|
|
|
|
জমি-বিবাদ মেটাতে গিয়ে আক্রান্ত পুলিশ |
নিজস্ব সংবাদদাতা • দাঁতন |
রায়তি জমিতে সীমা দিতে যাওয়ায় এক পরিবারকে খুনের হুমকি, মারধর করা এবং ওই বিপন্ন পরিবারকে উদ্ধার করতে যাওয়া পুলিশকর্মীদের কাজে বাধা দেওয়া-সহ একাধিক অভিযোগে ৬ জনকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে দাঁতন থানা এলাকার সরাইবাজারে। ধৃত ৬ জনকে বুধবার মেদিনীপুর আদালতে হাজির করা হলে ১৪ দিন জেল-হেফাজতের নির্দেশ হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, দাঁতন শহরের স্টেশন রোডে সরাইবাজার এলাকার চাউলিয়া মৌজায় রায়তি জমিতে স্ত্রী, দুই সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে থাকেন চিকিৎসক পরিমল ঘোষ। পাশেই জনৈক নন্দ জানার পরিবার দীর্ঘদিন ধরে জেলা পরিষদের জমি জবরদখল করে রয়েছে বলে অভিযোগ। জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছে দুই পরিবারে। মঙ্গলবার পরিমলবাবু নিজের জমির সীমানায় খুঁটি পুঁতে কাঁটাতারের বেড়া দিতে গেলে জানা পরিবার ও তাদের প্রতিবেশী মাইতি পরিবার বাধা দেয় বলে অভিযোগ। পরিমলবাবুর অভিযোগ, “বেড়া দিতে গেলে সামান্য বচসা হয়। তারপরই ওরা বঁটি, কাটারি নিয়ে আমাদের খুনের হুমকি দেয়। আমরা ঘরে ঢুকে গেলেও ওরা সশস্ত্র অবস্থায় বাড়ি ঘিরে রাখে। তার পরই আমরা পুলিশে খবর দিই।”
দাঁতন থানার আইসি মিহিরলাল নস্কর জানান, প্রথমে ঘটনাস্থলে তিন জন পুলিশকর্মী গেলে অভিযুক্তরা পুলিশকর্মীদেরও হুমকি দেয়। সেই সময় এএসআই মন্টুচরণ জানাকে ঘরে ঢুকিয়ে তালাবন্দিও করে দেয় তারা। তাঁর চশমা ভেঙে মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগও উঠেছে ওই দুই পরিবারের বিরুদ্ধে। পরে অতিরিক্ত পুলিশ নিয়ে গিয়ে স্বপন জানা, সুকুমার মাইতি, মানিক মাইতি-সহ ৬ জনকে গ্রেফতার করে। তালা ভেঙে উদ্ধার করা হয় ওই পুলিশকর্মীকেও। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে ঘোষ পরিবারের তরফে ও পুলিশের পক্ষ থেকে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। |
|
|
|
|
|