শহরের একটি ধর্মীয় প্রতিষ্ঠানের আশ্রমে অস্বাভাবিক মৃত্যু হল এক কিশোরীর।
পুলিশ জানিয়েছে, বুধবার দুপুর দু’টো নাগাদ তিলজলা থানা এলাকার ভিআইপি নগরের একটি আশ্রম থেকে এক কিশোরীর দেহ উদ্ধার হয়েছে। মৃতার নাম কৃষ্ণা দাস (১৭)। আলিপুরদুয়ারের বাসিন্দা কৃষ্ণা বছরখানেক ধরে ওই আশ্রমে কাজ করছিল বলে জেনেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এ দিন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়।
যুগ্ম কমিশনার (অপরাধ দমন) পল্লবকান্তি ঘোষ জানান, এ দিন দুপুরে আশ্রমের দোতলার একটি ঘরে ওই কিশোরীর দেহ পাওয়া যায়। ঘরের একটি বক্স জানলায় তার পা দু’টি আটকানো ছিল। দেহটি ঝুলন্ত অবস্থায় ছিল। তবে প্রাথমিক ভাবে কৃষ্ণার দেহে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃতা চিকেন পক্সে আক্রান্ত ছিল। দেহটি ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আশ্রমের অন্য আবাসিকদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জেনেছে, ওই কিশোরী গত ২৮ এপ্রিল আশ্রম থেকে উধাও হয়ে গিয়েছিল। এ ব্যাপারে একটি নিখোঁজ-ডায়েরিও করা হয়। মঙ্গলবার বিকেলে তাকে ফের ওই এলাকায় দেখা গেলে আশ্রমে ফিরিয়ে নিয়ে আসা হয়। কিন্তু পক্সে আক্রান্ত হওয়ায় একটি আলাদা ঘরে রাখা হয়েছিল কৃষ্ণাকে। ওই ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষ্ণা মানসিক ভারসাম্যহীন ছিল। তার চিকিৎসাও চলছিল।
কী ভাবে ওই কিশোরীর মৃত্যু হল, তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। প্রাথমিক ভাবে পরীক্ষা করে মৃত্যুর কোনও কারণ খুঁজে পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরীর গ্রামের বাড়িতে তার এক বোন থাকে। তাকে খবর পাঠানো হয়েছে। তবে সে কৃষ্ণার দেহ নিতে কলকাতায় আসতে পারবে না বলে জানিয়েছে। দেহটি আশ্রমিকদের হাতে তুলে দিতে অনুরোধও করেছে কৃষ্ণার বোন। পুলিশ জানিয়েছে, এ ব্যাপারে কৃষ্ণার পরিবারের পক্ষ থেকে লিখিত অনুমতি মিললেই দেহটি হস্তান্তর করা হবে। |