|
|
|
|
ব্যাঙ্ক নির্বাচনে তৃণমূলের জয় |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ল্যান্ড-ডেভলপমেন্ট ব্যাঙ্কের পরিচালন সমিতির সদস্য নির্বাচনে একটি আসনও পেল না সিপিএম-সমর্থিতরা। সোমবার ছিল ব্যাঙ্কের নির্বাচন। ৭৮ আসনের মধ্যে আগেই ৪৮টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল তৃণমূল সমর্থিতরা। রবিবার ৩০টি আসনে নির্বাচন হয়। নির্বাচনেও ৩০টি আসনেই জয় পেলে তৃণমূল সমর্থকেরাই। ভোট-গণনা শেষে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক আশিস চক্রবর্তী বলেন, “এত দিন একচেটিয়া ব্যাঙ্ক পরিচালন সমিতি দখলে রেখেছিল সিপিএম। স্বচ্ছ নির্বাচন পর্যন্ত হত না। তাই সকলেই ক্ষিপ্ত ছিলেন। রাজ্যে সরকার পরিবর্তনের পর তাই প্রথম নির্বাচনেই ধরাশায়ী হতে হল সিপিএমকে।”
পশ্চিম মেদিনীপুর জেলায় বিভিন্ন ব্লকেই এই ব্যাঙ্কের শাখা রয়েছে। প্রতিটি শাখা থেকেই সদস্যরা প্রতিনিধি হিসাবে নির্বাচনে অংশ নিয়েছিলেন। মনোনয়নের সময়েই দেখা যায়--কেশপুর, গড়বেতা, শালবনি, দাঁতন, নারায়ণগড়, পিংলা, কেশিয়াড়ির মতো এলাকায় প্রার্থী দিতে পারেনি সিপিএম। ফলে ওই সব আসনগুলিতেই বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় জয় পেয়ে যায় তৃণমূল। তবে মেদিনীপুর সদর, খড়্গপুর, মোহনপুর, ডেবরা, সবংয়ের মতো জায়গায় প্রার্থী দিয়েছিল সিপিএম। যদিও একটি আসনেও জয় পায়নি। সবং ব্লক তৃণমূলের সভাপতি তথা ব্যাঙ্কের নির্বাচনে জয়ী প্রভাত মাইতি বলেন, “এত দিন সিপিএম ভয় দেখিয়ে ভোট করতেই দেয়নি। তাই এ বার বোর্ড দখল তো দূরের কথা, একটি আসনও পেল না।” যদিও কে পরিচালন সমিতির চেয়ারম্যান হবেন সে নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারেনি তৃণমূল। ৩০ জুন ব্যাঙ্কের বার্ষিক মিটিং রয়েছে। তার মধ্যেই অবশ্য চেয়ারম্যান ঠিক করতে হবে। |
|
|
|
|
|