ঘাট এবং শহিদ মিনারের সামনে। |