গড়গড়িয়ে এগিয়ে চলা দিল্লির বিজয় রথের সামনে এ বার রাজস্থান রয়্যালস। চুড়ান্ত উত্তেজক লড়াই বেগুনি টুপির সঙ্গে কমলা টুপিরও। রাজস্থান ইনিংসের শুরুতেই যে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী মর্নি মর্কেল (১৭) দৌড়ে আসবেন সবচেয়ে বেশি রান করে ফেলা অজিঙ্ক রাহানের (৩৩২) দিকে।
এই মুহূর্তে আট ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে সবার উপরে দিল্লি। সমসংখ্যক ম্যাচে আট পয়েন্ট পেয়ে পাঁচ নম্বরে আটকে রাজস্থান। রবিবার রাহুল দ্রাবিড়দের কঠিন পরীক্ষা দিল্লির দুর্দান্ত ব্যাটিং লাইন-আপকে থামানো। যেখানে বীরেন্দ্র সহবাগ ফিরে পেয়েছেন দুরন্ত ফর্ম। এমনই যে তাড়া করছেন রাজস্থানের অজিঙ্ক রাহানের কমলা টুপিও। টুর্নামেন্টে রাহানের রান এখন ৩৩২। সহবাগ ৩০৯। কেভিন পিটারসেন শ্রীলঙ্কা সফর থেকে মাঝপথে এসেই মারমুখী। একই রকম বিক্রমে খেলছেন মাহেলা জয়বর্ধনেও। শুধু নিউজিল্যান্ডের রস টেলর এখনও সে ভাবে নজর কাড়েননি। রাজস্থানের বোলিং কিন্তু চিন্তায় রাখবে দ্রাবিড়কে। ক্যারিবিয়ান কেভন কুপার এবং সিদ্ধার্থ ত্রিবেদী ছাড়া কার্যকর ভুমিকায় দেখা যায়নি বাকিদের।
রাহানে-ওয়েইস শাহরা বরং বেশ কিছু বড় রানের ইনিংস উপহার দিয়েছেন অধিনায়ক দ্রাবিড়কে। কয়েক বার বড় রান এসেছে দ্য ওয়ালের ব্যাটেও। কিন্তু তাতেই নিশ্চিন্ত হওয়ার অবকাশ নেই দ্রাবিড়ের। মর্কেল ছাড়াও দিল্লির তুণে অনেক অস্ত্র। নিয়মিত উইকেট তুলে নিচ্ছেন উমেশ যাদব-ইরফান পাঠান। আর বেশ কিছু গুরুত্বপূর্ণ উইকেট এ বার তুলে নিয়েছেন ঝাড়খণ্ডী বাঁ হাতি স্পিনার শাহবাজ নাদিম।
এখনও পর্যন্ত চারটি অ্যাওয়ে ম্যাচ খেলে শুধু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারাতে পেরেছেন দ্রাবিড়রা। দিল্লি দখল হবে কি? |