|
|
|
|
ঝড়ে ভাঙল টাওয়ার |
বিপর্যস্ত যোগাযোগ, বিদ্যুৎহীন নয়াগ্রাম |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ভসরাঘাটে সুবর্ণরেখা নদী-সংলগ্ন বিদ্যুতের তারবাহী একটি টাওয়ার ভেঙে কেশিয়াড়ি-নয়াগ্রাম যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। টাওয়ার ভেঙে পড়ায় নয়াগ্রামের বিস্তীণর্র্ এলাকা বিদ্যুৎহীনও হয়েছে। বিদ্যুৎ দফতর অবশ্য জানিয়েছে, যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু বলেন, “বিদ্যুৎ দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। ওঁরা যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন।” এমনিতেই এখন গরমে হাঁসফাঁস করার মতো অবস্থা। তার উপর বিদ্যুৎহীন অবস্থায় ভোগান্তি বেড়েছে নয়াগ্রামের মানুষের।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যায়। তখনই নদী সংলগ্ন এলাকার একটি টাওয়ার ভেঙে পড়ে। নদীগর্ভ ও সংলগ্ন এলাকায় বিদ্যুতের তারবাহী মোট ৪ টি টাওয়ার ছিল। |
|
নিজস্ব চিত্র। |
তারই একটি ভেঙে পড়ে। নদীর উপর ফেয়ারওয়েদার সেতু রয়েছে। এই সেতুই কেশিয়াড়ির সঙ্গে নয়াগ্রামের সড়ক যোগাযোগের মাধ্যম। টাওয়ার ভেঙে সেতুর সংযোগকারী রাস্তার উপরে পড়ে। ফলে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত হয়েছে। বাস-লরি সহ কোনও যানবাহনই চলছে না। নয়াগ্রামের খড়িকামাথানিতে পাওয়ার হাউস রয়েছে। কেশিয়াড়ির কুকুাই পাওয়ার হাউস থেকে এখানে বিদ্যুৎ পৌঁছত। কিন্তু, বিদ্যুৎবাহী তার ছিঁড়ে পড়ায় আর বিদ্যুৎ পৌঁছচ্ছে না। টাওয়ার মেরামত করা সময়সাপেক্ষ। অন্য কী ভাবে নয়াগ্রামে বিদ্যুৎ পৌঁছনো যায়, তা খতিয়ে দেখছে বিদ্যুৎ দফতর। স্থানীয় সূত্রে খবর, টাওয়ার ভেঙে পড়ায় কয়েক জন জখমও হন। তবে তাঁদের কারওরই আঘাত গুরুতর নয়। |
|
|
|
|
|