|
|
|
|
শ্রমিক দিবসে বন্দুক-সহ ধৃত ২ সিপিএম কর্মী |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
মে দিবসের সভা চলাকালীন আগ্নেয়াস্ত্র-সহ দুই সিপিএম সমর্থককে গ্রেফতার করল পুলিশ। তাঁদের কাছ থেকে তিনটি একনলা রাইফেল এবং একটি দেশি বন্দুক উদ্ধার হয়। কাঁকসার বিনোদপুরে তৃণমূলের অভিযোগ, এলাকায় সন্ত্রাস ছড়াতেই প্রকাশ্যেই আগ্নেয়াস্ত্র নিয়ে সভা করছে সিপিএম। অন্য দিকে, সিপিএমের দাবি, পুলিশ ও তৃণমূল চক্রান্ত করে তাঁদের দুই সমর্থককে ফাঁসিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন অনুষ্ঠান চলাকালীন দুই সিপিএম সমর্থক অঙ্গরাজ ডোম ও পরেশ খাণ্ডাইতের কাছে আগ্নেয়াস্ত্র থাকার কথা পুলিশকে জানায় তৃণমূল। সঙ্গে সঙ্গে কাঁকসা থানার পুলিশ গিয়ে ওই দু’জনকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করে। পুলিশ অবশ্য তৃণমূল সূত্রে খবর পাওয়ার কথা অস্বীকার করেছে। জেলা পুলিশ সুপার সৈয়দ হোসেন মির্জা বলেন, “পুলিশ নিজস্ব সূত্রে খবর পেয়েই অভিযান চালায় ও ওই দু’জনকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করে।”
সিপিএমের কাঁকসা জোনাল কমিটির প্রাক্তন সম্পাদক বীরেশ্বর মণ্ডলের অভিযোগ, “চক্রান্ত করে আমাদের দুই কর্মীকে ফাঁসানো হয়েছে। পুলিশ সব জানে।” তৃণমূলের ব্লক যুব নেতা পল্লব বন্দ্যোপাধ্যায়ের পাল্টা অভিযোগ, “যত দিন যাচ্ছে কাঁকসায় সিপিএমের কর্তৃত্ব কমছে। তাই সন্ত্রাস সৃষ্টি করে পরিস্থিতি অনুকূলে রাখতেই অস্ত্র নিয়ে সভা করা হচ্ছে।”
ঘটনার প্রতিবাদে তৃণমূলের পক্ষ থেকে এ দিন কাঁকসা ডাকবাংলো মোড়ে একটি প্রতিবাদ সভার আয়োজন করে তৃণমূল। বক্তৃতা করেন দলের প্রদেশ সদস্য দেবদাস বক্সি। তাঁর দাবি, “এলাকায় সিপিএম কর্মী-সমর্থকদের কাছে আরও অস্ত্র রয়েছে। পুলিশ অভিযান চালিয়ে দ্রুত সেগুলি উদ্ধার করুক।” |
|
|
|
|
|