সদাইপুর থানা এলাকার কচুজোড় জঙ্গল থেকে মঙ্গলবার সকালে এক ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম কাজল পাল ওরফে সন্তোষ (৩৭)। কচুজোড় গ্রামেই তাঁর বাড়ি। হত্যা না অন্য কোনও কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা পুলিশের কাছে পরিষ্কার নয়। দেহটি ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। যদিও মৃতের স্ত্রী বেলা পালের দাবি, তাঁর স্বামীকে খুন করা হয়েছে। এ ব্যাপারে সদাইপুর থানায় ভাসুর, দেওর এবং দুই জায়ের বিরুদ্ধে স্বামীকে খুন করার অভিযোগ দায়ের করেন বেলাদেবী। বেলাদেবীর অভিযোগ, “বেশ কিছুদিন ধরেই পৈত্রিক সম্পতির ভাগবাটোয়ারা নিয়ে আমার স্বামীর সঙ্গে তাঁর দাদা ও ভাইয়ের পরিবারের সদস্যদের বাদানুবাদ চরমে উঠেছিল। ওঁরা তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।” পুলিশ ইতিমধ্যেই বেলাদেবীর ভাসুর উজ্জ্বল পাল এবং দেওর বামাচরন পালকে গ্রেফতার করেছে। জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “অভিযুক্তদের মধ্যে দু’জনকে ধরা হয়েছে। তদন্ত চলছে।”
|
ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে বুধবার সিউড়ি-বোলপুর রাস্তায় হাটটিকরে বাসস্ট্যান্ডের কাছে পথ অবরোধ করল এসইউসির সারা ভারত খেতমজুর সংগঠন। এ দিন সকাল সাড়ে ৯টা থেকে এক ঘণ্টার বেশি সময় ধরে চলা অবরোধে নাকাল হন নিত্যযাত্রী থেকে পথ চলতি মানুষ। পরে সিউড়ি ২ ব্লকের বিডিও-র হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। সংগঠনের জেলা নেতা মানস সিংহ বলেন, “গত ২৬ এপ্রিল ঝড়ের সিউড়ি ২ ব্লকের হাটটিকরেতে ব্যাপক ক্ষতি হয়েছে। ৩৫টির মতো বাড়ি সম্পূর্ণ এবং ২২টির মতো বাড়ি আংশিক ক্ষতি হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত ক্ষতিপূরণ জোটেনি।” বিডিও আর বিমলা বলেন, “ব্লক রিলিফ অফিসারকে বলেছি, দেখে রিপোর্ট দিতে। রিপোর্ট পেলেই ব্যবস্থা নেওয়া হবে।”
|
নিজস্ব ভবন ছিল না। তাই অন্যের ঘরে সাঁইথিয়ার ফুলুর পঞ্চায়েতের বিলসা গ্রামের অঙ্গনওয়াড়িকেন্দ্রটি। বুধবার সেই কেন্দ্রটি নিজস্ব ভবনে স্থানান্তরিত হয়েছে। এ দিন ওই ভবনের উদ্বোধন করেন সাঁইথিয়ার বিডিও উৎপল চক্রবর্তী। গ্রামের বাসিন্দা তথা শিক্ষক সদানন্দ সুত্রধর বলেন, “দীর্ঘদিন ধরে গ্রামের লোকজন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নিজস্ব ভবনের দাবি জানিয়ে আসছিলেন। প্রশাসন সেই দাবি মেনে ভবন নির্মাণ করেছে।”
|
তালা ভেঙে চারটি ফলের দোকানে চুরি হয়েছে কাঁকরতলা থানা এলাকার বড়রা গ্রামের হাটতলায়। মঙ্গলবার মঙ্গলবার সকালে দোকান খুলতে এসে ব্যবসায়ীরা চুরির বিষয়টি জানতে পারেন। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু করেছে।
|
আগুন লাগার ঘটনা ঘটল বিশ্বভারতীর পূর্বপল্লিতে থাকা আন্তর্জাতিক ছাত্রাবাসে। সোমবার রাতের ঘটনা। বোলপুরের অগ্নিনির্বাপন ও জরুরি পরিষেবা কেন্দ্রের ওসি শেখ আব্বাস বলেন, “খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শর্টশার্কিট থেকে এই আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্তে মনে হয়েছে।” বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, অ্যাডমিট কার্ড, পাসপোর্ট, বইপত্র, প্রয়োজনীয় আরও কিছু কাগজ ও আসবাবপত্র পুড়ে গিয়েছে। জেলা এসপি হৃষিকেশ মিনা বলেন, “সব দিক খতিয়ে দেখছি।”
|
দুই কিশোরীর অপমৃত্যু হয়েছে নলহাটিতে। মঙ্গলবার রাতে বানিওড় গ্রামে বাড়ি থেকে উদ্ধার হয় রিমি মণ্ডল (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত দেহ। রাতেই বাড়িতে কীটনাশক খায় নলহাটি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাম্পি বাউরি (১৭)। পরে রামপুরহাট মহকুমা হাসপাতালে তার মৃত্যু হয়। |