টুকরো খবর
‘ঐতিহ্য’ নিয়ে কর্মসূচি এনএসএসয়ের
শ্রীরামপুর শহর এবং মহকুমার ‘প্রাকৃতিক, সাংস্কৃতিক ও স্থাপত্য ঐতিহ্যের সংরক্ষণ’ নিয়ে সম্প্রতি সপ্তাহব্যপী বিশেষ কর্মসূচি পালন করল শ্রীরামপুর কলেজের এনএসএস-এর তৃতীয় এবং চতুর্থ ইউনিট। এক দিকে, এলাকার প্রাকৃতিক বৈশিষ্ট্য, জীববৈচিত্র্য ও তার সংরক্ষণের গুরুত্ব নিয়ে ছাত্রছাত্রীদের অবহিত করেন বিশিষ্টজনেরা। অন্য দিকে, এলাকার ইতিহাস চর্চার নানা দিক নিয়ে আলোচনা করা হয়। ঊনবিংশ শতাব্দীর স্থানীয় ইতিহাস থেকে উইলিয়াম কেরির অবদান, বাংলার নবজাগরণে মুদ্রণের ভূমিকা, হুগলি জেলায় গানের ঐতিহ্য, শ্রীরামপুরের বিশিষ্ট কিছু মানুষের জীবনগাথা, জেলার শ্রম ও শ্রমিকদের ইতিহাস নানা বিষয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত শিক্ষক রত্না দত্ত-সহ অন্যান্য অধ্যাপক এবং বহু বিশিষ্ট মানুষ। বহু মানুষ অনুষ্ঠান শোনেন। মহকুমার মধ্যে অবস্থিত আঁটপুর, শ্রীরামপুর রাজবাড়ি-সহ নানা ঐতিহাসিক স্থান পর্যবেক্ষণ করেন ছাত্রছাত্রীরা। স্থানীয় সংগঠন ‘অভিজ্ঞান সুরাঙ্গনে’ একটি নাগরিক সভা হয় ‘শ্রীরামপুরের অনন্য ঐতিহ্যের ছাপ বহনকারী নানা স্থানকে সংরক্ষণ করার প্রয়োজনীয়তা ও উপায়’ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য। এনএসএস-এর তরফে কলেজের শিক্ষক প্রভাকর ভট্টাচার্য জানান, ওই বিষয়ে নানা প্রস্তাব গ্রহণ করা হয়।

পাচারের চেষ্টা, ধৃত
এক স্কুলের ছাত্রীকে পাচারের চেষ্টার অভিযোগ এক বৃদ্ধকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম বিশ্বনাথ দত্ত। ঘটনাটি ঘটেছে হাওড়ার বাউড়িয়ায়। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরী বাউড়িয়ার খাজুরি হাইস্কুলের ছাত্রী। সোমবার সকালে স্কুল থেকে সে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। সেই সময়ে হাওড়া স্টেশনের এক বুকিং ক্লার্ক ফোন করে ওই কিশোরীর পরিবারকে জানান, তাঁদের মেয়ে সেখানে রয়েছে। সঙ্গে এক বৃদ্ধও আছেন। ওই বৃদ্ধ মুম্বই যাওয়ার জন্য টিকিট কাটতে গেলে সন্দেহ হওয়ায় তাঁদের আটকে রাখা হয়েছে বলে জানানো হয় টেলিফোনে। খবর পেয়ে তখনই রওনা দেন কিশোরীর বাড়ির লোকজন। উদ্ধার করা হয় কিশোরীকে। সেই সঙ্গে বৃদ্ধকে পুলিশের হাতে তুলে দেন পরিবারের লোকজন। গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে।

সিপিএম-তৃণমূল সংঘর্ষ খানাকুলে
মে দিবসের পতাকা তোলা নিয়ে তৃণমূল ও সিপিএমের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধল খানাকুলের বলপাই গ্রামে। মঙ্গলবার রাতের এই ঘটনায় দু’পক্ষের জনা সাতেক জখম হন ও কয়েকটি বাড়ি ভাঙচুর হয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে গ্রামে সিপিএমের কর্মীরা মে দিবস উপলক্ষে দলীয় পতাকা তোলেন। তৃণমূলের কর্মীরা সেই পতাকা খুলে দেন। এর জেরে সন্ধ্যায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তৃণমূলের অভিযোগ, রাতে সিপিএমের লোকজন তৃণমূলের কয়েকজনের বাড়িতে হামলা চালায়। সিপিএমের পাল্টা অভিযোগ, তৃণমূলের লোকেরা সিপিএম কর্মীদের বাড়িতে ভাঙচুর চালিয়ে মারধর করে। একই রাতে খানাকুলের ঠাকুরানিচকে রাস্তার পাশে থাকা তৃণমূলের একটি কার্যালয় আগুনে পুড়ে যায়। তৃণমূলের অভিযোগ, মে দিবস পালন করে উৎসাহিত হয়ে সিপিএমের দুষ্কৃতীরা এই কাজ করেছে। তবে সিপিএমের দাবি, সন্ত্রাস ছড়াতে তৃণমূলের কর্মীরা পরিকল্পনা করে তাঁদের চাঁচ দিয়ে ঘেরা দলীয় কার্যালয়ে আগুন লাগিয়েছে।

সাহিত্য সম্মেলন
রবীন্দ্রনাথ এবং স্বামী বিবেকানন্দের জন্মের সার্ধ শতবর্ষ উপলক্ষে বাগনানের খাদিনানে ‘লিখতে পড়তে শেখান’ সাহিত্য-পত্রিকা এবং ‘সাহিত্য সেবক’ পত্রিকার যৌথ উদ্যোগে রবিবার আয়োজিত হল ‘সারা বাংলা সাহিত্য সম্মেলন’। সম্মেলনে স্বরচিত কবিতা ও গল্প পাঠ ছাড়াও নাচ, গান, গিটার-বাদন, আবৃত্তি-সহ নানা অনুষ্ঠানের আয়োজন হয়। কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া, দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরের শতাধিক কবি-সাহিত্যিক যোগ দেন। ‘সাহিত্য সেবক’ পুরস্কার পান পূর্ব মেদিনীপুরের কবি অশোককুমার বাগ, লেখিকা চন্দনা ঘাঁটি এবং আমতার খড়িয়পের প্রাবন্ধিক সুশীলকুমার আশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.