রাজ্যের কয়েকটি এলাকায় বিনিয়োগ নিয়ে নিষেধাজ্ঞা তুলতে শিল্পমহলের সঙ্গে যৌথ ভাবে কেন্দ্রের কাছে আর্জি জানাবে রাজ্য।
মাত্রাছাড়া দূষণের জন্য হলদিয়া, আসানসোল ও হাওড়ার তিন শিল্পাঞ্চলে কারখানা গড়া বা সম্প্রসারণে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক। বুধবার শিল্প সংক্রান্ত ‘কোর-কমিটি’র বৈঠকের পরে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, দূষণ কমাতে প্রয়োজনে শিল্পমহলের সঙ্গে কাজ করবে রাজ্য। তার পর সার্বিক ভাবে নিষেধাজ্ঞা তুলতে কেন্দ্রের কাছে আর্জি জানানো হবে।
রাজ্য ও শিল্পমহলের প্রশ্ন, ওই সব অঞ্চলে কিছু শিল্প অতিরিক্ত দূষণ করছে। তার দায় গোটা শিল্পাঞ্চল বইবে কেন। দেশ জুড়ে এ রকম ৪০টিরও বেশি শিল্পাঞ্চলে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র।
এর আগে জমি নীতি ও লগ্নি প্রক্রিয়া সহজ করার মতো ব্যাপারেও শিল্পমহলের সাহায্য নিয়েছে রাজ্য। মূলত ইন্ডিয়ান চেম্বারের সাহায্যে ‘এক -জানলা’ ব্যবস্থা আনে শিল্পোন্নয়ন নিগম। এ বার দূষণ কমাতে বেঙ্গল চেম্বারের উদ্যোগকেই পাথেয় করতে চাইছে তারা।
মাস দুয়েক আগে হলদিয়ায় দূষণের উৎস খুঁজতে সেখানে কর্মশালা করে বেঙ্গল চেম্বার। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক যে দূষণ-মাত্রা নির্ধারণ করেছে, তা স্থির করার সঙ্গে যুক্ত আইআইটি দিল্লির দুই অধ্যাপকও তাতে অংশ নেন। বণিকসভার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পার্থ ভট্টাচার্য বলেন, “তাঁদের পরামর্শ ছিল কোন কোন শিল্প অতিরিক্ত দূষণ করছে চিহ্নিত করা। এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের মাধ্যমে তা কমানোর পন্থা ঠিক করা। বেঙ্গল চেম্বারও আইআইটি দিল্লিকে দিয়ে সমীক্ষা করাবে। সে সুপারিশ রাজ্য মানলে পর্ষদের পরামর্শ অনুযায়ী দূষণ কমানোর চেষ্টা হবে।” তিনি জানান, সে ক্ষেত্রে ‘দূষিত’ শিল্পকে বাইরে রেখে বাকিদের লগ্নিতে সায় দিতে কেন্দ্রের কাছে আর্জি জানানো হতে পারে। শিল্পমন্ত্রীর কথায়, “রাজ্যে শিল্পে লগ্নিতে উৎসাহ দিতেই ওই তিন অঞ্চলে নিষেধাজ্ঞা তোলা জরুরি।” |