ধোনির ভুল সিদ্ধান্তে হার চেন্নাইয়ের
কিংস ইলেভেন পঞ্জাবের কাছে ৭ রানে অপ্রত্যাশিত হারের পরে চেন্নাই সুপার কিংস সমর্থকদের টুইট আছড়ে পড়তে শুরু করেছিল‘ধোনি, রবীন্দ্র জাডেজা, ডোয়েন ব্র্যাভো-র আগে ঋদ্ধিমান সাহাকে ব্যাটিং অর্ডারে চার নম্বরে তুলে আনার দরকার কী ছিল?’... ‘ধোনির কি এ বার সীমিত ওভারের ক্রিকেটেও ক্যাপ্টেন্সিতে মরচে পড়ছে?’... ‘ক্যাপ্টেন কুল’-এর নিজের ব্যাটিং ফর্মেরও হল কী?’
সব ন্যায্য প্রশ্ন। ধোনি নিজে কিপিং করে বাংলার উইকেটকিপার ঋদ্ধিমানকে চলতি আইপিএলে এ দিন নিয়ে চারটে ম্যাচ খেলালেন শুধু ব্যাটসম্যান হিসেবে। কিন্তু পঞ্জাব ম্যাচের আগে সিএসকে-র হয়ে ব্যাট করার সুযোগ ঘটেনি ঋদ্ধির। ধোনি কি সে জন্যই বিপক্ষের ১৫৬-৮-এর টার্গেট চেন্নাই তাড়া করতে নেমে অষ্টম ওভারে দু’প্লেসি আর বদ্রীনাথকে হারিয়ে মাত্র ৬২ রান তোলার পরেও ঋদ্ধিকে নামিয়ে দিয়েছিলেন? সতীর্থের প্রতি দায়বদ্ধতা? নাকি নিজের আত্মতুষ্টি? প্রথম বার আইপিএলে ব্যাট করতে নেমে ঋদ্ধি ১৪ বল খেলে মাত্র ৬ রান করে আউট হলেন।
ধোনি-বিদায়। শনিবার। ছবি: পিটিআই
অন্য দিকে ততক্ষণে অফ ফর্মে থাকা রায়না আরও এক বার ব্যর্থ হয়ে ফিরে গিয়েছেন। ১৩তম ওভারে চেন্নাইকে ৮৭-৪-এ রেখে ঋদ্ধি যখন ড্রেসিংরুমে ফিরলেন, ধোনির দল আচমকা চাপে পড়ে গিয়েছে। এর পরে শ্রীনিবাসনের সাধের দশ কোটি দামের ক্রিকেটার রবীন্দ্র জাডেজা মাত্র ১৭ করে, আর ধোনির (১) ছেলেমানুষী রান আউটের ধাক্কায় চেন্নাইয়ের সমাধি ঘটে গেল চিপকের মাঠে। ইনিংসের শেষের দিকে সাত নম্বরে নেমে ব্র্যাভোর ৩০ রান কোনও কাজে এল না। প্রবীণ কুমারের ১৯তম ওভারে ১৫ রান উঠলেও শেষ ওভারে জেতার জন্য ধোনির দলের দরকার ছিল আরও ১৭। মর্কেলদের পক্ষে যা তোলার সাধ্য হয়নি।
হ্যামস্ট্রিংয়ের ব্যথায় কাবু গিলক্রিস্টের অনুপস্থিতিতে ডেভিড হাসি টস জিতে ব্যাটিং নেওয়ার পরে কিংস ইলেভেন ইনিংস ওপেন করতে নেমে মনদীপ সিংহ ৫৬ করে ‘ম্যান অব দ্য ম্যাচ’-এর মোটা চেক নিয়ে গেলেও ক্রিকেটজনতার চোখে ম্যাচের সেরা আজহার মেহমুদ। ব্রিটিশ নাগরিকত্ব থাকার সুবাদে একমাত্র পাকিস্তানি ক্রিকেটার হিসেবে আইপিএল ফাইভে খেলছেন। ব্যাটে ১২ বলে গুরুত্বপূর্ণ ১৮ রান করার পরে বল হাতে আজহার (৩-২৫) চার ওভারে তুলে নেন দুই চেন্নাই ওপেনার ছাড়াও মর্কেলকে।
পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে ওঠার সুযোগ হারাল ধোনির চেন্নাই। আর পঞ্জাব আট নম্বরে থাকলেও আট পয়েন্টে পৌঁছে শেষ চারে ওঠার লড়াইয়ে কিন্তু ঢুকে পড়ল!




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.