টুকরো খবর |
সংঘর্ষ, জখম ৪ মহিলা-সহ ১৩
নিজস্ব সংবাদদাতা • চন্দ্রকোনা |
একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৪ মহিলা-সহ ১৩ জন জখম হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। সবাই চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ভর্তি। ঘটনায় পুলিশ দু’পক্ষের মিলিয়ে ১২ জনকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় চন্দ্রকোনা থানার সীতানগর গ্রামে। ধৃতদের বুধবার ঘাটালের এসিজেএম আদালতে হাজির করা হলে বিচারক ১৪ দিন জেল-হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই সন্ধ্যায় গ্রামে দু’পক্ষের মধ্যে প্রথমে বচসা হয়। পরে তা হাতাহাতিতে পৌঁছয়। মহিলারা বাধা দিতে এলে তাঁরাও গণ্ডগোলে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। প্রথমে বুঝিয়ে-সুজিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে পুলিশ। এক পক্ষ পুলিশের উপরেও চড়াও হয়। তখন পুলিশ দু’পক্ষকেই হটিয়ে দেয়। ১২ জনকে গ্রেফতার করে। আহতদের চিকিৎসার ব্যবস্থাও করা হয়। |
তিরবিদ্ধ তৃণমূলকর্মী
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এক তৃণমূল সমর্থক তিরবিদ্ধ হওয়ার ঘটনায় সোমবার রাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নয়াগ্রাম থানার কমলাপুরে। আহত অবস্থায় বিমল দণ্ডপাট নামে ওই ব্যক্তিকে খড়িকামাথানি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বিমলবাবুর সঙ্গে তাঁর দাদা ক্ষিতিশ দণ্ডপাটের জমিজমা সংক্রান্ত বিবাদ রয়েছে। ক্ষিতিশবাবু সিপিএম সমর্থক। ঘরছাড়া ছিলেন। দীর্ঘ দিন পর সোমবারই তিনি বাড়ি ফেরেন। বিমলবাবুর অভিযোগ, তাঁর দাদার মদতেই এই ঘটনা। পুলিশ জানিয়েছে, অভিযোগ জমা পড়েছে। তবে, বুধবার পর্যন্ত এ ঘটনায় কেউ গ্রেফতার হননি। বিমলবাবুর ডান পায়ে তির লেগেছে। |
সিআরপিএফের উদ্যোগ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সিআরপিএফের উদ্যোগে কাঠের কাজের প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন হল খড়্গপুরে। বুধবার হিজলি স্কুলে শিবিরের উদ্বোধন করেন ডিআইজি (অপারেশন) টি এন খুন্টিয়া। মাওবাদী প্রভাবিত এলাকার দশ জন যুবককে প্রশিক্ষণ দেওয়া হবে। যার জন্য ৪ লক্ষ ৪৫ হাজার টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। তিন মাস ধরে প্রশিক্ষণ চলবে। |
সাহিত্যসভা |
খড়্গপুর ‘ঘরোয়া সাহিত্য বাসর’ পরিচালিত ৮৭ তম সাহিত্যসভা হল রবিবার। গোলবাজারের রেল বালক বিদ্যালয়ে আয়োজিত এই সভার সভাপতিত্ব করেন নন্দদুলাল রায়চৌধুরী। অম্বরকান্তি কুমার ও অরূপ গোস্বামীর পরিচালনায় সভা শুরু হয় দেবাশিস চক্রবর্তীর গান দিয়ে। |
অবরোধ |
টানা লোডশেডিংয়ের প্রতিবাদে পথ অবরোধ করলেন খাজরার বাসিন্দারা। এর ফলে বুধবার সকালে খড়্গপুর-কেশিয়াড়ি রুটে যান চলাচল ব্যাহত হয়। খাজরা এলাকায় যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন পথচলতি সাধারণ মানুষ। পরে কেশিয়াড়ি থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়। বিদ্যুৎ দফতরের সঙ্গে কথা বলে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে প্রশাসন। |
|