এক ঝলকে...
পৃথিবী
শিকাগো বেজিং ওয়াশিংটন ইসলামাবাদ দামাস্কাস
• চিন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ বহু দেশে শস্য উৎপাদন বিপুল ভাবে কমে যাবে, যদি... দুনিয়া জুড়ে একশো কোটি মানুষ দুর্ভিক্ষের কবলে পড়বেন, যদি... হ্যাঁ, যদি ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ বাধে। রাশিয়া আমেরিকা বা চিনের তুলনায় এই দুই দেশের পারমাণবিক অস্ত্রের বহর অনেক কম, কিন্তু যা আছে, দুনিয়ার চেহারা বদলাতে তা-ই যথেষ্ট। শিকাগোয় নোবেলজয়ীদের সম্মেলনে এই তথ্য পেশ করেছেন ‘ইন্টারন্যাশনাল ফিজিশিয়ানস ফর দ্য প্রিভেনশন অব নিউক্লিয়ার ওয়র’ সংস্থার বিজ্ঞানী ইরা হেলফান্ড। দিল্লি এবং ইসলামাবাদের কানে সুসংবাদটি পৌছেছে।

• প্রেসিডেন্ট ওবামা ভেটো দিতে চেয়েছিলেন, কিন্তু তবু হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এ পাশ হয়ে গেল আমেরিকার সাইবার সিকিউরিটি বিল। যে কোনও ব্যক্তিগত অ্যাকাউন্ট সম্পর্কে রাষ্ট্রীয় প্রয়োজনে তথ্যসংগ্রহের অধিকার করা যাবে এ বার। পুরো নাম হল সাইবার ইনটেলিজেন্স শেয়ারিং অ্যান্ড প্রোটেকশন অ্যাক্ট (সিসপা)।

• পাকিস্তানের বিরোধী নেতা নওয়াজ শরিফ মানুষের কাছে আবেদন জানালেন, প্রধানমন্ত্রী গিলানিকে পদচ্যুত করতে তাঁকে সহায়তা করতে। প্রসঙ্গত পাক সুপ্রিম কোর্টের আদেশে ইতিমধ্যেই গিলানি অপরাধী সাব্যস্ত, এক রাত্রি জেলবাসও হয়েছে তাঁর।

• সিরিয়ার সংঘর্ষের ফলে দেশ ছেড়ে পলাতকের সংখ্যা এখনও অবধি ৬৫,০০০। হিসেব রাষ্ট্রপুঞ্জের। পলাতকরা যাচ্ছেন প্রধানত তুরস্ক, লেবানন, ইরাক ও জর্ডনে।

• বো গুয়াগুয়ার বয়স ২৪। এর মধ্যেই বহু-বিতর্কিত চরিত্র তিনি। মহামূল্যবান ইতালীয় স্পোর্টস কার কিনেছেন না কেনেননি, ঠিক কোথায় পড়াশোনা করেছেন, পড়াশোনার টাকা কোথা থেকে এসেছে, নানা প্রশ্ন। বাবা বো জিলাই এবং মা গু কাইলাই, চিনের হাই-প্রোফাইল দম্পতি আপাতত বেজিং-এর গারদে, দুর্নীতির অভিযোগে। স্বভাবতই বো পরিবারের ব্যক্তিগত জীবন নিয়ে উত্তাল সকলে।
লন্ডন
আসন্ন অলিম্পিকের চেয়েও বেশি উত্তেজক কী? ব্রিটেনে এই প্রশ্নটির সহজ উত্তর: রুপার্ট মার্ডক-এর (ছবি) জনশুনানি। গত বছর এই মিডিয়া-মুঘলের সংবাদপত্রের বিরুদ্ধে ফোনে আড়ি পাতা সহ বিপুল দুর্নীতি এবং অনৈতিকতার অভিযোগ ওঠে। মার্ডকের মিডিয়া-সাম্রাজ্যের ৫০ জনেরও বেশি সম্পাদক, সাংবাদিককে গ্রেফতার করে স্কটল্যান্ড ইয়ার্ড। প্রধানমন্ত্রী ক্যামেরন ব্রিটেনের সংবাদপত্র দুনিয়ার চালচলন নিয়ে সামগ্রিক তদন্তের নির্দেশ দেন। রুপার্ট মার্ডক নিঃসন্দেহে ব্রিটেনের সর্বাধিক রাজনৈতিক প্রতিপত্তিশালী ব্যক্তিদের এক জন। তবে কি না, তদন্ত কমিশনের সামনে তিনি বলেছেন, তাঁর রাজনৈতিক প্রতিপত্তিকে কখনও তিনি ব্যবসার কাজে লাগাননি! আর, নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর সব অনাচারই নাকি তাঁর অজান্তে হয়েছিল।
প্যারিস
আগামী রবিবার ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ও চূড়ান্ত পর্ব। মুখোমুখি লড়বেন প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি এবং তাঁর সোশালিস্ট প্রতিদ্বন্দ্বী ফ্রঁসোয়া অলাঁদ। প্রথম পর্বে তৃতীয় স্থান পেয়ে লড়াই থেকে ছিটকে গেছেন কট্টর দক্ষিণপন্থী ন্যাশনাল ফ্রন্টের প্রার্থী ম্যারিন ল্য প্যাঁ (ছবি)। এখন সারকোজি ন্যাশনাল ফ্রন্ট সমর্থকদের ভোটগুলো নিজের গোলায় তুলতে খুব চেষ্টা করছেন। সোশালিস্ট অলাঁদ-এর তুলনায় তিনি অবশ্যই ল্য প্যাঁ-র অনেক কাছাকাছি। কিন্তু ন্যাশনাল ফ্রন্ট সমর্থকরা সারকোজিকে মোটে বিশ্বাস করেন না। তাঁরা জানিয়ে দিয়েছেন, প্রেসিডেন্ট যতই তাঁদের মন ভেজানোর চেষ্টা করুন, তাঁরা ভুলছেন না।
বেজিং
চেন গুয়াংচেং (ছবি) গৃহবন্দিত্ব থেকে পালালেন। এই দৃষ্টিহীন মানবাধিকারকর্মী চিনে কমিউনিস্ট পার্টির একদলীয় শাসনের বিরুদ্ধে কথা বলে বিখ্যাত, এবং চিনের সরকারের পাকাপাকি কুনজরে। ২০১০ সালে জেল থেকে মুক্তি পাওয়ার পরই তাঁকে গৃহবন্দি করে সরকার। তাঁর মেয়েকে স্কুলে ভর্তি হতে দেওয়া হয়নি, তাঁর পরিবারের সদস্যদের ওপর নাকি শারীরিক অত্যাচারও করেছে স্থানীয় প্রশাসন। চেন কোথায়, জানা যাচ্ছে না। অনুমান, কোনও বিদেশি দূতাবাসে কূটনৈতিক আশ্রয় নিয়েছেন। প্রেসিডেন্ট ওয়েন জিয়াবাও-এর উদ্দেশে একটি ভিডিয়ো প্রকাশ করেছেন চেন। পরিবারের নিরাপত্তার দাবি, স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে তদন্তের দাবির পাশাপাশি চিনে দুর্নীতি কমানোর দাবিও পেশ করেছেন চেন। এ দিকে, দুনিয়া জুড়ে তাঁর প্রতি সমর্থনের ঢল নেমেছে।
আটলান্টা
গত বছর জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার একটি গ্রামে এক শ্বেতাঙ্গ গৃহস্বামী আবিষ্কার করেন, তাঁর অষ্টাদশী কন্যার ঘরে এক তরুণ। কৃষ্ণাঙ্গ। সঙ্গে মারিজুয়ানা। তরুণ শ্যাভন প্যাটারসন পালাতে যায়, গৃহস্বামী গুলি করেন, সে মারা যায়। মামলা শুরু এত দিনে। অভিযোগ: বর্ণবিদ্বেষের খুন।
শেষ পাত
ছ’বছরের বাচ্চা স্যালেসিয়া জনসন। স্কুলে গিয়ে তার কোনও কারণে মেজাজ বিগড়ে গিয়েছিল। বইখাতা, খেলনা ছুড়ে ফেলে, একটা বইয়ের তাকও নাকি ধাক্কা দিয়ে ফেলে দেয়। তাতে স্কুলের প্রিন্সিপালের পায়ে চোট লাগে। সাধারণত এ সব ক্ষেত্রে কী করা হয়, সবাই জানেন। কিন্তু, জর্জিয়া প্রদেশের মিলেজভিল-এর স্কুলটি অসাধারণ! তারা পুলিশে খবর দেয়। পুলিশ এসে, ছ’বছরের মেয়েটিকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, তাঁদের নিয়মের বইয়ে লেখা যে কাউকে গ্রেফতার করে পুলিশের গাড়িতে থানায় আনতে হলে হাতকড়া পরিয়েই আনতে হবে। তাঁদের আর দোষ কী!


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.