বিপজ্জনক সাঁকো, পাকা সেতুর দাবি

হাওড়ার জগৎবল্লভপুরে কানা দামোদর নদীর উপরে দক্ষিণ মাজু এবং গোবিন্দপুর গ্রামের সংযোগকারী কাঠের সাঁকোটি দীর্ঘদিন ধরে বেহাল। জনবহুল, ঘনবসতিপূর্ণ এলাকায় ওই সাঁকো দিয়ে বিপজ্জনক ভাবেই চলছে পারাপার। তাতে বিপদের আশঙ্কা আছে। গ্রামবাসীরা ওই সাঁকোর পরিবর্তে একটি পাকা সেতুর দাবি তুলেছেন।
প্রায় ৬৫ ফুট লম্বা এবং ৭ ফুট চওড়া সাঁকোটি সেচ দফতরের তত্ত্বাবধানে বহু বছর আগে তৈরি হয়েছিল। তার পর থেকে এখনও পর্যন্ত পঞ্চায়েতের পক্ষ থেকে কয়েক বার জোড়াতালি দেওয়া ছাড়া আর সংস্কারের কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। সাঁকোটির নীচের কাঠের খুঁটি এবং উপরের কাঠের পাটাতনগুলি বর্তমানে জীর্ণ হয়ে পড়েছে। তবু, ওই সেতু দিয়ে প্রতিদিনই আশপাশের প্রায় ৪০টি গ্রামের মানুষকে যাতায়াত করতে হচ্ছে।
ছবি: রমাপ্রসাদ গঙ্গোপাধ্যায়।
গোবিন্দপুর গ্রামের বাসিন্দা অজয় পাছাল বলেন, “এই জীর্ণ সাঁকো যে কবে মেরামত হবে কে জানে! একটা পাকা সেতু হলে আমাদের অনেক সুবিধা হয়।”
মাজু গ্রাম পঞ্চায়েতের প্রধান নীলোৎপল কর বলেন, “বহুবার সাঁকোটির পাটাতন ও রেলিং ভেঙেছে। পঞ্চায়েতের তরফ থেকে বাঁশ বেঁধে আমরা ওই সাঁকো যাতায়াতের উপযোগী করে রেখেছি।”
মাজুর কংগ্রেস নেতা অলিব খাঁ বলেন, “পাকা সেতুর দাবি আমাদের অনেক দিনের। সেচ দফতরে বহুবার জানানো হয়েছে। ওরা অবশ্য ইতিমধ্যে মাটি পরীক্ষায় উদ্যোগী হয়েছে। পাকা সেতুটি হলে অনেক সুবিধা হবে।” সেচ দফতরের আমতা সাব-ডিভিশনের এসডিও স্বপন দত্ত বলেন, “ওই সাঁকোটির পরিবর্তে পাকা সেতু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.