মেট্রো স্টেশনের কাছে গ্যাস লিক, ছড়াল আতঙ্ক |
ঘটনার পরে আটকে দেওয়া হয়েছে দেশপ্রাণ শাসমল রোড। বুধবার। — নিজস্ব চিত্র |
ভরদুপুরে শহরের দক্ষিণের ব্যস্ত রাস্তায় আচমকা বিস্ফোরণের শব্দে উড়ল ম্যানহোলের ঢাকনা। চিড় ধরল রাস্তায়। পরমুহূর্তেই গ্যাসের তীব্র গন্ধ ছড়াল আশপাশে। ওই দুইয়ের মিশেলে তখন আতঙ্কিত রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের সামনে দেশপ্রাণ শাসমল রোডের পথচারী, এলাকাবাসীরা। বুধবার বিকেল ৩টে নাগাদ খবর পেয়ে সেখানে পৌঁছয় দমকল, পুলিশ। নিরাপত্তার খাতিরে ওই রাস্তার ধর্মতলামুখী দিকে যান চলাচল কিছুক্ষণ বন্ধ রাখা হয়। জল ছড়ানোর পরে পলিথিনের চাদর দিয়ে ওই ম্যানহোলের মুখ ঢেকে দেয় দমকল। সরেজমিন তদন্তে বোঝা যায়, ভূগর্ভস্থ গ্যাসের পাইপলাইনে লিক হওয়াতেই বিপত্তি। পরে, ‘গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাই কর্পোরেশন’-এর কর্মীরা মেরামতি শুরু করেন। ওই পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। মেট্রো স্টেশনের কাছে ওই ঘটনা ঘটায় মেট্রোর অফিসারেরাও এলাকাটি পরিদর্শন করেন। ওই গ্যাস সরবরাহ সংস্থার সুপারভাইজার (দক্ষিণ) অনিরুদ্ধ বসু জানান, পাইপলাইনটি বহু পুরনো। কিন্তু, সব সময় নজরদারি রাখা হয়। কী ভাবে পাইপ লিক করে গ্যাস ছড়াল দেখা হচ্ছে। অনিরুদ্ধবাবু জানান, ওই এলাকায় মাটির সাড়ে তিন ফুট নীচ থেকে পাইপলাইনটি গিয়েছে। স্থানীয়েরা জানান, বছরখানেক আগেও ওই একই জায়গায় গ্যাস লিক করেছিল।
|
তৃণমূলের ওয়ার্ডে কমিটি বামেদের |
ওয়ার্ড তৃণমূলের। কিন্তু ওয়ার্ড কমিটি গেল বামেদের দখলে। কলকাতা পুরসভার ৯৫ ওয়ার্ডে ঘটেছে এমনই ঘটনা। তিন নম্বর অরবিন্দনগর এলাকায় ওয়ার্ড কমিটির নির্বাচনে বামপন্থী ‘প্রগতিশীল গণতান্ত্রিক ফ্রন্টে’র ১২ জন প্রার্থী জিতেছেন। আর ‘পরিবর্তনপন্থী’দের তরফে নির্বাচিত এক জন। প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ২৭ জন। তার মধ্যে মোট নির্বাচিত ১৩ জন।
|
হলারি ক্লিন্টনের সঙ্গে দেখা না করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানাবেন টিপু সুলতান মসজিদের ইমাম মৌলানা নুরুর রহমান বরকতি। তাঁর দাবি আমেরিকায় সাম্প্রতিক ঘটনাবলির প্রতিবাদে সমস্ত মার্কিন পণ্য এবং মার্কিনদের ‘বয়কট’ করতে হবে। কিন্তু মার্কিন সেনেটর তথা বিদেশসচিব হিলারির তো আসন্ন কলকাতা সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করার কথা! সেই প্রসঙ্গেই প্রশ্নের জবাবে বুধবার বরকতি বলেন, “মুখ্যমন্ত্রীকে বলব, হিলারির সঙ্গে তিনি যেন দেখা না করেন।”
|
এক বৃদ্ধার পচাগলা দেহ মিলল। বুধবার, লেক থানার রহিম ওস্তাগর লেনের একটি বাড়ি থেকে। মৃতার নাম অঞ্জনা ভৌমিক (৮০)। তিনি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার প্রাক্তন কর্মী ছিলেন। পুলিশ জানায়, দীর্ঘ দিন ধরে ওই বাড়িতে ভাড়া থাকতেন তিনি। দিন পাঁচেক আগে ওই বৃদ্ধাকে শেষ বার দেখা যায়। এ দিন তাঁর ঘর থেকে দুর্গন্ধ বেরোলে থানায় খবর দেওয়া হয়। পুলিশ দরজা ভেঙে দেহ উদ্ধার করে। পুলিশের অনুমান, দিন চারেক আগে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধার।
|
ঘুষ নেওয়ার অভিযোগে আয়কর দফতরের এক অফিসারকে বুধবার গ্রেফতার করল সিবিআই। অভিযোগ, আয়কর সংক্রান্ত একটি ফাইল খুঁজে দেওয়ার জন্য চন্দ্রনাথ কয়াল নামে ওই অফিসার এক ব্যক্তির কাছ থেকে ২০০০ টাকা ঘুষ নিচ্ছিলেন। তখনই তাঁকে হাতেনাতে ধরা হয়। |