প্রোমোটিংয়ের জন্য জমি দখলের মতলবে শাসক দলের এক বিধায়ক ও প্রোমোটারের মধ্যে ‘আঁতাত’-এর অভিযোগ উঠেছে। হাওড়ায় সালকিয়া চৌরাস্তার কাছে একটি চালু কারখানা ওই বিধায়ক বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ। কারখানার শ্রমিকদের তরফে উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক অশোক ঘোষের নামে গোলাবাড়ি থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।
শনিবার দুপুরে শ্রীঅরবিন্দ রোডে রোলিং মিলের যন্ত্রাংশ তৈরির কারখানাটিতে চড়াও হয়েছিল এক দল মোটরবাইক আরোহী। কারখানার ম্যানেজার মনোজকুমার মাইতিকে তারা জোর করে মোটরবাইকে তুলে সীতানাথ বসু লেনে বিধায়কের বাড়িতে নিয়ে যায় বলে অভিযোগ। মনোজবাবু বলেন, “ওঁরা প্রথমে কারখানার মালিককে খুঁজছিলেন। তাঁকে না পেয়েই আমাকে তুলে নিয়ে যান। অশোকবাবু আমাকে স্পষ্ট বলে দেন, তিন দিনের মধ্যে মালিক ওঁর সঙ্গে দেখা না করলে তিনি কারখানা বন্ধ করে দেবেন।” মনোজবাবু বিধায়কের বাড়ি থেকে ফেরার পরেই কারখানার শ্রমিকেরা গোলাবাড়ি থানায় গিয়ে অভিযোগ জানান।
অশোকবাবু অবশ্য মেনে নিয়েছেন, কারখানার জমিতে প্রোমোটারির বিষয়ে কথা বলার জন্যই তিনি মালিককে খুঁজছিলেন। কিন্তু তাঁর বক্তব্য, “কারখানা বন্ধ করে দিতে কোনও হুমকি আমি দিইনি।” কারখানা মালিকের বিরুদ্ধেও পাল্টা অভিযোগ এনে তিনি বলেছেন, “কারখানার বেশ কয়েক জন শরিক খুবই গরিব। তাঁদের থাকার ব্যবস্থা করতে এক প্রোমোটার ওই তল্লাটে বহুতল তুলতে চাইছে। এর জন্য কারখানার মালিককে ৫০ লক্ষ টাকাও দেওয়া হয়েছে। কিন্তু এর পরেও তিনি কারখানা ছেড়ে যাচ্ছেন না।”
কারখানার ব্যাপারে বিধায়কের ‘খবরদারি’ নিয়ে শ্রমিকেরা এ দিন বিকেলেই গোলাবাড়ি থানায় বিক্ষোভ দেখিয়েছেন। এক প্রোমোটারের স্বার্থে বিধায়ক কেন কারখানা বন্ধ করে দিতে চাইছেন, সেই প্রশ্নও তুলেছেন তাঁরা। সংশ্লিষ্ট বিধায়ক ছাড়াও তাঁর ‘সহযোগী’ এবং কারখানায় চড়াও হওয়া পাঁচ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই শ্রমিকরা। |