|
|
|
|
বালির গাড়ি আটকে বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কাঁসাই থেকে অবৈধ ভাবে তোলা বালির গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন খড়্গপুর লোকাল থানা এলাকার কেন্দুয়াপাল গ্রামের বাসিন্দারা। বুধবার সকাল থেকেই গাড়ি আটকাতে শুরু করেন গ্রামের মানুষ। ফলে নদী থেকে বালি নিয়ে যে সব লরি যাচ্ছিল, তা যেমন আটকে যায়, তেমনই বালি তোলার জন্য নদীতে যাওয়ার পথেও আটকে পড়ে লরি। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়। আজ, বৃহস্পতিবার গ্রামবাসী ও বালি ব্যবসায়ীদের নিয়ে থানায় বৈঠক ডাকা হয়েছে।
কেন্দুয়াপাল গ্রাম লাগোয়া কাঁসাই নদী। এই এলাকার কিছু অংশে বালি তোলার জন্য প্রশাসন অনুমতিও দিয়েছে। সেখান থেকে সরকার রাজস্বও পায়। আবার কিছু অসাধু ব্যবসায়ী বেআইনি ভাবেও বালি তুলছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। ফলে প্রতি দিনই প্রচুর গাড়ি চলাচল করে গ্রামের রাস্তা দিয়ে। |
|
কেন্দুয়াপাল গ্রামে অবরোধ। নিজস্ব চিত্র। |
ভারী যান চলাচলে রাস্তাটি ভেঙে পড়ছে বলে অভিযোগ। গ্রামবাসীদের প্রশ্ন, গ্রামের মানুষের চলাচলের রাস্তায় কেন ভারী যানবাহন চলবে! প্রতিনিয়ত লরি চলাচল করায় গ্রামবাসীরাই যাতায়াত করতে পারছেন না। স্কুলের ছাত্রছাত্রীরাও কঠিন পরিস্থিতির মধ্যে পড়ছে। দুর্ঘটনার আশঙ্কাও থেকে যায়। গ্রামবাসী রাজকুমার মাঝির কথায়, “লরির জন্য সরকার আলাদা রাস্তা তৈরি করুক। গ্রামের রাস্তা দিয়ে লরি চলাচল করতে দেব না।” এই দাবিতে কয়েক দিন ধরেই আন্দোলন করছেন গ্রামবাসীরা। সোমবার জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকের অফিসেও গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। কিন্তু সে দিন ডিএলআরও অন্য মিটিংয়ে ব্যস্ত থাকায় তাঁর সঙ্গে দেখা করতে পারেননি গ্রামের মানুষ। বুধবার গ্রামের সকলে জোট বেঁধে পথ অবরোধ করেন। |
|
|
|
|
|